বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: শব্দের শ্রেণীবিভাগ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৮০)
১. কোন শব্দটির ব্যবহারিক অর্থ বুৎপত্তিগত অর্থ থেকে আলাদা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাঁশি
২. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক : ১৩ ]
উত্তর: (ক) তৎসম
৩. নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রাজপুত
৪. নিচের কোনটি তৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) লতা
৫. কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কেষ্ট
৬. বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মৌলিক শব্দ
৭. 'পানসি' কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে অন্তর্ভুক্ত হয়েছে? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]
উত্তর: (খ) ফরাসি
৮. গায়ক = গৈ + অক, কর্তব্য = ক+তব্য-এগুলো কোন শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যৌগিক শব্দ
৯. ‘পুলিশ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ পূবালী ব্যাাংক জুনিয়র অফিসার ( ক্যাশ ) : ১৩ ]
উত্তর: (গ) ইংরেজি
১০. বিদেশী শব্দ নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গঞ্জ
১১. নিচের কোনটি দেশী শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কুলা
১২. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গিন্নী
১৩. খিদে কোন ধরনের শব্দ? [ উপজেলা মহিলা কর্মকর্তা : ০৫ ]
উত্তর: (খ) অর্ধ-তৎসম
১৪. 'কুরসী' শব্দটি কোন ভাষা থেকে আগত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আরবি
১৫. নিম্নের কোনটি আরবি শব্দ নয়? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক অফিসার : ০৮ ]
উত্তর: (গ) বেহেস্ত
১৬. ‘এলাচি’ কোন ভাষার শব্দ ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬ ]
উত্তর: (গ) চীনা
১৭. কোনগুলো দেশী শব্দ? [ উপজেলা সহকারী শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (খ) খোকা, চাঁপা
১৮. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? [ ৩৮তম বিসিএস ]
উত্তর: (ক) তৎসম
১৯. উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পাঁচটি
২০. ফরাসী শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রেস্তোঁরা
২১. ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘পাঞ্জাবি’ কোন অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) জামা বিশেষ
২২. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তিন
২৩. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (ক) মৌলিক শব্দ
২৪. কোনটি সংস্কৃত তৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অগ্রহায়ণ
২৫. ‘পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১২ ]
উত্তর: (গ) হিন্দি
২৬. কোনটি আরবি শব্দ? [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (ক) শরিফ
২৭. কোনটি যোগরূঢ় শব্দ ? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (ক) পঙ্কজ
২৮. ‘সিডর’ কোন ভাষার শব্দ ? [ সোনালী ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (ক) সিংহলি
২৯. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চৈনিক
৩০. 'প্রবীণ' শব্দের বুৎপত্তি অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
৩১. ইংরেজ কোন ভাষার শব্দ? [ বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৭ ]
উত্তর: (ক) পর্তুগীজ
৩২. কোন শব্দটির ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গোলাপ
৩৩. "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অর্ধতৎসম
৩৪. নিচের কোনটি ওলন্দাজ শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উপরের সবগুলো
৩৫. ‘গোলাপ’ একটি মৌলিক শব্দ কেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শব্দটিকে ভাঙা যায় না বলে
৩৬. কোনটি সাধিত শব্দ নয়? [ ৩২ তম বিসিএস ]
উত্তর: (গ) গোলাপ
৩৭. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ? [ বাতিলকৃত ২৪ তম বিসিএস ]
উত্তর: (ঘ) তুর্কি
৩৮. কোনটি ‘রূঢ়’ বা ‘রূঢ়ি’ শব্দের উদাহরণ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জলধি
৩৯. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সাধু রীতি
৪০. ‘জিন্দাবাদ’ কোন ভাষার শব্দ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫ ]
উত্তর: (ক) ফারসী
৪১. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিদেশী
৪২. কোনটি খাঁটি বাংলা শব্দ ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ১৬ ]
উত্তর: (ক) ঢোল
৪৩. নিচের কোনটি তৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সন্ধ্যা
৪৪. ‘হরতন’ কোন ভাষার শব্দ? [ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা : ১০ ]
উত্তর: (ক) ওলন্দাজ
৪৫. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক : ০৯ ]
উত্তর: (ক) পর্তুগিজ ভাষা হতে
৪৬. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কোন শব্দ বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রূঢ় শব্দ
৪৭. ‘নামায’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (খ) ফারসি
৪৮. ‘দারোগা’ কোন ধরনের শব্দ? [ আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) তুর্কি
৪৯. Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আরবি
৫০. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বোস্টম, গিন্নী
৫১. নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গায়ক
৫২. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা কয়টি ভাগে ভাগকরতে পারি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তিন ভাগে
৫৩. ‘ব্যাকরণ’ শব্দটি- [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৬ ]
উত্তর: (খ) সংস্কৃত
৫৪. গ্রিক শব্দ কোনটি? [ ২৭তম বিসিএস ]
উত্তর: (ঘ) দাম
৫৫. ‘যোগরূঢ়’ শব্দ হিসেবে ‘অসুখ’-এর অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রোগ
৫৬. ‘আনারস’ এবং ‘বালতি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে [ ১০ম বিসিএস ]
উত্তর: (ক) পর্তুগিজ ভাষা হতে
৫৭. নিচের কোনটি তৎসম শব্দ ? [ ৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (খ) ভবন
৫৮. কোনটি খাঁটি বাংলা শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ওষধি
৫৯. নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দফতর, দরখাস্ত
৬০. ‘যৌগিক’ শব্দের উদাহরণ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দৌহিত্র
৬১. নিচের কোনটি ‘রূঢ়’ শব্দের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হস্তী
৬২. বাংলা ভাষার ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তিন ভাগে
৬৩. ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]
উত্তর: (খ) মিশ্র শব্দ
৬৪. ‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৪ ]
উত্তর: (গ) ফারসি
৬৫. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে? [ ১৭তম বিসিএস ]
উত্তর: (গ) বালতি
৬৬. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৯ ]
উত্তর: (ক) ৩
৬৭. সংখ্যাবাচক শব্দ কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ৬ প্রকার
৬৮. ঢেঁকি, কুলা, পেট কোন শব্দের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দেশী শব্দ
৬৯. বাংলাভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ১ টি
৭০. কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মত নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মিশ্র শব্দ
৭১. গাং শব্দটি- [ শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৩ ]
উত্তর: (ক) হিন্দি
৭২. ‘ডাক্তার বাবু’ কোন শ্রেণীর শব্দ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (ক) মিশ্র
৭৩. 'মহাযাত্রা' শব্দের ব্যবহারিক অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মৃত্যু
৭৪. শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রূপতত্ত্বে
৭৫. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয় তাকে কোন শব্দ বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যৌগিক শব্দ
৭৬. ‘যৌগিক’ শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুম্ভকার
৭৭. চা,লিচু,লুচি কোন জতীয় শব্দ? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১/১০ ]
উত্তর: (ঘ) চৈনিক
৭৮. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ থানা শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (ঘ) তুর্কি
৭৯. কোনটি মিশ্র শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চৌহদ্দি
৮০. ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তুর্কি
৮১. ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তৎসম
৮২. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১১ ]
উত্তর: (খ) শব্দ
৮৩. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জলদ
৮৪. কোন শব্দের উপসর্গ ও বিভক্তি থাকে না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মৌলিক
৮৫. ‘জলধি’-এর ব্যুৎপত্তিগত অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) জল ধারণ করে যে
৮৬. অনার্যদের সৃষ্ট শব্দগুলো কি শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দেশী
৮৭. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- [ ১৭ তম বিসিএস ]
উত্তর: (খ) তিন ভাগে
৮৮. কোন দুটো যোগরূঢ় শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রাজপুত, পঙ্কজ
৮৯. শব্দ যখন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রূঢ়ি
৯০. ‘আঁতাত’ শব্দটি কোন ভাষা থেকে আগত ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) ফরাসি
৯১. 'সপ্তাহ' কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পরিমাণ বা গণনাবাচক
৯২. এক, দুই, তিন প্রভৃতি কোনধরনের সংখ্যা বাচক শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) গণনা বাচক
৯৩. তৎসম শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চন্দ্র
৯৪. বাক্যের একক কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শব্দ
৯৫. বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ২%
৯৬. কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশী শব্দ রয়েছে? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট : ০৫ ]
উত্তর: (খ) পুত্র, চামার, টোপর, জ্যোছনা
৯৭. কোনটি দেশি শব্দ? [ উপজেলা মহিলা কর্মকর্তা : ০৫ ]
উত্তর: (ক) ঢেঁকি
৯৮. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? [ ৩১ তম বিসিএস ]
উত্তর: (খ) তুর্কি
৯৯. কোন শব্দটি ফরাসি? [ ৮ম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (খ) রেস্তোরাঁ
১০০. মৌলিক শব্দ ব্যতীত সব শব্দকেই সাধারণত কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সাধিত
১০১. 'সন্দেশ' শব্দের বুৎপত্তি অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সংবাদ
১০২. নিচের কোন শব্দটি তদ্ভব? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ভিটা
১০৩. প্রথম , দশম, বিংশ প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) গণনা বাচক
১০৪. ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ইংরেজি
১০৫. জাপানি শব্দের উদাহরণ কোনগুলো? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রিকসা, হারিকেন
১০৬. কোনটি দেশী শব্দের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুড়ি
১০৭. কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) হেডমিস্ত্রী
১০৮. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রিক্সা
১০৯. মুৎসুদ্দি, নকল, দালাল, মুনাফা, লোকসান, এলাকা কোন ধরনের শব্দ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আরবি
১১০. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে- [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) ফার্সি থেকে
১১১. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (গ) ফারসি
১১২. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৩ ]
উত্তর: (ক) তৎসম শব্দ
১১৩. গঠনভেদে শব্দ কয় প্রকার ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯ ]
উত্তর: (ঘ) ২ প্রকার
১১৪. ‘তৎসম’ কোন ধরনের শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পারিভাষিক শব্দ
