বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: সমার্থক শব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫২৬)
১. ‘সমীর’ শব্দের অর্থ কী? [ সোনালী,জনতা,অগ্রণী ও রূপালী ব্যাংকের অফিসার : ০৮ ]
উত্তর: (ঘ) বাতাস
২. 'কুল' এর প্রতিশব্দ - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যুথ
৩. 'অংশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুটুম
৪. 'পাবক' কার প্রতিশব্দ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আগুন
৫. কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নীরদ
৬. ‘অনিল’ শব্দের অর্থ কী? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (ক) বাতাস
৭. ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ তিতাস গ্যাস অফিসার : ১৮ ]
উত্তর: (ক) সমীর
৮. 'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ময়ূর
৯. ‘মরণত’ শব্দের অর্থ কী? [সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী : ১০ ]
উত্তর: (ক) বায়ু
১০. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে- [ ১২তম প্রভাষক নিবন্ধন: ১৫]
উত্তর: (ক) সরোবর
১১. সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (খ) উদধি
১২. ‘মেধ’ অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যজ্ঞ
১৩. 'তটিনি' এর সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নদী
১৪. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বারীদ
১৫. কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (করতোয়া ) : ১২ ]
উত্তর: (ক) বারিদ
১৬. ‘বসুমতি’ শব্দটির একার্থক কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( সিলেট ) : ০৫ ]
উত্তর: (খ) পার্থিব
১৭. ‘চন্দ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সুধাংশু
১৮. নিচের কোনটি 'পদ্ম' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মুহী
১৯. পদ্মের সমার্থক শব্দ কোনটি? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক: ১৩ ]
উত্তর: (গ) অরবিন্দ
২০. “পদ্ম” শব্দের সমার্থক শব্দ কোনটি? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর : ১৯ ]
উত্তর: (গ) নলিনী
২১. 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার :১৯ ]
উত্তর: (ক) রঙ্গন
২২. কোন শব্দটি পদ্মের সমার্থক নয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( পদ্ম) : ০৮ ]
উত্তর: (ক) ধরা
২৩. কোনটি প্রতিশব্দ নয় ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (ক) কৌমুদী
২৪. কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) উৎকণ্ঠা
২৫. ‘পুষ্প’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রঙ্গন
২৬. ‘আভরণ’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অলংকার
২৭. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বেগম
২৮. ‘মুখচোরা’ -এর সঠিক অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) লাজুক
২৯. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়— [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১১ ]
উত্তর: (ঘ) বিষাদ
৩০. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়— [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শরৎ) : ১০ ]
উত্তর: (গ) শ্রান্তি
৩১. ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সলিল
৩২. 'পাখি' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিহগ
৩৩. 'হাতি' শব্দের সমার্থক নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উরগ
৩৪. 'আপন' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দোকান
৩৫. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ৩২ তম বিসিএস ]
উত্তর: (গ) বিটপী
৩৬. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন- [ ২৩ তম বিসিএস ]
উত্তর: (খ) শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
৩৭. ‘গিরি নিঃস্রাব’ শব্দের অর্থ- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ( প্রশাসন ) : ১৩ ]
উত্তর: (খ) নদী
৩৮. 'অসার' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মাস বিশেষ
৩৯. শশাংক শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) চন্দ্র
৪০. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সংযুক্ত
৪১. 'তটিনী' শব্দের অর্থ কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক : ১১ ]
উত্তর: (গ) নদী
৪২. 'বৃক্ষ' শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দ্রুম
৪৩. ‘শিতিতল’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নভোতল
৪৪. ‘বিদ্যুৎ’ শব্দটির সমার্থক শব্দ – [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ম্যানেজার : ১৪ ]
উত্তর: (গ) ক্ষণপ্রভা
৪৫. সমার্থক নয় কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৪ ]
উত্তর: (ঘ) মরুৎ
৪৬. ”পয়জার” এর সমার্থক শব্দ কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪]
উত্তর: (খ) পাদুকা
৪৭. 'সন্ন্যাসী' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বৈরাগী
৪৮. 'অশ্ব' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তুরঙ্গ
৪৯. ‘অশ্ব' শব্দের প্রতিশব্দ নয় কোনটি? [ স্ট্যান্ডার্ড ব্যাংক : ১২ ]
উত্তর: (ঘ) বিভা
৫০. ‘মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো- [বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক অফিসার: ১৬/ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার: ১২]
উত্তর: (খ) চন্দ্র
৫১. নিচের কোন জোড় সমার্থক শব্দের দৃষ্টান্ত? [ রুপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (ক) হয়,বাজী
৫২. কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? [ বাংলাদেশ ব্যাংক (ক্যাশ ) অফিসার : ১৬ ]
উত্তর: (ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
৫৩. ‘শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক: ১৩]
উত্তর: (ঘ) চাঁদ
৫৪. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২]
উত্তর: (ঘ) নিশাপতি
৫৫. 'পালট' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) প্রত্যাবর্তন
৫৬. ‘মরুত’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বায়ু
৫৭. ‘বায়ু’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (ক) বাত
৫৮. ‘বায়ু’ শব্দের অর্থ – [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (গ) সমীরণ
৫৯. কোনটি ‘বায়ু’ শব্দের প্রতিশব্দ নয় ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (ঘ) নীরদ
৬০. ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৫ ]
উত্তর: (গ) অগ্নি
৬১. ‘অশ্রু' শব্দের প্রতিশব্দ- [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট :১৯ ]
উত্তর: (গ) লোর
৬২. ‘রাত্রি’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নিশীথিনী
৬৩. ‘ইঙ্গিত’ শব্দের সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আভাস
৬৪. ‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সলিল
৬৫. জল' শব্দের সমার্থক শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২]
উত্তর: (ক) অম্বু
৬৬. ‘বৃত্তান্তর’-এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিবরণ
৬৭. ‘মেদিনি’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পৃথিবী
৬৮. উর্মির প্রতিশব্দ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তরঙ্গ
৬৯. ‘বিপনী’-এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শকট
৭০. শব্দগুচ্ছ সমার্থক নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
৭১. সমার্থক নয় এমন শব্দগুচ্ছ শনাক্ত করুন- [পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (খ) বিভূ,বিশ্বপতি,নিশানাথ
৭২. ‘সূর্য’ এর প্রতিশব্দ- [ ১১তম বিসিএস ]
উত্তর: (ঘ) আদিত্য
৭৩. 'খাদির' শব্দটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) খয়ের
৭৪. 'খপোত' শব্দের প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উড়োজাহাজ
৭৫. ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০]
উত্তর: (গ) বারিধি
৭৬. 'শম্বর' শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হরিণ
৭৭. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সবিতা
৭৮. ‘অর্ঘ্য’ শব্দের সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক)
৭৯. 'কুঞ্জর' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হাতি
৮০. 'কুঞ্জর' শব্দের অর্থ কী ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা :১২ ]
উত্তর: (ঘ) হাতি
৮১. 'সর্প' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? [শিল্প মন্ত্রণালয়ের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ) : ১১ ]
উত্তর: (খ) এহি
৮২. ' নদী' এর সমার্থক শব্দ হচ্ছে - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তটিনী
৮৩. ' নদী' এর সমার্থক শব্দ নয়- [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (খ) ভামিনী
৮৪. ' নদী' এর সমার্থক শব্দ নয়- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৮ ]
উত্তর: (ঘ) পাটনি
৮৫. ‘সংহারক’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিনাশকারী
৮৬. Wisdom শব্দের বাংলা অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রজ্ঞা
৮৭. 'বাদ্যযন্ত্র' কোন শব্দের অর্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বীণা
৮৮. ‘আকাশের সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ভুবন
৮৯. 'পরভৃত' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কোকীল
৯০. ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) নাথ
৯১. ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শাহ
৯২. ‘আকাল’ শব্দের সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দুর্ভিক্ষ
৯৩. ‘সেতারা’ শব্দের অর্থ হলো- [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ২০১০ ]
উত্তর: (ক) তারকা
৯৪. 'কথা' এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বচন
৯৫. 'অংস' শব্দের অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক)
৯৬. 'এসপার ওসপার' শব্দটির অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চূড়ান্ত মীমাংসা
৯৭. ‘পুত্র’ এর সমার্থক শব্দ নির্ণয় কর। [ উপ খাদ্য পরিদর্শক : ০৯ ]
উত্তর: (গ) তনয়
৯৮. ‘পুত্র’ এর সমার্থক শব্দ কী? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (খ) আত্নজ
৯৯. ‘ইনকীলাব’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিপ্লব
১০০. কোনটি সমার্থক শব্দ নয়? [ অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা: ০৪ ]
উত্তর: (খ) বিপণী
১০১. ‘শীকর’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জলকণা
১০২. 'গৃহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা : ১৪ ]
উত্তর: (গ) অলয়
১০৩. ‘গৃহ' শব্দের সমার্থক নয়- [ রূপালি ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (গ) নীর
১০৪. কোনটি প্রতিশব্দ নয়: 'গৃহ' – [পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১১ / বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার: ০৭]
উত্তর: (গ) নিবিড়
১০৫. নিচের কোনটিকে 'মধুকাল' বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বসন্ত
১০৬. ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সদাচার
১০৭. 'চাস' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নীলকন্ঠি পাখি
১০৮. 'অটবী'--এর প্রতিশব্দ কোনটি? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার : ০০ ]
উত্তর: (ঘ) বন
১০৯. 'consumer goods' -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ভোগ্যপণ্য
১১০. 'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কুঁড়ি
১১১. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০৭ ]
উত্তর: (ঘ) তরঙ্গ
১১২. নিচের কোনটি ‘সাগর’ শব্দের সমার্থক নয়? [ ১০ম শিক্ষক নিবন্ধন: ১৪ ]
উত্তর: (ঘ) ভূপতি
১১৩. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার : ১২ ]
উত্তর: (খ) স্রোতস্বিনী
১১৪. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চাকু
১১৫. উর্মি এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ঢেউ
১১৬. কোন শব্দটি ঘোড়ার সমার্থক? [ ১১তন প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ক) তুরঙ্গ
১১৭. ‘শম্বর’ অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) হরিণ
১১৮. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) যামিনী
১১৯. 'অদ্রি' কীসের সমার্থক শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) পর্বত
১২০. ‘উপরোধ’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অনুরোধ
১২১. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শশী
১২২. 'চাঁদ' এর সমার্থক শব্দ- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (ঘ) ভানু
১২৩. 'কৃপাণ'- শব্দের সমার্থক শব্দ কোনটি? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯ ]
উত্তর: (ঘ) তরবারি
১২৪. ‘নিস্বন’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঙ) শব্দ
১২৫. কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) শীতাংশু
১২৬. 'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বৃষ্টি
১২৭. 'আকর' নিচের কোনটির প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সমুদ্র
১২৮. ‘অম্বর’ -এর প্রতিশব্দ কোনটি ? [ ৩৮ তম বিসিএস ]
উত্তর: (ঘ) আকাশ
১২৯. 'হর্ষ' শব্দটির অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর : ১৬ ]
উত্তর: (ঘ) আনন্দ
১৩০. 'অভিলাষ' শব্দটির অর্থ কী? [ কম্পট্রোলার ও অডিটর জেনারেল এর কার্যালয়ের অধীন অডিটর : ১৫ ]
উত্তর: (ক) ইচ্ছা
১৩১. 'কল্লোল' শব্দটির অর্থ কী? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]
উত্তর: (ক) ঢেউ
১৩২. অগ্নি ’র একটি প্রতিশব্দ হলো- [ সমন্বিত ব্যাংক অফিসার : ১৮ ]
উত্তর: (গ) পাবন
১৩৩. ”দেবতা” শব্দের সমার্থক শব্দ কোনটি? [ সমন্বিত চার ব্যাংক অফিসার : ১৯ ]
উত্তর: (খ) সুর
১৩৪. ‘লহরী’ শব্দের অর্থ- [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) ঢেউ
১৩৩. কোনটি সমার্থক শব্দ নয়? [ বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্স অফিসার : ০৬ ]
উত্তর: (খ) পবন
১৩৪. ‘অগ্নি’ র সমার্থক শব্দ কোনটি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (গ) পাবক
১৩৫. 'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( গোলাপ) : ১১ ]
উত্তর: (ঘ) কর
১৩৬. কোনটি সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গুজব
১৩৭. 'ভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ভবিষ্যৎ
১৩৮. ‘কীরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দীপ্তি
১৩৯. ‘কীরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা): ১৩ / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা): ১৩]
উত্তর: (ঘ) অংশু
১৪০. ‘অট্টালিকা’ শব্দের সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) প্রাসাদ
