বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২০৫)
১. মৎস্য ও মনুষ এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি ? [ স্বাস্থ্য মন্ত্রণালয় | অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |২০১৯ ]
- মৎসী, মনুষী
- মৎসা, মনুষ্যা
- মৎসিনী, মানষী
- কোনটিই নয়
২. 'বিদ্বান' এর সঠিক স্ত্রীবাচক কোনটি ? [ স্বাস্থ্য মন্ত্রণালয় | অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |২০১৯ ]
- বিদুষী
- নিদুষী
- বিদুয়িণী
- বিদ্বানী
৩.‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি ? [ সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট) || জুনিয়র অডিটর:2022]
- তেজস্বিনী
- বীরাঙ্গী
- বীরাঙ্গনা
- বিদুষী
৪. পুরুষবাচক শব্দ কোনটি ? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):২০১৫ ]
- রজকী
- মায়াবী
- বৈষ্ণবী
- শ্রোত্রী
৫. কোনটি স্ত্রীবাচক শব্দ ? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:২০১৬ ]
- মায়াবী
- যোগী
- দুঃখী
- বৈষ্ণবী
৬. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :স্কুল/সমপর্যায়-২):.২০১৫ ]
- বালক-বালিকা
- দুঃখী-দুঃখিনী
- খান-খানম
- নর-নারী
৭. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :স্কুল/সমপর্যায়-২):২০১৪ ]
- বিদ্বান
- গায়ক
- কোকিল
- দাদা
৮. গরু কোন লিঙ্গ ? [ বি.আর.টি.এ. সহকারী পরিচালক : ০৬]
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- উভয়লিঙ্গ
- কোনো লিঙ্গই নয়
৯. কোনটি উভয় লিঙ্গের উদাহরণ ? [প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]
- মানুষ
- কবিরাজ
- সধবা
- সৈনিক
১০. ’সমিতি’ কোন লিঙ্গ ? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক-০৮.০৯.২০০৬ ]
- ক্লীব
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- উভয় লিঙ্গ
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0