১১৫. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? [ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক : ০৫ ]
উত্তর: (ক) দেশী
১১৬. ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]
উত্তর: (গ) হিন্দি
১১৭. আনারস, আলকাতরা, কেরানী, আলমারী, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পর্তুগিজ
১১৮. কোন শব্দটি ফারসি? [ ২৬তম বিসিএস ]
উত্তর: (গ) পেরেশান
১১৯. চন্দ্র শব্দের তদ্ভব রূপ- [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
উত্তর: (খ) চাঁদ
১২০. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কুচ্ছিত
১২১. তৎসম শব্দ কোনটি? [ সোনালী ও জনতা ব্যাংক অফিসার (আইটি) : ১৯ ]
উত্তর: (ক) হস্ত
১২২. ‘জলধি’ কোন শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যোগরূঢ়
১২৩. বিদেশী শব্দ কোনটি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ০০ ]
উত্তর: (গ) হায়াত
১২৪. নিচের কোনটি উপসর্গ নিস্পন্ন শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অভিমান
১২৫. কোনগুলো তদ্ভব শব্দ? [ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৫ ]
উত্তর: (ক) আকাশ, বাতাস, চাঁদ
১২৬. ‘মহাযাত্রা’ যখন ‘মৃত্যু’-তখন কি অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যোগরূঢ়
১২৭. বাংলা ভাষায় ব্যবহৃত ‘টুপি’ শব্দটি কোন দেশীয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পর্তুগিজ
১২৮. নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রোগ্রাম
১২৯. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ? [ ২৩তম বিসিএস ]
উত্তর: (গ) পর্তুগিজ
১৩০. ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ফারসি
১৩১. ‘শাকসবজি’ শব্দটি নিম্নের কোন্ দুইয়ের মিলন? [ সোনালী ও জনতা ব্যাংক অফিসার (আইটি) : ১৯ ]
উত্তর: (ক) তৎসম+ফারসি
১৩২. নিচের কোন গুলো পর্তুগীজ শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আলমারী
১৩৩. কোনটি পুর্তগীজ ভাষার শব্দ নয়? [ ৭ম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ঘ) চাহিদা
১৩৪. নিচের কোনটি মৌলিক শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঢাকা
১৩৫. নিম্নের কোনটি তৎসম শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দধি
১৩৬. নিচের কোনটি সাধিত শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) পরাজয়
১৩৭. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ? [ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুট্যান্ট : ১৫ ]
উত্তর: (ঘ) বর্মী
১৩৮. ‘হরতাল’ শব্দটি কোন ভাষার? [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গুজরাটি
১৩৯. ‘কিন্ডার গার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? [ মাধ্যমিক বিদ্যালয সহকারী প্রধান শিক্ষক : ০৩ ]
উত্তর: (ক) জার্মান
১৪০. ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ( প্রশাসন ) : ১৬ ]
উত্তর: (খ) রূঢ়
১৪১. কোনটি রূঢ় শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাঁশি
১৪২. কোন ধরনের শব্দের ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মৌলিক শব্দের
১৪৩. কোনটি তৎসম শব্দ? [ রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) চন্দন
১৪৪. বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অর্ধ-তৎসম শব্দ
১৪৫. যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে- [ সমবায় অধিদপ্তরের অফিসার : ৯৭ ]
উত্তর: (ক) যৌগিক শব্দ
১৪৬. কোন শব্দটি তদ্ভব ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ০৬ ]
উত্তর: (ঘ) পুস্তক
১৪৭. নিচের কোনটি তৎসম শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) চামার
১৪৮. কোনটি দেশী শব্দের আওতাভুক্ত নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) হাত
১৪৯. ‘উকিল’ ও ‘মক্কেল’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আরবি ভাষা থেকে
১৫০. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে- [ ১২তম বিসিএস ]
উত্তর: (গ) চা, চিনি
১৫১. যে শব্দ সংস্কৃত ভাষা হতে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তদ্ভব শব্দ
১৫২. ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অর্ধ-তৎসম
১৫৩. ইংরেজি ভাষা থেকে আগত শব্দগুচ্ছ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কমা, লন্ঠন, বোতল
১৫৪. ‘চকোলেট’ কোন দেশের ভাষার শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মেক্সিকো
১৫৫. নিচের কোনটি তৎসম শব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হারাম
১৫৬. নিচের কোন শব্দটি সমাস নিস্পন্ন শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হাতপাখা
১৫৭. কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কৃদন্তপদ
১৫৮. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? [ ৩৫ তম বিসিএস ]
উত্তর: (খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
১৫৯. ‘তৈল’ শব্দটি কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রূঢ়
১৬০. ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তুর্কী
১৬১. প্রকৃতি - প্রত্যয়ের অনুসারী হয় না কোন শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রূঢ়ি
১৬২. তদ্ভব-এর অর্থ হলো- [ বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাঠ কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (গ) তার থেকে উৎপন্ন
১৬৩. শব্দকে গঠনমূলক দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ২ ভাগে
১৬৪. কোনটি মৌলিক শব্দ? [ ৩৭ তম বিসিএস ]
উত্তর: (খ) গোলাপ
১৬৫. কোনটি ফারসি ভাষার শব্দ? [ উপজেলা সমাজসেবা অফিসার : ০৬ ]
উত্তর: (খ) বাদশাহ
১৬৬. হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ ]
উত্তর: (গ) তদ্ভব
১৬৭. তৎসম শব্দের শব্দগত অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তার সমান
১৬৮. বাংলাদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত আছে, সেগুলোকে কি শব্দ নামে অভিহিত করা যায়?
উত্তর: (খ) দেশী শব্দ
১৬৯. সমাস নিস্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, সে সকল শব্দকে কি বলে ?
