বাংলা সাহিত্যের প্রাচীন যুগ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বাংলা সাহিত্যের প্রাচীন যুগ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৭৪)

১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ১৯]

  • মহাভারত
  • চর্যাপদ
  • রামায়ণ
  • জঙ্গনামা

২. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ / আদি নিদর্শন কোনটি ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯/ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ১৯/ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটরঃ ১৪]

  • শ্রীকৃষ্ণবিজয়
  • শ্রীকৃষ্ণকীর্তন
  • শূন্যপুরাণ
  • চর্যাপদ

৩. প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী ? [ সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার: ১৬]

  • লায়লী-মজনু
  • শ্রীকৃষ্ণকীর্তন
  • চর্যাপদ
  • পদ্মাবতী

৪. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি ? [ উপজেলা পোস্টমাস্টার : ১০ / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি): ১৩/ তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ): ০১ ]

  • চর্যাপদ
  • বৈষ্ণব পদাবলি
  • ঐতরেয় আরণ্যক
  • দোহাকোষ

৫. চর্যাপদ হলো মূলত / চর্যাপদ এক প্রকার- [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়র কর্মকর্তাঃ ১২/ জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সঞ্চয় অফিসারঃ ১০]

  • গানের সংকলন
  • কবিতার সংকলন
  • প্রবন্ধের সংকলন
  • কোনোটিই নয়

৬. 'চৰ্য্যাচর্য্যবিনিশ্চয়'- এর অর্থ কী ? [ ৩৭তম বিসিএস ]

  • কোনটি আচার্যের, আর কোনটি নয়
  • কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  • কোনটি চরাচরের, আর কোনটি নয়
  • কোনটি চর্যাগান, আর কোনটি নয়

৭. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৩/ সহকারী সুপারিনটেনডেন্ট (জরিপ অধিদপ্তর): ০৫]

  • সনাতন হিন্দু
  • সহজিয়া বৌদ্ধ
  • জৈন
  • হরিজন

৮. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ? [ উপজেলা পোস্টমাস্টার: ১০]

  • পাল
  • সেন
  • মোগল
  • তুর্কি

৯. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ? [ ২৮তম বিসিএস / সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬]

  • আরাকান রাজগ্রন্থাগার থেকে
  • বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
  • নেপালের রাজগ্রন্থশালা থেকে
  • সুদূর চীন দেশ থেকে

১০.'চর্যাপদ' কোথা থেকে আবিষ্কৃত হয়েছে / পাওয়া যায় ? [ সাব রেজিস্টারঃ ১৬ / পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা: ১২/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২]

  • তিব্বত
  • বাংলাদেশ
  • নেপাল
  • চীন
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
أحدث أقدم