১৪১. ‘অশ্রু’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) লোর
১৪২. কোন শব্দটির অর্থ ‘বায়ু’? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সমীরণ
১৪৩. ‘আফতাব’শব্দের সমার্থ কোনটি? [৩০ তম বিসিএস ]
উত্তর: (গ) অর্ক
১৪৪. ‘ অর্ক’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে- [ বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার : ১৬ ]
উত্তর: (গ) প্রভাকর
১৪৫. কোনটি প্রতিশব্দ নয়? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (ঘ) অনিল
১৪৬. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়? [উপজেলা পোস্টমাস্টার : ১০ ]
উত্তর: (খ) কোকীল
১৪৭. ‘নির্বন্ধ’ অর্থ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিধান
১৪৮. ‘সম’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সমান
১৪৯. ‘কপোল’ শব্দটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ)
১৫০. ‘কীণাঙ্ক’- শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কড়া
১৫১. ‘দেহ’ শব্দটির একার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সবকটি
১৫২. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১০ ]
উত্তর: (খ) হিমাংশু
১৫৩. কোন শব্দটি ‘কটি’ এর সমার্থক নয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা): ০৮]
উত্তর: (খ) কাঁচুলি
১৫৪. 'উর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ঢেউ
১৫৫. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অন্তরীক্ষ
১৫৬. ‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় কোনটি ? [সোনালী ব্যাংক অফিসার : ১৮ ]
উত্তর: (ক) প্রসূন
১৫৭. কোনটি 'ইতি' এর প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রফা
১৫৮. 'পবন' শব্দের সমার্থক শব্দ- [ খাদ্য পরিদর্শক : ০০ ]
উত্তর: (খ) সমীরণ
১৫৯. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উৎকর্ষ
১৬০. 'করী' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) হাতি
১৬১. 'হিল্লোল' শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) তরঙ্গ
১৬২. সমার্থক শব্দ নয় কোন শব্দটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ঢেউ
১৬৩. Anatomy শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শরীরবিদ্যা
১৬৪. ‘প্রাংশু’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দীর্ঘকায়
১৬৫. ‘পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শৈল
১৬৬. ‘পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ০১ ]
উত্তর: (ঘ) শৈল
১৬৭. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
উত্তর: (খ) মহীধর
১৬৮. ‘পর্বত’ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি? [ ১১তম শিক্ষক নিবন্ধন: ১৪ ]
উত্তর: (গ) মেদিনী
১৬৯. নিচের কোনটি ‘পর্বত’ শব্দটির প্রতিশব্দ নয়? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]
উত্তর: (ক) মেদিনী
১৭০. যশ ও খ্যাতি কোন শব্দের অর্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কীর্তি
১৭১. ‘জলকণা’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শীকর
১৭২. 'অংশু' কীসের প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কীরণ
১৭৩. ‘অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ৮ম প্রভাষক নিবন্ধন: ১২]
উত্তর: (খ) দীপ্তি
১৭৪. ‘কোকীল' শব্দের সমার্থক শব্দ কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা): ১৩]
উত্তর: (ঘ) কাকপুষ্ট
১৭৫. স্বাক্ষর শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দস্তখত
১৭৬. কাদম্বিনী শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মেঘ
১৭৭. কাদম্বিনী শব্দের অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর : ১৬ ]
উত্তর: (খ) মেঘমালা
১৭৮. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ ৩১ তম বিসিএস ]
উত্তর: (খ) নীর
১৭৯. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (খ) প্রসূন
১৮০. নিচের কোনটি ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ ) : ১৩ ]
উত্তর: (গ) মহীধর
১৮১. নিচের কোনটি ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয়? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]
উত্তর: (ঘ) নবনী
১৮২. নিচের কোনটি 'বন' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ভূজগ
১৮৩. কোনটি 'বন' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী ) : ০৭ ]
উত্তর: (ঘ) বিটপী
১৮৪. কোনটি 'বন' এর প্রতিশব্দ নয় ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (ঘ) সরোজ
১৮৫. ‘পিতা’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জনক
১৮৬. ‘আবিল’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কলুষিত
১৮৭. ‘কুণ্ডুয়ন’ শব্দের অর্থ হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুণ্ডলী পাকান
১৮৮. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( কংস) : ০৮ ]
উত্তর: (খ) ফুলশ্বর
১৮৯. কোনটি সমার্থক নয়? [ গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী : ১১ ]
উত্তর: (ঘ) রত্নাকর
১৯০. নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাসা
১৯১. কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( সুরমা ) : ১২ ]
উত্তর: (ঘ) শৈবলিনী
১৯২. ‘আহব’ শব্দের অর্থ কী? [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ৯৩ ]
উত্তর: (ঘ) যুদ্ধ
১৯৩. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (ক) নরেন্দ্র
১৯৪. ‘পরভৃৎ শব্দের অর্থ- [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ০৫ ]
উত্তর: (ক) কাক
১৯৫. 'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল): ১৫ ]
উত্তর: (খ) অম্বুপতি
১৯৬. 'রাজা' এর প্রতিশব্দ নয় কোনটি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ( ক্যাশ ) : ১১ ]
উত্তর: (খ) কিরনমালী
১৯৭. 'আকাশ' এর সমার্থক শব্দ নয় ---- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ইছামতি) : ১০]
উত্তর: (ঘ) ভুবন
১৯৮. কোনটি ‘নরেন্দ্র’ শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (গ) কিরনমালী
১৯৯. নিচের শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) রমনী
২০০. 'অমরা’ শব্দের অর্থ কি? [ সিলেট গ্যাস ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( জেনারেল ) : ১৩ ]
উত্তর: (ক) স্বর্গ
২০১. ‘পনস’ কোন ফলের নাম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কাঁঠাল
২০২. ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]
উত্তর: (খ) কাজল
২০৩. ‘শম’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শান্তি
২০৪. 'কূল' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) পুলিন
২০৫. ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সিংহ
২০৬. ঊর্মির প্রতিশব্দ- [শ্রম অধিদপ্তরের রেজিস্টারঃ ০০ ]
উত্তর: (গ) তরঙ্গ
২০৭. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর : ১২/ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শাপলা) : ১১ ]
উত্তর: (ক) ঢেউ
২০৮. কোনটি 'বিটপী' শব্দের সমার্থক নয়? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা: ১২ ]
উত্তর: (গ) তৃণ
২০৯. ‘বীচি' শব্দের সমার্থক শব্দ- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন): ১৩]
উত্তর: (খ) তরঙ্গ
২১০. ‘বিরাগী’ শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) উদাসীন
২১১. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সুধাংশু