উত্তর: (ক) যোগরূঢ় শব্দ
১৭০. ‘প্যাগোডা’ কোন ভাষার শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জাপানি
১৭১. কোনটি মৌলিক শব্দ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]
উত্তর: (গ) ফুল
১৭২. কোনটি ইংরেজি শব্দ? [ ৩২তম বিসিএস ]
উত্তর: (ঘ) কমা
১৭৩. ‘জানালা’ শব্দটি- [ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ ) : ১৮ ]
উত্তর: (খ) পর্তুগিজ
১৭৪. ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ১৬ ]
উত্তর: (ক) যৌগিক
১৭৫. ‘দুনিয়া’ শব্দটি কোন ভাষার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ফারসি
১৭৬. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? [ ২৬ তম বিসিএস ]
উত্তর: (গ) ফারসি+আরবি
১৭৭. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্ত সোজাসোজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তৎসম শব্দ
১৭৮. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]
উত্তর: (গ) রূঢ়ি শব্দ
১৭৯. নিচের কোনটি প্রত্যয় নিস্পন্ন শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) চলন্ত
১৮০. রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রাজারপুত্র
১৮১. বিদেশী শব্দ কাকে বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সংস্কৃত ব্যতীত বিভিন্ন ভাষা থেকে আগত শব্দকে
১৮২. কোনটি তদ্ভব শব্দ? [ ১০ম বিসিএস ]
উত্তর: (ক) চাঁদ
১৮৩. উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অ স্বরধ্বনি
১৮৪. এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দশ গুণোত্তোর পদ্ধতি
১৮৫. ‘জানাযা শব্দটি--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বিদেশী
১৮৬. কোনটি তৎসম শব্দের উদাহরণ? [ হাইকোর্টের রেজিস্ট্রার : ৯৪ ]
উত্তর: (ঘ) জ্যোৎস্না
১৮৭. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? [ ২৬তম বিসিএস ]
উত্তর: (গ) এজেন্ট
১৮৮. ‘যৌগিক’ শব্দের উদাহরণ নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাঁশী
১৮৯. নিচের কোনটি তদ্ভব নয়? [ ডেসকোর কমপ্লেইন সুপারভাইজার : ১৯ ]
উত্তর: (ক) লুঙ্গি
১৯০. অর্থভেদে শব্দ কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ৫ প্রকার
১৯১. “গীর্জা” কোন ভাষা থেকে আগত শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) পর্তুগিজ
১৯২. ‘রুইতন’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ এলজিইডিতে সহকারী প্রকৌশলী : ০৫ ]
উত্তর: (ঘ) ওলন্দাজ
১৯৩. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? [ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহ. পরিচালক : ০৫ ]
উত্তর: (খ) বাংলা ও ফারসি
১৯৪. চাঁদ কোন শ্রেণীর শব্দ? [বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
উত্তর: (গ) তদ্ভব
১৯৫. কোনটি বিদেশী শব্দ? [ উপজেলা সমাজসেবা অফিসার: ০৬ ]
উত্তর: (গ) ফিতা
১৯৬. নিচের কোন শব্দটি তদ্ভব? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]
উত্তর: (ক) হাত
১৯৭. ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘প্রবীণ’ বর্তমানে কি অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
১৯৮. ‘জলধি’-এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সমুদ্র
১৯৯. যৌগিক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গায়ক
২০০. রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জাপানি
২০১. 'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) প্রথা
২০২. পর্তুগিজ শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আনারস
২০৩. ‘অনীক’ শব্দের অর্থ [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সৈনিক
২০৪. সাধিত শব্দ কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ৩
২০৫. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক শব্দ
২০৬. কোনটি তদ্ভব শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ভিটা
২০৭. নিচের কোন শব্দটি তদ্ভব? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হাত
২০৮. ফিরিঙ্গি ও বুর্জোয়া কোন শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ফরাসি
২০৯. নিচের কোনটি মৌলিক শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঢাকা
২১০. বাংলা ভাষায় কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয় ? [ উত্তরা ব্যাংক এসিসট্যান্ট অফিসার ( ক্যাশ ) : ০৮ ]
উত্তর: (গ) মৌলিক শব্দ
২১১. ‘রূঢ়ি’ শব্দ কোন গুলো? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) প্রবীণ, বাঁশি
২১২. অর্থ অনুসারে শব্দ কয় প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ৩ প্রকার
২১৩. নিচের কোনগুলো দেশী শব্দের উদাহরণ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১০ ]
উত্তর: (ক) খদ্দর, হরতাল
২১৪. ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ইটালিয়ান
২১৫. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ? [ ৭ম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ক) পর্তুগীজ
