মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৮০)

১. 'ফেরারী ডায়েরী' কোন পটভূমিকায় রচিত ? [জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১ ]

  • মুক্তিযুদ্ধের
  • দেশ বিভাগের
  • ভাষা আন্দোলনের
  • গণঅভ্যুত্থানের

২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ? [ ৪৩তম বিসিএস ]

  • কাদো নদী কাঁদো
  • নেকড়ে অরণ্যে
  • রাঙা প্রভাত
  • প্রদোষে প্রাকৃতজন

৩. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ? [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক: ১৯]

  • প্রদোষে প্রাকৃতজন
  • চিলেকোঠার সেপাই
  • ওঙ্কার
  • জলাঙ্গী

৪. নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯ ]

  • নূরলদীনের সারাজীবন
  • একদিন প্রতিদিন
  • বহুব্রীহি
  • পায়ের আওয়াজ পাওয়া যায়

৫. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি ? [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১/ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯]

  • নিষিদ্ধ লোবান
  • নেকড়ে অরণ্য
  • রাত্রিশেষ
  • বন্দী শিবির থেকে

৬. 'একাত্তরের বর্ণমালা' কার লেখা ? [ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২/ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ ]

  • জাহানারা ইমাম
  • রাবেয়া খাতুন
  • শওকত ওসমান
  • এম আর আখতার মুকুল

৭. 'তালাশ' উপন্যাসের রচয়িতা কে ? [যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ ]

  • সেলিনা হোসেন
  • আনোয়ার পাশা
  • শাহীন আখতার
  • রশীদ করিম

৮. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০ ]

  • সুবচন নির্বাসনে
  • রক্তাক্ত প্রান্তর
  • কবর
  • পায়ের আওয়াজ পাওয়া যায়

৯. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি ? [৪২তম বিসিএস ]

  • ক্রীতদাসের হাসি
  • জীবন ও রাজনৈতিক বাস্তবতা
  • কান্নাপর্ব
  • প্রদোষে প্রাকৃতজন

১০. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি ? [ ৪১তম বিসিএস]

  • ছেঁড়াতার
  • চাকা
  • বাকী ইতিহাস
  • কী চাহ শঙ্খচিল
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন