আন্তর্জাতিক অর্থনৈতিক জোট | International Economic Alliance

আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হলো একাধিক দেশের মধ্যে গঠিত একটি চুক্তি যা বাণিজ্য, বিনিয়োগ, এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে তৈরি করা হয়। এই জোটগুলো বিভিন্ন আকারে এবং বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হতে পারে।

Group of 7 (G-7)

Group of 7 (G-7)
পরিচিতি শিল্পোন্নত দেশসমূহের একটি সংস্থা
প্রতিষ্ঠাকাল ১৫ নভেম্বর, ১৯৭৫
সদর দপ্তর নেই
সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (G-6)

G-7 ⇒ কানাডা (১৯৭৬ সালে যোগ দেয়)

G-8 ⇒ রাশিয়া (১৯৯৭ সালে যোগ দেয়)

G-7 ⇒ রাশিয়াকে বাদ দেয়া হয় (২০১৪ খ্রিঃ) । (ক্রিমিয়া দখলের প্রেক্ষিতে)
অন্যান্য তথ্য ● যে দেশের সম্মেলন হয় সে দেশের সরকার প্রধান সভাপতির দায়িত্ব পালন করে। কানাডাতে সম্মেলন এর প্রাক্কালে G7 আউটরিচ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।
● ৮-৯ জুন ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালবে শহরে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।

Group of 15 (G-15)

Group of 15 (G-15)
পরিচিতি তৃতীয় বিশ্বের দেশসমূহের একটি অর্থনৈতিক গ্রুপ।
প্রতিষ্ঠাকাল ১৯৮৯ খ্রি.
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
সদস্য ১৭ টি দেশ

Group of 20 (G-20)

Group of 20 (G-20)
পরিচিতি [ভবিষ্যতে G-20 major economies গোষ্ঠী G-7 এর স্থলাভিষিক্ত হবে।]
প্রতিষ্ঠাকাল ১৯৯৯
সদস্য EU + ১৯টি দেশ।
►► Organizations (1)
• ইউরোপীয় ইউনিয়ন (European Union)
►► G-7 Countries (7 Countries)
শিল্পোন্নত দেশসমূহ (Developed or industrialised countries)
• যুক্তরাষ্ট্র
• যুক্তরাজ্য
• ফ্রান্স
• জার্মানি
• ইতালি
• জাপান
• কানাডা
►► BRICS Countries (5 Countries)
নব শিল্পোন্নত উন্নয়নশীল দেশসমূহ (Developing or newly industrialised countries)
• B = Brazil (ব্রাজিল)
• R = Russia (রাশিয়া)
• I = India (ভারত)
• C = China (চীন)
• S = South Africa (দক্ষিণ আফ্রিকা)
►► Other Countries.(7 Countries)
• আর্জেন্টিনা
• অস্ট্রেলিয়া
• সৌদি আরব
• দক্ষিণ কোরিয়া
• মেক্সিকো
• ইন্দোনেশিয়া
• তুরস্ক
MINT- দেশসমূহ • মেক্সিকো
• ইন্দোনেশিয়া
• তুরস্ক
• নাইজেরিয়া

BRICS

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs) এর অর্থনীতিবিদ জিম ও'নিল ২০০১ সালে ব্রাজিল, রাশিয়া ভারত এবং চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারণার প্রবর্তন করেন। ২০০৮ সালের ১৬ মে আত্মপ্রকাশ করে BRIC। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হলে এর নাম হয় BRICS। প্রকৃতপক্ষে এর কোনো কেন্দ্রীয় সদর দপ্তর নেই।

BRICS ব্যাংক (NDB)

  • ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে Development গঠিত BRICS জোটের New Development Bank (NDB)
  • নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দফতর অবস্থিত চীনের সাংহাইয়ে।
  • প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন ভারতের কে ভি কামাথ। ১১ মে ২০১৫ তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিযুক্ত করা হয়।

Developing Eight (D-8)

Developing Eight (D-8)
প্রতিষ্ঠাকাল ১৫ জুন, ১৯৯৭
সদস্য দেশ ৮টি। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর এবং ইরান।
মনে রাখার কৌশলঃ বাপ মা নাই তুমিই সব । এখানে
বা = বাংলাদেশ
প = পাকিস্তান
মা = মালয়েশিয়া
না = নাইজেরিয়া
ই = ইন্দোনেশিয়া
তু = তুরস্ক
মি = মিশর
ই = ইরান
সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক
শীর্ষ সম্মেলন ● ১৯৯৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
● শীর্ষ সম্মেলন দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়।

৭৭ জাতি গ্রুপ (G-77)

৭৭ জাতি গ্রুপ (G-77)
প্রতিষ্ঠাকাল ১৫ জুন, ১৯৬৪
সদস্য ● প্রতিষ্ঠাতা সদস্য: ৭৭ (নামকরণের উৎস)
● বর্তমান সদস্য : ১৩৪
● প্রাক্তন সদস্য : নিউজিল্যান্ড, মেক্সিকো, যুগোশ্লাভিয়া, মাল্টা, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস, পালাউ, রোমানিয়া।
সদর দপ্তর নেই
উদ্দেশ্য উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন

ওপেক (OPEC)

ওপেক (OPEC)
OPEC এর পূর্ণরুপ Organization of the Petroleum Exporting Countries
পরিচিতি তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা
প্রতিষ্ঠাকাল ১৯৬০ সালে ১৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। [স্বাক্ষর: বাগদাদ ] ১৯৬১ তে যাত্রা শুরু।
সদস্য দেশ প্রতিষ্ঠাতা সদস্য: ৫ টি। যথা- ইরান, ইরাক, কুয়েত,সৌদি আরব এবং ভেনিজুয়েলা।
বর্তমান সদস্য: ১৩টি। যথা-অ্যাঙ্গোলা, ইরাক, ইরান, আলজেরিয়া, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটেরিয়াল গিনি ও কঙ্গো।
বর্তমানে ওপেকের অ-আরব এশীয় সদস্য দেশ: ইন্দোনেশিয়া ও ইরান।
সর্বশেষ সদস্য: নিরক্ষীয় গিনি।
● ৩ ডিসেম্বর ২০১৮ OPEC-এর সদস্যপদ ত্যাগ করার ঘোষণা দেয় কাতার, যা কার্যকর হয় ১ জানুয়ারি ২০১৯।
● ইকুয়েডর ১৯৯২ সালে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল। ২০০৭ সালে পুনরায় যোগদান করে। আবার ১ জানুয়ারি ২০২০ এ ওপেক ত্যাগ করে।
সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া [১ম সদর দপ্তর: জেনেভা]
Note ● বিশ্বের তেলের মজুদের দুই-তৃতীয়াংশ ওপেকের সদস্য দেশসমূহে মজুদ আছে।
● বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে ভেনিজুয়েলায়।
● বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র।
● ১ জানুয়ারি ২০১৯ থেকে তেলের মূল্য বাড়াতে OPECভূক্ত দেশসমূহ ও ১০টি তেল রপ্তানিকারক দেশ দৈনিক ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমিয়েছে।

এপেক (APEC)

এপেক (APEC)
APEC এর পূর্ণরুপ Asia-Pacific Economic Co-operation
প্রতিষ্ঠাকাল ৬ নভেম্বর ১৯৮৯ সালে
সদস্য দেশ ২১ টি (প্রতিষ্ঠাকালীন ১২টি)
সদর দপ্তর সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
উদ্দেশ্য সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি।
পরিচিতি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট

Asian Clearing Union- আকু (ACU)

Asian Clearing Union- আকু (ACU)
প্রতিষ্ঠাকাল ৯ ডিসেম্বর, ১৯৭৪
সদস্য দেশ ৯ টি। যথা- বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার এবং ইরান।
সদর দপ্তর তেহরান, ইরান
পেমেন্ট US ডলার, ইউরো ও জাপানি ইয়েন দ্বারা ACU এর মধ্যে পেমেন্ট করা যায়।
নবীনতর পূর্বতন