২১৬. 'গৃহিণী' কোন ধরনের শব্দ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৫ ]
উত্তর: (ঘ) তৎসম
২১৭. নিচের কোনটি মৌলিক শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উপরের সবগুলো
২১৮. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৫ ]
উত্তর: (গ) তুর্কি
২১৯. বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশী শব্দ কত ভাগ এসেছে? [ পিএসসির সহকারী পরিচালক : ৯৮ ]
উত্তর: (খ) ৮%
২২০. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ? [ ৪০তম বিসিএস ]
উত্তর: (ঘ) অর্ধ-তৎসম
২২১. ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ? [ উপজেলা মহিলা কর্মকর্তা : ০৫ ]
উত্তর: (ঘ) মেক্সিকান
২২২. বাংলা ভাষার ব্যবহৃত ‘লেবু’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (ঘ) ফারসি
২২৩. ‘আদালত’ কোন ভাষার শব্দ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
উত্তর: (গ) আরবি
২২৪. 'আনারস' কোন ভাষার শব্দ? [ ১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ক) পর্তুগীজ
২২৫. নিচের কোনটি আরবি শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) হজ্জ্ব
২২৬. ‘নামাষ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ফারসি
২২৭. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে--- [ বাতিলকৃত ২৪ তম বিসিএস ]
উত্তর: (ক) ফারসি ও ইংরেজি শব্দে
২২৮. দেশী শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৮৯ ]
উত্তর: (খ) ডাব
২২৯. নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রুইতন, হরতন
২৩০. নিচের কোন গুলো গুজরাটি শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) খদ্দর, হরতাল
২৩১. নিচের কোনটি ‘যৌগরূঢ়’ শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মহাযাত্রা
২৩২. মৌলিক শব্দ কোনটি? [ ১৪ তম বিসিএস ]
উত্তর: (ক) গোলাপ
২৩৩. কোনটি দেশী শব্দ ? [ ৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (গ) টোপর
২৩৪. তৎসম শব্দ বলতে কি বুঝায়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯২ ]
উত্তর: (গ) সংস্কৃত শব্দ
২৩৫. নিচের কোনগুলো তৎসম শব্দের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চন্দ্র, সূর্য, নক্ষত্র
২৩৬. কোনটি বিদেশি শব্দ নয়? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তাঃ ১২ ]
উত্তর: (গ) ঢেঁকি
২৩৭. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন কোন ভাষা থেকে এসেছে? [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসারঃ ১৩ ]
উত্তর: (খ) আরবি ও ফারসি
২৩৮. নিচের কোনটি মিশ্র শব্দ নয়? [ ৯ম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৩ ]
উত্তর: (গ) হেড-মাস্টার
২৩৯. নিচের কোনটি বিদেশি শব্দ? [ স্ট্যান্ডার্ড ব্যাংক লি.অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১২ ]
উত্তর: (ঘ) ওজন
২৪০. ‘শাক-সবজি' শব্দটি কোন দুইয়ের মিলন? [সোনালী ও জনতা ব্যাংক অফিসার (আইটি): ১৯/ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার: ১৮ ]
উত্তর: (ক) তৎসম+ফারসি
২৪১. 'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? [ ৩৬তম বিসিএস ]
উত্তর: (ক) ইংরেজি+ফারসি
২৪২. ‘পকেটমার' শব্দটি কোন শ্রেণির? [সাব রেজিস্টার: ১২ ]
উত্তর: (ঘ) মিশ্র
২৪৩. নিচের কোনটি মিশ্র শব্দ নয় ? [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (খ) ফটোস্ট্যাট
২৪৪. খণ্ডিত শব্দ নির্দেশ করুন- [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৫ ]
উত্তর: (ক) বেহেড
২৪৫. কোনটি দেশি শব্দ? [পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক: ১৮ ]
উত্তর: (খ) খোঁপা
২৪৬. ‘গুনাহ' কোন ভাষার শব্দ? [ ১২শ বাংলাদেশ জুডিশিয়াল পরীক্ষা: ১৮ ]
উত্তর: (খ) ফারসি
২৪৭. ‘রোজা' কোন শব্দ? [ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮ ]
উত্তর: (খ) ফারসি
২৪৮. তুর্কি ভাষার শব্দ কোনগুলি? [সোনালী ব্যাংক লিমিটেড অফিসার: ১৮ ]
উত্তর: (গ) চাকু, তোপ
২৪৯. আরবি উৎস থেকে আত্মীকৃত এবং প্রশাসনিক সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহৃত শব্দ হলো- [রূপালী ব্যাংক লি. অফিসার: ১৮ ]
উত্তর: (ক) রায়
২৫০. নিচের কোনটি মিশ্র শব্দ? [ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ): ১৮]
উত্তর: (ঘ) খ্রিস্টাব্দ
২৫১. 'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/ ঢাবি ভর্তি পরীক্ষা: ১৮-১৯ ]
উত্তর: (ঘ) ফারসি
২৫২. 'চাকু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১৯ ]
উত্তর: (ক) তুর্কি
২৫৩. 'হাঙ্গামা' শব্দটি কোন ভাষার? [ পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী: ১৮ ]
উত্তর: (গ) ফারসি
২৫৪. নিচের কোনটি তৎসম শব্দ? [পুবালী ব্যাংকের সহকারী অফিসার: ১৮ ]
উত্তর: (খ) বঙ্কিম
২৫৫. গেরাম কোন জাতীয় শব্দ? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর : ১৯ ]
উত্তর: (ক) অর্ধ-তৎসম
২৫৬. ‘দরজা’ কোন ভাষা থেকে আগত শব্দ ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]
উত্তর: (ক) ফারসি