২১২. 'ঘোটক' শব্দটির অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন) : ১৩ ]
উত্তর: (খ) ঘোড়া
২১৩. ব্রাত্য শব্দের সমার্থক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) পতিত
২১৪. কোনটি 'নিকেতন' শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (গ) নিবিড়
২১৫. কোনটি 'লক্ষ্য' শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার: ১২]
উত্তর: (ঘ) জটিল পথ
২১৬. ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি? [ জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/গোয়েন্দা কর্মকর্তা :১০ ]
উত্তর: (খ) কবুতর
২১৭. কোনটি 'কুল' শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( চট্রগ্রাম ) : ০৮ ]
উত্তর: (গ) কুন্তল
২১৮. কোনটি 'কুল' শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]
উত্তর: (গ) অবধি
২১৯. 'কপোল' শব্দের অর্থ কী? [জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী: ১৩ ]
উত্তর: (ক) গন্ডদেশ
২২০. ‘কপোল' এর প্রতিশব্দ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস "সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১১ ]
উত্তর: ক ও ঘ
২২১. 'কেশ' এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা) : ১২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ইছামতি) : ১০ ]
উত্তর: (গ) ললাট
২২২. নিচের কোন শব্দটি 'কপাল' এর সমার্থক? [ ৩৫তম বিসিএস/ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৩ ]
উত্তর: (খ) ললাট
২২৩. 'ঔপম্য' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সাদৃশ্য
২২৪. ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি? [পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক: ১৩/ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা: ১৩]
উত্তর: (গ) তনয়া
২২৫. কোনটি ‘কন্যা' শব্দের অর্থ নয়? [অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩]
উত্তর: (খ) অলক
২২৬. ‘কন্যা' শব্দের সমার্থক কোনটি? [নিরাপদ খাদ্য অধিদপ্তর: ১৯/ নির্বাচন কমিশনের স্টোর কীপার: ১৯/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১৯ ]
উত্তর: (ঘ) তনয়া
২২৭. নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক? [ পুবালী ব্যাংকের সহকারী অফিসার (ক্যাশ): ১৯ ]
উত্তর: (গ) আত্মজা
২২৮. নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটরঃ ১৯]
উত্তর: (ঘ) লোচন
২২৯. 'বধির' শব্দের অর্থ হল? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রক্ত
২৩০. ‘দামিনী’ শব্দের অর্থ কী? [ রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (গ) বিদ্যুৎ
২৩১. 'রুধির' শব্দের অর্থ- [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৩]
উত্তর: (ঘ) রক্ত
২৩২. 'হাতি' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]
উত্তর: (গ) গজ
২৩৩. 'চারু' শব্দটির প্রতিশব্দ কোনটি? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]
উত্তর: (খ) রম্য
২৩৪. কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়? [ ৩৩ তম বিসিএস ]
উত্তর: (ঘ) প্রজ্বলিত
২৩৫. ‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অদ্রি
২৩৬. ‘ঢেউ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নাদ
২৩৭. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শিলা
২৩৮. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি ? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯ ]
উত্তর: ক ও গ
২৩৯. 'গন্ধবহ' শব্দের সমার্থক কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বাতাস
২৪০. মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে - বাক্যে 'গুণ' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দড়ি
২৪১. ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়- [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার : ১৪ ]
উত্তর: (খ) অবনী
২৪২. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) লোর
২৪৩. ‘গোকুল’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গরু জাতি
২৪৪. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) একযোগে
২৪৫. ‘বামেতর’ শব্দটির অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ডান
২৪৬. কোন শব্দটি ‘নদী’ শব্দের প্রতিশব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তটিনী
২৪৭. কোনটি 'কোকীল' শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পরভৃৎ
২৪৮. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রজ্বলিত
২৪৯. 'দীন' শব্দের অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দরিদ্র
২৫০. ‘তটিনী’-এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তরঙ্গিনী
২৫১. ‘নন্দন’-এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তনয়
২৫২. নিচের কোনটি ‘নন্দন’-এর সমার্থক শব্দ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক : ১৯ ]
উত্তর: (ঘ) তনয়
২৫৩. রাত্রির সমার্থক শব্দ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শর্বরী
২৫৪. ‘রাত্রি’র সমার্থক শব্দ- [ সহকারী উপ-খাদ্য পরিদর্শক : ০৯ ]
উত্তর: (ক) যামিনী
২৫৫. ‘শর্বরী ’ কথাটির অর্থ- [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১০ ]
উত্তর: (ক) রাত
২৫৬. ‘যামিনী’ শব্দের অর্থ- [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১০ ]
উত্তর: (খ) রাত্রি
২৫৭. ‘বিভাবরী’ শব্দের অর্থ- [ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (গ) দিবস
২৫৮. ‘ভার্যা’ শব্দের অর্থ- [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) স্ত্রী
২৫৯. ‘বিভাবরী’ শব্দের অর্থ- [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]
উত্তর: (গ) রাত
২৬০. ‘ অর্ক’ শব্দের অর্থ- [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]
উত্তর: (খ) সূর্য
২৬১. কোন শব্দটি ‘রাত্রি’র সমার্থক নয়? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনাল এর অধীন অডিটর : ১৪ ]
উত্তর: (গ) নীলাম্বু
২৬২. কোনটি ‘রাত্রি’ শব্দটির সমার্থক নয়? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (খ) কাদম্বিনী
২৬৩. কোন শব্দটি ‘রাত্রি’র সমার্থক নয়? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
উত্তর: (ঘ) বারিদ
২৬৪. 'নারী ও নাড়ী' শব্দ যুগলের অর্থ কী কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রমণী ও অন্ত্র
২৬৫. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রঙ্গনা
২৬৬. ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( তিস্তা ) : ১০ ]
উত্তর: (খ) বরেণ্য
২৬৬. 'দ্বিপ' অর্থ কী? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১২ ]
উত্তর: (খ) হাতি
২৬৭. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (গ) পাথার
২৬৮. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের— [ ৮ম প্রভাষক নিবন্ধন : ১২]
উত্তর: (গ) সৌন্দর্য বৃদ্ধি পায়
২৬৯. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের— [ ৯ম প্রভাষক নিবন্ধন : ১৩]
উত্তর: (ক) শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়
২৭০. নিচের কোনটি 'গরু' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পিক
২৭১. সমার্থক শব্দগুচ্ছ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
২৭২. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন- [ পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (ঘ) ঊর্মি, বীচি, হিল্লোল
