মীর মশাররফ হোসেন MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: মীর মশাররফ হোসেন MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৫৪)

১. মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ? [ খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক : ১১]

  • আত্মজীবনী
  • কাব্যগ্রন্থ
  • উপন্যাস
  • প্রবন্ধ সংকলন

২. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
  • এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
  • এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শীবর্ণনা
  • এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন

৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ? [ ২৮ তম বিসিএস]

  • মোতাহের হোসেন
  • ইসমাইল হোসেন সিরাজী
  • মীর মশাররফ হোসেন
  • ফররুখ আহমদ

৪. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি ? [৩৭তম বিসিএস ]

  • মীর মশাররফ হোসেনের
  • ইসমাইল হোসেন সিরাজীর
  • রবীন্দ্রনাথ ঠাকুরের
  • কাজী নজরুল ইসলামের

৫. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা ? [ ২০তম বিসিএস ]

  • কায়কোবাদ
  • মীর মশাররফ হোসেন
  • মোজাম্মেল হক
  • ইসমাইল হোসেন সিরাজী

৬. ‘জমিদার দর্পন’ নাটকের লেখক কে ? [ কারা তত্ত্বাবধায়ক : ১০]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • মীর মশাররফ হোসেন
  • জসীম উদ্দীন
  • মুনীর চৌধুরী

৭. ‘রত্নবতী’ উপন্যাসের লেখক কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • মীর মশাররফ হোসেন
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কাজী নজরুল ইসলাম

৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি ? [১৪তম বিসিএস]

  • জমিদার দর্পণ
  • গোজীবন
  • স্পেন বিজয়
  • বসন্ত কুমারী

৯. নিচের কোন পুস্তকটি মীর মশাররফ হোসেন রচিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • নীলদর্পণ
  • জমিদার দর্পণ
  • স্বপন পশারী
  • দুর্গেশনন্দিনী

১০. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ? [২৬তম বিসিএস ]

  • নটির পূজা
  • বেহুলা গীতাভিনয়
  • নবীন তপস্বিনী
  • কৃষ্ণকুমারী
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন