বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: আবুল মনসুর আহমদ mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৯)
১. রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন- [প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ১২ ]
- আল মাহমুদ
- আবদুল করিম
- আবুল মনসুর আহমদ
- আবুল ফজল
২. ‘গালিভারের সফরনামা’ গল্পগ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- আবুল মনসুর আহমদ
- সৈয়দ মুজতবা আলী
- প্রমথ চৌধুরী
- সৈয়দ ওয়ালীউল্লাহ
৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে ? [ ১১তম বিসিএস ]
- মোঃ আব্দুল হাই
- ডঃ শহীদুল্লাহ
- আবুল মনসুর আহমদ
- আতাউর রহমান
৪. ‘ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা ? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশল : ৯৯ ]
- উপন্যাস
- কাব্য
- ভ্রমণকাহিনী
- এগুলোর কোনটিই নয়
৫. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী : ১২ ]
- আলাউদ্দিন আল আজাদ
- আবু রুশদ
- আবুল মনসুর আহমদ
- আবুল ফজল
৬. কোন গ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- আয়না
- আসমানী পর্দা
- আবে হায়াত
- সবগুলো
৭. ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা কে ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী : ০৩]
- মুহম্মদ শহীদুল্লাহ
- আবদুল করিম সাহিত্য বিশারদ
- আবুল মনসুর আহমদ
- আবুল ফজল
৮. 'আবে হায়াৎ' আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাব্য
- প্রবন্ধ
- জীবনী সাহিত্য
- উপন্যাস
৯. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা কে ? [১১তম প্রভাষক নিবন্ধন : ১৪ ]
- আবুল কালাম শামসুদ্দীন
- আবুল মনসুর আহমদ
- আবুল ফজল
- মাহবুবুল আলম
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0