২৭৩. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন- [ পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (ক) বুধ,বিজ্ঞ,মনীষী
২৭৪. দালান বা অট্টালিকা কোন শব্দের অর্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) প্রাসাদ
২৭৫. ‘পক্ষী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিহঙ্গ
২৭৬. নিচের কোনটি 'বিষ' শব্দের সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ময়ূখ
২৭৬. ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কী? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
উত্তর: (গ) মনোযোগ
২৭৭. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি? [ ৩৫তম বিসিএস ]
উত্তর: (গ) জলধি
২৭৮. কোনটি 'জিজ্ঞাসা'র সমার্থক শব্দ নয়? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার :১৪ ]
উত্তর: (গ) জবাব
২৭৯. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অম্বর
২৮০. 'ওদন' কোন শব্দের প্রতিশব্দ - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অন্ন
২৮১. কোনটি সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পবন
২৮২. 'আসার' শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রবল বৃষ্টিপাত
২৮৩. 'জলদ' কোন শব্দের প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মেঘ
২৮৪. 'নীবার' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ধানের নাম
২৮৫. 'সন্দেশ' এর প্রতিশব্দ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) খবর
২৮৬. 'জল' এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অম্বু
২৮৭. ‘জল' এর সমার্থক শব্দ নির্ণয় কর। [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১৪ / খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক: ০৯]
উত্তর: (ক) সলিল
২৮৮. ‘অম্বু' শব্দের অর্থ- [সোনালী ব্যাংক লিমিটেড অফিসার: ১৮]
উত্তর: (ঘ) পানি
২৮৯. ‘অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ১৫তম শিক্ষক নিবন্ধনঃ ১৯]
উত্তর: (গ) পানি
২৯০. ‘উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ঢাবি, ভর্তি: ১৮-১৯)
উত্তর: (ক) জল
২৯১. ‘সিতকর' শব্দটির অর্থ কী? [সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ১৯/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯ ]
উত্তর: (গ) চন্দ্র
২৯২. ‘সিত' শব্দটির প্রতিশব্দ কোনটি ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ঘ) শুক্ল
২৯৩. ‘জায়া' শব্দের সমার্থক শব্দ- [১৩তম শিক্ষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (ক) অর্ধাঙ্গিনী
২৯৪. ‘সনাতন' শব্দটির অর্থ কী? [ জুনিয়র পরিসংখ্যান সহকারী : ১৬ ]
উত্তর: (খ) চিরন্তন
২৯৫. ‘ রাতুল' শব্দটির অর্থ – [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) লাল
২৯৬. ‘পাথার' শব্দটির অর্থ কী? [ কম্পট্রোলার ও অডিটর জেনারেল এর কার্যালয়ের অধীন অডিটর : ১৫ ]
উত্তর: (ঘ) সমুদ্র
২৯৭. ‘সমুদ্র’-এর সমার্থক শব্দ- [ জনতা ব্যাংকের অফিসার : ১২ ]
উত্তর: (গ) অর্ণব
২৯৮. ‘সমুদ্র’-এর সমার্থক শব্দ- [ পরিসংখ্যান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার : ১৪ ]
উত্তর: (গ) সিন্ধু
২৯৯. ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সুধাকর
৩০০. ‘স্ত্রী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিণতা
৩০১. 'খগ' শব্দটির অর্থ কী? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) পাখি
৩০২. 'তুরগ' কোন শব্দের প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অশ্ব
৩০৩. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি) : ১৩ ]
উত্তর: (ক) সরণি
৩০৪. ‘মার্গ’ শব্দের অর্থ কী ? [ জনতা ব্যাংক অ্যাসিসট্যান্ট এক্সিকীউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (ক) পথ
৩০৫. ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০ ]
উত্তর: (গ) বীচি
৩০৬. ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বীচি
৩০৭. বেমানান’ শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রত্নাকর
৩০৮. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কেনাবেচা
৩০৯. 'মিলন' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বিরহ
৩১০. 'পাখি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? [ ১০ম শিক্ষক নিবন্ধন: ১৪]
উত্তর: (গ) পৃপ
৩১১. ‘অপলাপ’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অস্বীকার
৩১২. 'রাকা' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) পূর্ণিমা
৩১৩. 'মনোরম'- এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অনুপম
৩১৪. ‘অনুপম’ -এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মনোরম
৩১৫. ‘অরুণ’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সবিতা
৩১৬. ‘অষ্টরম্ভা’ শব্দটির অর্থ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আটজন অপ্সরী
৩১৭. ‘ঘোড়া’-এর সমার্থক শব্দ নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গর্দভ
৩১৮. কোনটি কন্যার সমার্থক নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অংশু
৩১৯. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়? [৩২ তম বিসিএস ]
উত্তর: (ক) পাবক
৩২০. 'বাতাস' শব্দের সমার্থক নয়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ক্যামেলিয়া) : ১২ ]
উত্তর: (গ) প্রসূন
৩২১. কোনটি 'বাতাস' শব্দের প্রতিশব্দ নয়? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১৯ ]
উত্তর: (গ) অর্ণব
৩২২. ‘গণ্ডগ্রাম’ -এর সমার্থক কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অতি ক্ষুদ্র গ্রাম
৩২৩. ‘পল্লবগ্রাহিতা’ শব্দটির সঠিক অর্থ নিম্নের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ভাসা ভাসা জ্ঞান
৩২৪. একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কী বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিভিন্নার্থক শব্দ
৩২৫. ‘হরিণ’-এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কুরঙ্গ
৩২৬. ‘হরিণ’ শব্দের প্রতিশব্দ- [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (খ) কুরঙ্গ
৩২৭. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ ১০ম প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) করী
৩২৮. পত্র শব্দটির আভিধানিক অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চিহ্ন বা স্মারক
৩২৯. 'স্রোতস্বিনী' শব্দের অর্থ কী? [স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১৯ ]
উত্তর: (ক) নদী
৩৩০. নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি? [জনতা ব্যাংক লি. এক্সিকীউটিভ অফিসার: ১২/ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক: ০৯ ]
উত্তর: (ক) চোখ
৩৩১. ‘সিডর' শব্দের অর্থ- [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ১২/পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী:১০ ]
উত্তর: (ক) চোখ
৩৩২. চোখের প্রতিশব্দ নয় কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক: ১৩/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (করতোয়া): ১০]
উত্তর: (গ) সলিল
৩৩৩. ‘পানি’র সমার্থক শব্দ- [ সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১০ ]
উত্তর: (গ) উদক
৩৩৪. 'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি? [ ১৬তম প্রভাষক নিবন্ধন: ১৯ ]
উত্তর: গ ও ঘ
৩৩৫. চন্দ্রিকা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জ্যোৎস্না