২৫৭. চাহিদা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯ ]
উত্তর: (গ) পাঞ্জাবি
২৫৮. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ ডিজিএফআই সহকারী পরিচালক: ১৯/ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯]
উত্তর: (ঘ) আরবি
২৫৯. ‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ ? [ ৪০ তম বিসিএস ]
উত্তর: (খ) পর্তুগিজ
২৬০. ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ ? [ ৪০তম বিসিএস ]
উত্তর: (ঘ) অর্ধ-তৎসম
২৬১. ‘চর্মকার’ কী ধরনের শব্দ ? [ সমন্বিত চার ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) সংস্কৃত
২৬২. ‘বেগম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]
উত্তর: (খ) তুর্কি
২৬৩. তুর্কি ভাষার শব্দ কোনগুলি ? [ নিরাপদ খাদ্য অধিদপ্তর : ১৯ ]
উত্তর: (গ) চাকু, তোপ
২৬৪. কোনটি তৎসম শব্দ ? [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]
উত্তর: ক ও খ
২৬৫. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (ক) হরতাল
২৬৬. কোনটি আরবি শব্দ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯]
উত্তর: (ঘ) হজ্জ
২৬৭. কোনটি ফারসি শব্দ? [ ১৬তম প্রভাষক নিবন্ধনঃ ১৯ ]
উত্তর: (ঘ) চশমা
২৬৮. খ্রিস্টান' কোন জাতীয় মিশ্র শব্দ? [ ১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]
উত্তর: (ক) ইংরেজি + বাংলা
২৬৯. কোনটি দেশি শব্দের উদাহরণ? [ ১৬তম শিক্ষক নিবন্ধনঃ ১৯]
উত্তর: (ঘ) গঞ্জ
২৭০. নিচের কোনটি পর্তুগিজ শব্দ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯ ]
উত্তর: (খ) আলপিন
২৭১. নিচের কোনটি দেশি শব্দ নয়? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (ঘ) চাবি
২৭২. কোনটি তৎসম শব্দ নয়? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাঃ ১৯ ]
উত্তর: (ঘ) ডিঙ্গা
২৭৩. কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসারঃ ১৯]
উত্তর: (খ) দেশি
২৭৪. কোনটি অর্ধ-তৎসম শব্দ? [জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]
উত্তর: (গ) জোছনা
২৭৫. নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ? [এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯ ]
উত্তর: (খ) বেহেশত
২৭৬. তুরুপ' শব্দটি কোন ভাষা থেকে আগত? |এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসারঃ ১৯]
উত্তর: (খ) ওলন্দাজ
২৭৭. নিম্নের কোনটি তৎসম শব্দ? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ১৯ ]
উত্তর: (গ) দধি
২৭৮. কোনগুলো দেশি শব্দ- [রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯ ]
উত্তর: (গ) খোকা,চাঁপা
২৭৯. অর্থবোধক ধ্বনিকে বলা হয় – [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]
উত্তর: (গ) শব্দ
২৮০. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]
উত্তর: (খ) ধ্বনি
২৮১. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় – [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) রুপ
২৮২. নতুন শব্দ গঠন করে- [ ১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) সন্ধি ও সমাস
২৮৩. কোন দুটি শব্দ যৌগিক শব্দ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]
উত্তর: (খ) গায়ক, বাবুয়ানা
২৮৪. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (খ) সাধিত শব্দ
২৮৫. সুহৃদ কী ধরনের শব্দ ? [ ১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) যোগরুঢ়
২৮৬. কোনটি রূঢ়ি শব্দ ? [ সোনালী ব্যাংক অফিসার ( মুক্তিযোদ্ধা ) : ১৯ ]
উত্তর: (ঘ) প্রবীণ
২৮৭. যোগরুঢ় শব্দ কোনটি? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]
উত্তর: (গ) জলধি
২৮৮. নিচের কোনটি যোগরুঢ় শব্দ ? [বিএডিসির হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (গ) তুরঙ্গম
২৮৯. অর্থ অনুসারে ‘হরিণ’ কোন ধরনের শব্দ? [ ১৫তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (ঘ) রূঢ়ি
২৯০. মৌলিক শব্দ কোনটি? [ ১৫তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (ঘ) কালো
২৯১. ‘লাজুক’ কোন ধরনের শব্দ? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]
উত্তর: (ঘ) যৌগিক
২৯২. কোনটি যৌগিক শব্দ ? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]
উত্তর: (গ) দৌহিত্র
২৯৩. নিচের কোন শব্দটি তৎসম শব্দ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৭ ]
উত্তর: (ক) জীবন
২৯৪. তৎসম শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( খুলনা ) : ০৭ ]
উত্তর: ক ও খ
২৯৫. কোনটি তৎসম শব্দ ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (ঘ) ধর্ম
২৯৬. ‘ব্যাকরণ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (খ) সংস্কৃত
২৯৭. ‘ভাত’ কোন ধরনের শব্দ ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]
উত্তর: খ ও গ
২৯৮. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত ? [ উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (ক) সংস্কৃত
২৯৯. ‘ছেমড়া’ শব্দটির উৎস – [ বাংলাদেশ র্ব্যাংক সহকারী পরিচালক : ১৪ ]
উত্তর: (গ) সংস্কৃত
