বিশ্বের বিখ্যাত জলপ্রপাত তালিকা | waterfall

জলপ্রপাত বা ঝর্ণা হলো এমন একটি স্থান যেখানে নদী বা নদী শাখার জল উচ্চ স্থান থেকে নিচু স্থানে দ্রুতগতিতে পড়ে অথবা পাহাড় সীমান্তের উচু এলাকা থেকে নিচু এলাকায় পতিত হয় । এটি একটি চমৎকার দর্শনোপযোগী দৃশ্য তৈরি করে যা মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করে চলেছে । এমনি বিশ্বের কিছু বিখ্যাত জলপ্রপাত তালিকা নিচে উল্লেখ করছি ।

বিশ্বের কিছু বিখ্যাত জলপ্রপাত তালিকা

  • অ্যাঞ্জেল জলপ্রপাত: অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত। এটি আয়ান-তেপুই পর্বতের চূড়া থেকে ৯৭৯ মিটার (৩,২১২ ফুট) উচ্চতা থেকে নিচে পতিত হয় । এটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত ।
  • তুগেলা জলপ্রপাত: তুগেলা জলপ্রপাত দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের ড্রাকেন্সবার্গ পর্বতমালার রয়্যাল ন্যাটাল ন্যাশনাল পার্কে অবস্থিত। তুগেলা জলপ্রপাতের জল ৯৪৮ মিটার ( ৩,১১০ ফুট) উচ্চতা থেকে পতিত হয়। এটি আফ্রিকার সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত।
  • ট্রেস হারমানাস জলপ্রপাত : এটি পেরুর ওটিশি জাতীয় উদ্যানে অবস্থিত। এখানেই দেখা যাবে ট্রেস হারমানাসের ত্রয়ী নির্গমণ, যা ৯১৪ মিটার (২ হাজার ৯৯৯ ফুট) উপর থেকে নেমে এসেছে। তিনটি স্তরে বিভক্ত জলপ্রপাতটির নামের অর্থ তিন বোন, যেগুলোকে পরম মায়ায় আগলে রেখেছে সবুজ মনটেন বন।
  • লুপেনা জলপ্রপাত : এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। লুপেনা জলপ্রপাতের জল ২,৯৫৩ ফুট উচ্চতা থেকে পতিত হয়।
  • স্টবাক জলপ্রপাত : এটি সুইজারল্যান্ডে অবস্থিত। জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে জার্মান শব্দ "Stube" থেকে, যার অর্থ "ঘর"। স্টবাক জলপ্রপাত ৩০০ মিটার (৯৮২ ফুট) উচ্চতা থেকে পতিত হয়। এটি সুইজারল্যান্ডের সর্বোচ্চ জলপ্রপাত।
  • ভিক্টোরিয়া জলপ্রপাত : ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া ও জিম্বাবুয়ে দেশের সীমান্তে জাম্বেসি নদীতে অবস্থিত। এর উৎপত্তি জাম্বেসি নদী থেকে। ভিক্টোরিয়া জলপ্রপাত ১০৮ মিটার (৩৬০ ফুট) উচ্চতা থেকে পতিত হয়। এটি জলপ্রপাতের প্রস্থের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
  • নায়াগ্রা জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে নায়াগ্রা নদীতে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত হলো বিশ্বের প্রশস্ততম জলপ্রপাত। এটি মূলত তিনটি ঝর্ণার সমষ্টি যা কানাডার ওন্টারিও ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সীমান্তে অবস্থিত। তিনটি অংশ হলো: আমেরিকান ফলস , হর্সশু ফলস ( এবং ব্রাইডাল ভেল ফলস । এর গড় উচ্চতা ১৬৭ ফুট বা ৫২ মিটার । বিশ্বের পর্যটকদের নিকট একটি আকর্ষণীয় জায়গা হিসেবে নায়াগ্রা খুবই পরিচিত।
  • স্ট্যানলি জলপ্রপাত : স্ট্যানলি জলপ্রপাত কঙ্গোতে অবস্থিত। স্ট্যানলি জলপ্রপাত ২০০ ফুট উচ্চতা থেকে পতিত হয় । এটি বর্তমানে বোয়ামা নামে পরিচিত।
  • লিভিংস্টোন জলপ্রপাত : লিভিংস্টোন জলপ্রপাত কঙ্গোতে অবস্থিত। লিভিংস্টোন জলপ্রপাত ১৩১ ফুট উচ্চতা থেকে পতিত হয় ।
  • গুয়ারিয়া জলপ্রপাত : গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল -এ অবস্থিত। গুয়ারিয়া জলপ্রপাত ১৩০ ফুট উচ্চতা থেকে পতিত হয়। পানি পতনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। ।
  • ব্রাউনি জলপ্রপাত : ব্রাউনি জলপ্রপাত নিউজিল্যান্ডে অবস্থিত।
নবীনতর পূর্বতন