৩৩৬. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অর্নব
৩৩৭. ‘নীর’ শব্দের অর্থ কী? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৬ ]
উত্তর: (গ) পানি
৩৩৮. 'লক্ষ' শব্দের অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) একশ হাজার
৩৩৯. ‘অটবী-এর প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বন
৩৪০. ‘অগ্নি’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) হুতাশন
৩৪১. বিধুর- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কাতর
৩৪২. ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মেদিনী
৩৪৩. ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্যাশিয়ার : ১০ ]
উত্তর: (ক) তটিনী
৩৪৪. কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( কর্ণফুলী ) : ১২ ]
উত্তর: (ক) বসুধা
৩৪৫. নিকুঞ্জ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বাগান
৩৪৬. সমার্থক শব্দ নয় কোন শব্দটি [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ঢেউ
৩৪৭. ‘খপোত’ -এর অর্থ কী? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় E ইউনিট : 2015-2016 ]
উত্তর: (ঘ) উড়োজাহাজ
৩৪৮. ‘চক্ষু’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) লোচন
৩৪৯. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিপিন
৩৫০. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]
উত্তর: (খ) বনানী
৩৫১. ‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ নির্ণয় কর। [ উপ-খাদ্য পরিদর্শক : ০৯ ]
উত্তর: (গ) তরু
৩৫২. 'ভুজঙ্গ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সাপ
৩৫৩. ‘সাপ’শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক : ১৮ ]
উত্তর: (খ) অহি
৩৫৪. কোনটি ‘সাপ’ শব্দের সমার্থক শব্দ নয়? [ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী : ১৯ ]
উত্তর: (গ) অলক
৩৫৫. ‘অর্ণব’ অর্থ কি ? [ পোস্টাল অপারেটর : ১৯ ]
উত্তর: (ঘ) সমুদ্র
৩৫৬. ‘মৃগরাজ’ শব্দের অর্থ কী ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (গ)
৩৫৭. কোনটি ভিন্নার্থক শব্দ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৮ ]
উত্তর: (খ) নগেন্দ্র
৩৫৮. ‘আশীবিষ’ এর অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
উত্তর: (ক) ভুজঙ্গ
৩৫৯. ‘অয়োময়’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) লৌহময়
৩৬০. ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ভুবন
৩৬১. 'তিমির' শব্দের অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৬ ]
উত্তর: (ঘ) অন্ধকার
৩৬২. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়? [ পূবালী ব্যাংক অফিসার : ১৪]
উত্তর: (ঘ) তালাশ
৩৬৩. 'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অনল
৩৬৪. কোনটি ' অগ্নি'র সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অলক
৩৬৫. ‘সর্বভুক’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১৪ ]
উত্তর: (গ) আগুন
৩৬৬. নিচের কোন দুটি সমার্থক শব্দ ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৬ ]
উত্তর: (ঘ) কৃশানুঃপাবক
৩৬৭. কোনটি সমার্থক শব্দ নয়? [ বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্স অফিসার : ০৬ ]
উত্তর: (গ) বিভাবরী
৩৬৮. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) অন্তরীক্ষ
৩৬৯. কপর্দকহীন - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নিঃস্ব
৩৭০. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নগ
৩৭১. কোনটি সূর্যের সমার্থ শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বিভাবসু
৩৭২. 'সরসী ও ষোড়শী' শব্দ যুগলের অর্থ কী কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সরোবর ও ষোল বছরের কন্যা
৩৭৩. ‘হস্তী’ সমার্থক কোন শব্দের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দ্বিপ
৩৭৪. কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিরাগ
৩৭৫. ‘বায়স' শব্দের অর্থ কী- [সোনালী ব্যাংক লি.অফিসার/অফিসার: ১৪/ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা: ১০]
উত্তর: (গ) কাক
৩৭৬. কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী: ১৩/ জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১ ]
উত্তর: (ঘ) মায়া
৩৭৭. ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আল্লাহ আপনাকে রক্ষা করুন
৩৭৮. ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গোত্র
৩৭৯. যামিনী এর প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শর্বরী
৩৮০. ‘উষ্ণীষ’-এর শব্দার্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পাগড়ি
৩৮১. ‘মৃগাঙ্ক’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রভাকর
৩৮২. ‘সুধাকর' শব্দের অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৬ ]
উত্তর: (ক) চন্দ্ৰ
৩৮৩. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? [ ১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী প্রধান পরিদর্শক: ০৯ ]
উত্তর: (ঘ) সবিতা
৩৮৪. নিচের কোনটি 'চন্দ্র' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ঊর্মি
৩৮৫. ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়? [আমদানী-রপ্তানী অধিদপ্তরের নির্বাহী অফিসার : ০৭ ]
উত্তর: (ঘ) মধুময়
৩৮৬. সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (গ) হিমকর
৩৮৭. কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়? [ সমাজসেবা অফিসার : ১০ ]
উত্তর: (খ) কলাপী
৩৮৮. 'সামীপ্য' শব্দের অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নৈকট্য
৩৮৯. কোন শব্দ যুগল সমার্থক নয় ? [ ১০ম প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) তটিনী,ঝর্ণা
৩৯০. 'সর্বংসহা' কীসের প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পৃথিবী
৩৯১. 'পবন' অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাতাস
৩৯২. ‘হস্তী’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) গজ
৩৯৩. কোনটি ‘হস্তী’ শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (গ) বিহঙ্গ
৩৯৪. কোনটি ‘হস্তী’ শব্দের প্রতিশব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ ) : ১১ ]
উত্তর: (গ)
৩৯৫. নিচের কোনটি 'বাতাশ' এর প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মরুৎ
৩৯৬. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ)
৩৯৭. 'মার্তণ্ড' শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সূর্য
৩৯৮. 'মার্তণ্ড' শব্দের সমার্থক কোনটি? [ডিজিএফআই এর সহকারী পরিচালক : ১৯ ]
উত্তর: (খ) সূর্য
৩৯৯. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক (শিউলী ) : ১১ ]
উত্তর: (ঘ) তমসা
৪০০. ‘নারী’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ললনা
৪০১. ‘নারী’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১৬ ]
উত্তর: (ক) মহিলা
৪০২. কোনটি প্রতিশব্দ নয় : ‘নারী’ – [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ( ক্যাশ ) : ১১ ]
উত্তর: (গ) আত্নজ
৪০৩. কোন শব্দটি দক্ষ এর সমার্থক শব্দ নয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দড়াটানা ) : ০৮ ]
উত্তর: (ঘ) দর্প
৪০৪. কোনটি প্রতিশব্দ নয় ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]
উত্তর: (গ) সুত
৪০৫. কোনটি ‘কামিনী’ শব্দের প্রতিশব্দ নয় ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (ঘ) আত্নজ
