বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: উপসর্গ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২২৮)
১. অবলম্বনের 'অব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত ? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০]
- নিম্নে
- সম্যকভাবে
- প্রতিকূল
- প্রস্তুতি
২. কোনটি 'অজ' উপসর্গের যথাযথ প্রয়োগ ? [ সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার: ২০ ]
- অজান্তে
- অজপাড়াগাঁ
- অজড়
- অজাচিত
৩. 'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন।' এ বাক্যে উপসর্গ আছে- [ জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (টেক্সটাইল): ২০]
- চারটি
- ছয়টি
- সাতটি
- আটটি
৪. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি ? [ ৪১তম বিসিএস ]
- অকাজ
- আবছায়া
- আলুনি
- নিখুঁত
৫. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১]
- ফারসি
- ইংরেজি
- আরবি
- হিন্দি
৬. 'অনতিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা সাতিশয় দুঃসাধ্য কার্য।'- বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে- [প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২১ ]
- চারটি
- পাঁচটি
- সাতটি
- আটটি
৭. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]
- ১৯টি
- ২০টি
- ২১টি
- অনির্ণেয়
৮. 'উপসর্গ' কী ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১]
- ভাষায় ব্যবহৃত সর্বনাম
- ভাষায় ব্যবহৃত অব্যয়
- ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
- ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ
৯. 'অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ ? [ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১]
- পরাজয়- পরা
- প্রকোণ- প্র
- পরাবাস্তব- পরা
- প্রগতি-প্র
১০. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১]
- বিরোধ
- পশ্চাৎ
- অতিপ্রান্ত
- ঈষৎ
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0