বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ণ-ত্ব ও ষ-ত্ব বিধান MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৪২)
১. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]
- গণনা, গনিকা, শোনিত
- গণনা, গণিকা, শোণিত
- গনণা, গণিকা, শোনিত
- গননা, গণিকা , শোনিত
২. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক ? [ সিজিডিএফ এর অডিটর: ১৯]
- বর্ননা, সুষমা, লবণ
- ব্রাহ্মণ, কষ্ট, পোষাক
- ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
- ভাষণ, গ্রন্থ, জিনিস
৩. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি ? [১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]
- অগ্রনায়ক
- রতন
- আপন
- অনুষ্ঠান
৪. নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় ? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯]
- হরিণ
- কারণ
- অর্পণ
- বাণ
৫. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে ? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১]
- নিক্বণ
- লবণ
- কল্যাণ
- ব্যাকরণ
৬. 'দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন ? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]
- সমাসবদ্ধ পদ বলে
- দেশি শব্দ বলে
- তৎসম শব্দ বলে
- বিদেশি শব্দ বলে
৭. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে- [রূপালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ):১৮ ]
- 'স' এর পূর্বে বসেছে বলে
- 'ষম্' মূলরূপ থেকে উৎসারিত হওয়ায়
- 'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
- স্বভাবত 'ষ' বসে
৮. নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়েছে কোনটিতে ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক: ২১/ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯]
- মুমূর্ষ
- অনুষঙ্গ
- বর্ষণ
- ভূষণ
৯. কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ ? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]
- মাষ্টার
- পোষাক
- পোশাক
- পোষ্ট
১০. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয় ? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]
- মুমূর্ষু
- ভাষা
- প্রতিষ্ঠান
- কষ্ট
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0