৪০৬. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ললাট
৪০৭. 'সোম' শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিধু
৪০৮. 'উত্তম' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) প্রধান
৪০৯. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ১৩ তম প্রভাষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (ক) সরিৎ
৪১০. 'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো? [বাংলাদেশ অয়েল,গ্যাস ও মিনারেল কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( অ্যাডমিন ): ১১]
উত্তর: (গ) অণর, পাবক, বহ্নি
৪১১. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ৩৮ তম বিসিএস ]
উত্তর: (খ) অর্ক
৪১২. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ - [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৬ ]
উত্তর: (গ) মিহির
৪১৩. 'প্রসূন' শব্দটির প্রতিশব্দ— [ ১৩ তম শিক্ষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (গ) পুষ্প
৪১৫. ‘কলহ’ -কোনটি প্রতিশব্দ নয়? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৬]
উত্তর: (গ) কাটরা
৪১৬. 'কুড়ি' শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮ ]
উত্তর: (ক) কোরক
৪১৭. কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি? [৭ম প্রভাষক নিবন্ধন: ১১ ]
উত্তর: (খ) কুঁড়ি
৪১৮. 'কুটুম্ব' শব্দের অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৬ ]
উত্তর: (খ) কালো
৪১৯. 'ফরমান' শব্দের অর্থ কী? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক: ১৩]
উত্তর: (খ) খবর
৪২০. কোনটি সমার্থক শব্দ নয়- [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ডেলটা): ১৪ / নির্বাচন কমিশনের সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসারঃ ০৮ ]
উত্তর: (ক) গুজব
৪২১. ‘খড়গ' এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]
উত্তর: (খ) চাকু
৪২২. ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুয়াশা
৪২৩. ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]
উত্তর: (ঘ) ক, খ, গ সবগুলোই
৪২৪. ‘মৃত্যু’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) পঞ্চত্বপ্রাপ্ত
৪২৫. নিচের কোনটি 'ময়ূর' এর প্রতিশব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) পাদপ
৪২৬. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি? [ সাব রেজিস্ট্রার : ০৩ ]
উত্তর: (ক) অদ্রি
৪২৭. ‘তক্ষক’ শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ছুতার
৪২৮. ‘কীরণ’ এর সমার্থক শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রবি
৪২৯. ‘কীরণ’ এর সমার্থক শব্দ নয়- [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (গামা): ১৪/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা): ১৩]
উত্তর: (খ) রবি
৪৩০. 'কীরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]
উত্তর: (ক) ময়ুখ
৪৩১. 'কীরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর : ১৯ ]
উত্তর: (ক) প্রভা
৪৩২. কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? [ সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী : ১৯]
উত্তর: (ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
৪৩৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বহুধান
৪৩৪. ‘জব’ শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জবান
৪৩৫. 'কোকীল' এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পিক
৪৩৬. ‘কোকীল' এর সঠিক প্রতিশব্দ কোনটি? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকার্তা: ১৩/ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ০৫-০৬]
উত্তর: খ ও গ
৪৩৭. ‘ঝিনুক’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সুক্তি
৪৩৮. কোনটি উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ঢাকা) : ০৮]
উত্তর: (খ) পুলক
৪৩৯. উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিতাস) : ১০ ]
উত্তর: (খ) উদ্ভাসিত
৪৪০. লোচন এর প্রতিশব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চোখ
৪৪১. ‘ভিষক’ শব্দের সটিক অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চিকিৎসক
৪৪২. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিখ্যাত
৪৪৩. ‘লোহিত’ শব্দের অর্থ- [ দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক : ১০ ]
উত্তর: (গ) লাল রং
৪৪৪. 'আপণ' শব্দের অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দোকান
৪৪৫. ‘পর্বত’ এর সমার্থক শব্দ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ক্ষিতিধর
৪৪৬. 'দুহিতা' কোন শব্দের প্রতিশব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কন্যা
৪৪৭. ‘সিংহ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) পশুরাজ
৪৪৮. ‘কালকূট’ শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তীব্র বিষ
৪৪৯. ‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]
উত্তর: (ঘ) নগ
৪৫০. 'কপাল ও কপোল' শব্দ যুগলের অর্থ কী কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ললাট ও গাল
৪৫১. ‘ক্ষিতিতল’ শব্দের অর্থ কী? [ টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক : ৯৫ ]
উত্তর: (গ) ভূতল
৪৫২. সুপ্ত শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নিদ্রিত
৪৫৩. কোনটি সুন্দরের সমার্থক শব্দ নয়? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসার : ০৫ ]
উত্তর: (গ) সুবর্ণ
৪৫৪. ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ? [সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১২ ]
উত্তর: (গ) জেলখানা
৪৫৫. ‘স্বর্গ’ এর সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ১২ ]
উত্তর: (ঘ) ত্রিদিব
৪৫৬. ‘মৃগেন্দ্র’ এর প্রতিশব্দ- [ বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাঠ কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (গ) সিংহ
৪৫৭. ‘শিলীমুখ’ শব্দের প্রতিশব্দ কোনটি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ক) ভ্রমর
৪৫৮. ”ময়ূর”শব্দের সমার্থক শব্দ কোনটি? [ পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর: ১৬ ]
উত্তর: (খ) শিখন্ডী
৪৫৯. ‘শিখন্ডী’ শব্দের অর্থ কী ? [ ৩১ তম বিসিএস ]
উত্তর: (ঘ) ময়ূর
৪৬০. নিচের কোনটি “ময়ূর” শব্দের সমার্থক? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (আইটি) : ১৬ ]
উত্তর: (ক) কলাপী
৪৬১. ‘দাখিলা’ শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) খাজনার রশিদ
৪৬২. সমার্থক যুগ্ম শব্দ- [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১ ]
উত্তর: (ক) হাসি-খুশি
৪৬৩. 'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ এনএসআই এর ডেসপাচ রাইডার : ২১ ]
উত্তর: (ঘ) বিভু
৪৬৪. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আবীর
৪৬৫. 'গগন' শব্দের অর্থ কী? [ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২ ]
উত্তর: (খ) আকাশ
৪৬৬. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা: ২২ ]
উত্তর: (খ) অম্বর
৪৬৭. 'আলো' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার: ২২ ]
উত্তর: (ঘ) তমিস্র
৪৬৮. 'অশ্রু' শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ সিজিএ এর অডিটর: ২২ ]
উত্তর: (ঘ) নেত্রবারি
৪৬৯. 'অগ্নি' শব্দের সমার্থক কোনটি? [পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২]
উত্তর: (ক) কৃশানু
৪৭০. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি? [ ডাক বিভাগের পোস্টম্যান: ২৩ ]
উত্তর: (খ) অনল
৪৭১. কোনটি 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মার্তণ্ড
৪৭২. লেখকের মনের ভাব সুন্দর ও আকর্ষণীয় হয়- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (ক) সমার্থক শব্দে
৪৭৩. 'শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ বিএডিসি'র সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ২০ ]
উত্তর: (খ) চাঁদ
৪৭৪. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এস্টিমেটর/ সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার: ২০ ]
উত্তর: (ক) প্রভা
৪৭৫. 'গৃহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]
উত্তর: (খ) ঘরোয়া
৪৭৬. 'চাঁদ' শব্দটির সমার্থক শব্দ- [ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর: ২১ ]
উত্তর: (গ) নিশাকর
৪৭৭. নিচের কোনটি 'কুহক' এর সমার্থক শব্দ নয়? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]
উত্তর: (ক) বচন
৪৭৮. 'সন্দেশ' শব্দের সমার্থক নয় কোনটি? [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২ ]
উত্তর: (খ) উক্তি
৪৭৯. কোনটি 'খবর' শব্দের সমার্থক নয়? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী: ২২ ]
উত্তর: (খ) গুজব
৪৮০. 'অম্বু' শব্দের প্রতিশব্দ কোনটি? [ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২ ]
উত্তর: (ক) জল
৪৮১. 'চাঁদ' শব্দের সমার্থক কোনটি? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
উত্তর: (ক) বিধু
৪৮২. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩]
উত্তর: (খ) রজনীকান্ত
৪৮৩. 'পরভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]
উত্তর: (ক) পিক
৪৮৪. 'হিমাংশু' শব্দের প্রতিশব্দ কোনটি? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩ ]
উত্তর: (ঘ) চন্দ্র
৪৮৫. কোন শব্দটি 'নদী' শব্দের প্রতিশব্দ? [ আইআইআর ( ঢাবি) এর উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর : ২০ ]
উত্তর: (গ) তটিনী
৪৮৬. 'মেঘ' এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি? [ জনতা ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২০ ]
উত্তর: (ক) পাদপ
৪৮৭. 'বৃক্ষ' শব্দের সমার্থক নয় কোনটি? [ সোনালী ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর-২০ ]
উত্তর: (গ) কানন
৪৮৮. 'সমীরণ' শব্দের অর্থ কী? [ সুন্দরবন গ্যাস কোম্পানির অ্যাসিসটেন্টর কো অর্ডিনেশন অফিসার : ২০ ]
উত্তর: (ঘ) বাতাস
৪৮৯. প্রতিশব্দ নয়- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২১ ]
উত্তর: (ঘ) উদক
৪৯০. 'আপণ' শব্দের অর্থ কী? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২২ ]
উত্তর: (গ) দোকান
৪৯১. 'অটবী' এর সমার্থক শব্দ কোনটি? [সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২২ ]
উত্তর: (ঘ) কুঞ্জ
৪৯২. বলাহক' এর সমার্থক শব্দ কোনটি? [ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার : ২১ ]
উত্তর: (ঘ) জীমূত
৪৯৩. নিচের যে প্রতিশব্দটি বেমানান- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (ক) বিবস্বান
৪৯৪. 'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দযুগল - [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (ক) বসুমতী, অনন্তা
৪৯৫. 'দেহ' শব্দের প্রতিশব্দ কী? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক : ২১ ]
উত্তর: (গ) তনু
৪৯৬. 'নন্দন' শব্দের অর্থ কোনটি? [ রাজউকের ইমারত পরিদর্শক : ২২ ]
উত্তর: (খ) ছেলে
৪৯৭. 'জাহান' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ রাজউকের ইমারত পরিদর্শক : ২২ ]
উত্তর: (খ) বিশ্ব
৪৯৮. 'পতাকা' শব্দের সমার্থক কোনটি? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]
উত্তর: (খ) কেতন
৪৯৯. নিচের কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়? [সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২২ ]
উত্তর: (গ) লহরী
৫০০. 'পাখি' এর সমার্থক শব্দ- [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২ ]
উত্তর: (ঘ) বিহগ
৫০১. পৃথিবী'র সমার্থক শব্দ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]
উত্তর: (ঘ) অবনী
৫০২. নিচের কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার: ২২ ]
উত্তর: (ঘ) জলদ
৫০৩. 'বাতাস' শব্দের সমার্থক কোনটি? [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২২ ]
উত্তর: (গ) গন্ধবহ
৫০৪. কোনটি 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ নয়? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার : ২৩ ]
উত্তর: (ঘ) ধরণী
৫০৫. 'পদ্ম' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? [ বন অধিদপ্তরের বন প্রহরী : ২৩ ]
উত্তর: (খ) উৎপল
৫০৬. 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]
উত্তর: (ক) কল্লোলিনী
৫০৭. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
উত্তর: (খ) মরুৎ
৫০৮. 'দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো- [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]
উত্তর: (খ) বিদ্যুৎ
৫০৯. 'পৃথিবী'র প্রতিশব্দ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩ ]
উত্তর: (ক) বসুমতী
৫১০. 'অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি'- বাক্যটির 'অটবি' শব্দটির প্রতিশব্দ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]
উত্তর: (খ) অরণ্য
৫১১. ’শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ দুদকের উপ সহকারী পরিচালক : ২০ ]
উত্তর: (ক) রিপু
৫১২. 'রাত্রি' এর সমার্থক শব্দ নয় কোনটি? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার : ২০ ]
উত্তর: (ঘ) বারিদ
৫১৩. 'ভানু' শব্দের অর্থ কী? [ সিনিয়র স্টাফ নার্স : ২১ ]
উত্তর: (গ) সূর্য
৫১৪. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর : ২১ ]
উত্তর: (খ) অংশুমালী
৫১৫. 'ভার্যা'র বিপরীত শব্দ কোনটি? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২১ ]
উত্তর: (খ) দয়িত
৫১৬. 'সমুদ্র' শব্দের বিপরীত শব্দ হলো- [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক : ২১ ]
উত্তর: (ক) স্রোতস্বিনী
৫১৭. 'যামিনী' এর প্রতিশব্দ কোনটি? [ মাউশি'র অফিস সহায়ক : ২১ ]
উত্তর: (গ) শর্বরী
৫১৮. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ? [ পিএসসি’র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১]
উত্তর: (ক) রবি
৫১৯. 'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি? [ উত্তরা ব্যংকের প্রবেশনারি অফিসার : ২১ ]
উত্তর: (গ) সুধাকর
৫২০. 'সবিতা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? [বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]
উত্তর: (খ) সূর্য
৫২১. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২ ]
উত্তর: (ক) সাপ
৫২২. 'সাপ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [ বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২২ ]
উত্তর: (গ) করভ
৫২৩. 'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২ ]
উত্তর: (গ) জলধি
৫২৪. 'জায়া' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২]
উত্তর: (ক) অর্ধাঙ্গিনী
৫২৫. 'পাথার' এর সমার্থক শব্দ- [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার : ২২ ]
উত্তর: (খ) অর্ণব
৫২৬. 'হেম' শব্দের অর্থ কী? [পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
উত্তর: (ঘ) স্বর্ণ