৩০০. ‘খিস্তিখেউড়’ কোন ভাষার শব্দ- [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার :০০ ]
উত্তর: (খ) বাংলা
৩০১. পাখি কোন ধরনের শব্দ ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৬ ]
উত্তর: (গ) তদ্ভব
৩০২. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ? [ ১০ম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) জোছনা
৩০৩. ‘ওরে, বাছা মাতৃকোষে রতনের রাজি’- ‘বাছা’ শব্দটি ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক ( প্রশাসন ) : ১৩ ]
উত্তর: (খ) তদ্ভব
৩০৪. ‘মা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) তদ্ভব
৩০৫. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে ? [ উপজেলা/থানা নির্বাচন অফিসার : ০৮ ]
উত্তর: (ক) সংস্কৃত
৩০৬. অর্ধ-তৎসম শব্দের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গিন্নী
৩০৭. গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ? [ ১১তম শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) অর্ধ-তৎসম
৩০৮. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ? [ ১১তম শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ক) গিন্নি
৩০৯. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ? [ ৯ম শিক্ষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (ঘ) কুচ্ছিত
৩১০. কোনটি দেশি শব্দ ? [ ১৩ তম বেসরকারী প্রভাষক নিবন্ধন :১৬ ]
উত্তর: (খ) পাউরুটি
৩১১. কোনটি দেশি শব্দ ? [ উপজেলা মহিলা কর্মকর্তা : ০৫ ]
উত্তর: (ক) ঢেঁকি
৩১২. ‘কুড়ি’ কোন শ্রেণির শব্দ? [ জাবি : ০৩-০৪]
উত্তর: (গ) দেশি
৩১৩. ‘কুড়ি’ শব্দটি এসেছে- [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১৪ ]
উত্তর: (গ) ‘কোরক’ থেকে
৩১৪. দেশি শব্দ নয়- [ ঢাবি : ০৭-০৮ ]
উত্তর: (ক) ধুতি
৩১৫. কোনগুলো দেশি শব্দ ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১০ ]
উত্তর: (খ) চাল,চুলা
৩১৬. এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে ? [ সিজিডিএফ এর অডিটর : ১৪ ]
উত্তর: (ঘ) বিদেশি ভাষা
৩১৭. ক্যারাটে,জুডো, রিকসা কোন দেশি শব্দ ? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (খ) জাপানি
৩১৮. রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ সাব রেজিস্ট্রার : ১৬ ]
উত্তর: (ক) জাপানি
৩১৯. নিচের কোন শব্দটি জাপনি ভাষার ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( রাজশাহী ) : ০৭ ]
উত্তর: (খ) রিক্সা
৩২০. ‘সুনামি’ শব্দটি – [ উত্তর ব্যাংক এসিসট্যান্ট অফিসার ( ক্যাশ ) : ১১ ]
উত্তর: (ক) জাপানি
৩২১. ‘খদ্দর’ শব্দ বাংলা ভাষায় এসেছে – [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (ক) গুজরাটি থেকে
৩২২. ‘উকিল’ কোন দেশি শব্দ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৫ ]
উত্তর: (গ) আরবি শব্দ
৩২৩. ‘মশগুল’ কোন ভাষার শব্দ ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) আরবি
৩২৪. ‘কলম’ শব্দাট কোন ভাষা থেকে গৃহীত ? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (খ) আরবি
৩২৫. কবুল, কলম , তুফান কোন দেশি শব্দ ? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (খ) আরবি
৩২৬. ‘দাওয়াত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (খ) আরবি
৩২৭. ‘ বাবেল মান্দেব’ কি শব্দ ? [ ২৩ তম বিসিএস ]
উত্তর: (ক) ফারসি
৩২৮. ‘চশমা’ কোন ভাষার শব্দ ? [ ১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫ ]
উত্তর: (খ) ফারসি
৩২৯. ‘সবুজ’ কোন ভাষার শব্দ ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার: ১৪ ]
উত্তর: (ঘ) ফারসি
৩৩০. কোনটি ফারসি থেকে আগত ? [ জনতা ব্যাংক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (গ) সোয়া
৩৩১. নিচের কোনটি পর্তুগিজ শব্দ ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১১ ]
উত্তর: (ক) গুদাম
৩৩২. পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে ? [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার : ১৩ ]
উত্তর: (ঘ) ইস্পাত
৩৩৩. ‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ রূপালী ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (গ) পর্তুগিজ
৩৩৪. বোতাম,বালতি,আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে ? [ রূপালী ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (গ) পর্তুগিজ
৩৩৫. ‘আলকাতরা’ শব্দটি কোন ভাষা থেকে আগত ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]
উত্তর: (গ) পর্তুগিজ
৩৩৬. ‘আলপিন’ কোন ভাষার শব্দ? [ সাব-রেজিস্ট্রার : ১২ ]
উত্তর: (ক) পর্তুগিজ
৩৩৭. ‘বারান্দা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (ক) পর্তুগিজ
৩৩৮. ‘কোর্মা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]
উত্তর: (গ) তুর্কি
৩৩৯. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [ ৩৮ তম বিসিএস ]
উত্তর: (ক) তুর্কি
৩৪০. নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত ? [পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ( ক্যাশ ) : ১৩]
উত্তর: (ক) ক্রোক
৩৪১. ‘চকচক’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ০৬ ]
উত্তর: (ঘ) তুর্কি
৩৪২. ‘বন্দুক-বারুদ’ শব্দ দুটি- [ বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার : ১৬ ]
উত্তর: (গ) তুর্কি
৩৪৩. 'আঁকা' সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি? [ জীবনবীমা কর্পোরেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার: ২০ ]
উত্তর: (গ) অঙ্ক
৩৪৪. 'বিমান' কোন ভাষার শব্দ? [ বাংলাদেশ বিমানের সহাকারী ব্যবস্থাপক: ২১ ]
উত্তর: (ক) তৎসম
৩৪৫. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? [ ৪১ তম বিসিএস ]
উত্তর: (খ) সমর্থ
৩৪৬. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ? [ ৪৩ তম বিসিএস ]
উত্তর: (ঘ) ফারসি
৩৪৭. কোনটি দেশী শব্দ? [ এনএসআই এর ডেসপার রাইডার : ২১ ]
উত্তর: (গ) ঝোল
৩৪৮. 'রেনেসাঁস' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২১ ]
উত্তর: (খ) ফরাসি
৩৪৯. 'নারিকেল' কোন শ্রেণির শব্দ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা : ২১ ]
উত্তর: (গ) তৎসম
৩৫০. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১ ]
উত্তর: (খ) কলম-হাকিম-দখল
৩৫১. 'গণপ্রজাতন্ত্রী' কোন শ্রেণির শব্দ? [বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]
উত্তর: (ক) তৎসম
৩৫২. 'গালিচা' কোন ভাষার শব্দ? [জীবনবীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১ ]
উত্তর: (খ) ফারসি
৩৫৩. 'নকিব' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ জীবনবীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১ ]
উত্তর: (ক) আরবি
৩৫৪. চর্মকার >..... চামার- এ শূন্যস্থানে বসবে- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (ক) চম্মআর
৩৫৫. 'বর্গি' শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? [ এনএসআই এর ফিল্ড অফিসার : ২১ ]
উত্তর: (ঘ) মারাঠি
৩৫৬. নিচের কোনটি তৎসম শব্দ নয়? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]
উত্তর: (ক) ঢাক
৩৫৭. চাঁদ, দই, হাতি- এগুলো কোন প্রকারের শব্দ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]
উত্তর: (গ) তদ্ভব
৩৫৮. 'হাসনাহেনা' কোন দেশী শব্দ? [ এনএসআই এর ডেসপার রাইডার : ২১ ]
উত্তর: (গ) জাপানি
৩৫৯. নিচের কোনটি তৎসম শব্দ? [ ৪৪তম বিসিএস ]
উত্তর: (গ) ধূলি
৩৬০. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার- ২২ ]
উত্তর: (গ) ফারসি
৩৬১. 'কার্তুজ' কোন ভাষার শব্দ? [ ডাক জীবনবীমার কম্পিউটার অপারেটর: ২২ ]
উত্তর: (খ) ফরাসি
৩৬২. 'হিসাব' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ সিজিএ এর জুনিয়র অডিটর: ২২ ]
উত্তর: (খ) আরবি
৩৬৩. ময়নাতদন্ত শব্দের 'ময়না' কোন ভাষার শব্দ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার : ২২ ]
উত্তর: (গ) আরবি
৩৬৪. 'চিড়িয়াখানা' শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসট্যান্ট: ২২ ]
উত্তর: (ঘ) হিন্দি ও ফারসি
৩৬৫. 'তবলা' শব্দের উৎস ভাষা [ সহকারী জজ- ২২ ]
উত্তর: (ঘ) আরবি
৩৬৬. নিচের কোনটি তৎসম শব্দ? [ সিজিএ এর অডিটর: ২২ ]
উত্তর: (গ) পাত্র
৩৬৭. নিচের কোনটি তৎসম শব্দ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন :২২ ]
উত্তর: (ঘ) সন্ধ্যা
৩৬৮. 'হংস' কোন ধরনের শব্দ? [ সওজের কার্য সহকারী : ২২ ]
উত্তর: (ক) তৎসম
৩৬৯. চন্দ্র' কোন শব্দের উদাহরণ? [ টিটিসি’এর ইন্সট্রাক্টর : ২২ ]
উত্তর: (ক) তৎসম
৩৭০. তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে? [ ডাক বিভাগের অফিস সহায়ক: ২২ ]
উত্তর: (গ) পর্তুগিজ
৩৭১. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ? [ ৪৫তম বিসিএস ]
উত্তর: (গ) গ্রিক
৩৭২. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ? [ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩ ]
উত্তর: (ক) পাউরুটি
৩৭৩. 'আমদানি' কোন ভাষার শব্দ? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]
উত্তর: (গ) ফারসি
৩৭৪. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত? [ পিএসসি এর জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
উত্তর: (খ) আরবি
৩৭৫. 'তদ্ভব' শব্দের অর্থ হলো- [ পিএসসি এর জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
উত্তর: (গ) সংস্কৃত থেকে উদ্ভূত
৩৭৬ . নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়? [ পিএসসি এর জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
উত্তর: (ঘ) আসরফি
৩৭৭. অর্ধ-তৎসম শব্দ নয় কোনটি? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]
উত্তর: (ঘ) চাঁদ
৩৭৮. 'আইন' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ গ্রামীণ ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২৩ ]
উত্তর: (খ) ফারসি
৩৭৯. 'কাজ' শব্দের তৎসম রূপ- [ সিনিয়র স্টাফ নার্স: ২৩ ]
উত্তর: (গ) কার্য
৩৮০. 'জংশন' শব্দটির উৎস ভাষা- [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ ]
উত্তর: (ক) ইংরেজি