ড. মুহম্মদ শহীদুল্লাহ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: ড. মুহম্মদ শহীদুল্লাহ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২৩)

১. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রাজা রামমোহন রায়
  • মুরারীমোহন সেন
  • সুকুমার সেন
  • নরেন বিশ্বাস

২. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ? [ ৩৭তম বিসিএস ]

  • Buddhist Mystic Songs
  • চর্যাগীতিকা
  • চর্যাগীতিকোষ
  • হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

৩. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা ? [ ২৪তম বিসিএস ]

  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহামম্দ আব্দুল হাই
  • মুনীর চৌধুরী
  • মোফাজ্জল হোসেন চৌধুরী

৪. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা ? [৩৭তম বিসিএস ]

  • বঙ্গভাষা ও সাহিত্য
  • বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  • বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  • বাংলা সাহিত্যের কথা

৫. ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কবি
  • ঐতিহাসিক
  • সমাজ সংস্কারক
  • ভাষাতত্ত্ববিদ

৬. ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি ? [ সহকারী তথ্য অফিসার : ০৫]

  • ১৮৮৫-১৯৬৯
  • ১৮৭৫-১৯৬৯
  • ১৮৮৪-১৯৬৯
  • ১৮৮৫-১৯৭০

৭. ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমীতে কোন সালে যোগদান করেন ? [ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ৯৫]

  • ১৯৪৯ সালে
  • ১৯৬০ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৫৮ সালে

৮. ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শেষ নবীর সন্ধানে
  • রকমারি
  • বাংলা আদব কি তারিখ
  • প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী

৯. ড.মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি ? [ জেলা দুর্নীতি দমন অফিসার : ৯৪]

  • ১৯৬৪ সালের ১ মে
  • ১৯৬৬ সালের ১ জুলাই
  • ১৯৬৯ সালের ১৩ জুলাই
  • ১৯৭০ সালের ১৩ জুলাই

১০. 'আঞ্চলিক ভাষার অভিধান' ও 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সুকুমার সেন
  • অসিতকুমার
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • সুনীতিকুমার
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন