পর্বত , পর্বতশৃঙ্গ ও গিরিপথ | Mountains, ridges and passes

পর্বতঃ ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকা জুড়ে সুউচ্চ শিলাস্তুপকে পর্বত বলে। অধিক উচ্চতা ও খাড়া ঢাল এর বিশেষ বৈশিষ্ট্য । পর্বত প্রধানত চার প্রকার।

  1. ভঙ্গিল পর্বত (Fold mountains) : যথা: হিমালয়, আল্পস, ইউরাল, রকি।
  2. চ্যুতি-স্তুপ পর্বত : যথা: জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত।
  3. আগ্নেয় পর্বত (Volcanoes) : যথা: যুক্তরাষ্ট্রের মাউন্ট সেন্ট হেলেনস, জাপানের ফুজিয়ামা।
  4. ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত : যথা: যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত।

বিশ্বের পর্বতমালা

বিশ্বের পর্বতমালা
পর্বতমালা অবস্থান গুরুত্বপূর্ণ শৃঙ্গ
এশিয়া মহাদেশ
হিমালয়
[ বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণী ]
পাকিস্তান, ভারত, নেপাল, তিব্বত (চীন), ভুটান এভারেস্ট, কাঞ্চনজঙ্খা
কারাকোরাম পাকিস্তান, ভারত, চীন গডউইন অস্টিন
হিন্দুকুশ আফগানিস্তান, পাকিস্তান -
ককেশাস
[ এশিয়া-ইউরোপ সীমান্তে অবস্থিত।]
রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া -
ইউরোপ মহাদেশ
আল্পস অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি মাউন্ট এলবুর্জ
কারপেথিয়ান পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ইউক্রেন, রুমানিয়া -
উরাল
[ এশিয়া-ইউরোপ সীমান্তে অবস্থিত।]
রাশিয়া -
উত্তর আমেরিকা মহাদেশ
রকি পর্বতমালা কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো -
দক্ষিণ আমেরিকা মহাদেশ
আন্দিজ
[ বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী ]
কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, অ্যাকাঙ্কাগুয়া চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া অ্যাকাঙ্কাগুয়া
ওশেনিয়া মহাদেশ
গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়া পুঁসাক জায়া
আফ্রিকা মহাদেশ
অ্যাটলাস মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া -

মাউন্ট এভারেস্ট

  • অবস্থান: নেপাল-তিব্বত (চীন)
  • উচ্চতা: ৮৮৪৮ মি. বা ২৯,০৩৫ ফুট
  • বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গের
    নেপালি নাম - সাগরমাতা
    তিব্বতি নাম - চেমোলুংমা
    চীনা নাম - কোকোল্যাংমা
  • প্রথম এভারেস্ট বিজয়ী হলেন নেপালের শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি (২৯ মে, ১৯৫৩)
  • প্রথম এভারেস্ট বিজয়ী নারী জুনকো তাবেই (১৯ মে, ১৯৭৫)
  • প্রথম ভারতীয় হিসেবে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন অবতার সিং।
  • এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম। (২৩ মে, ২০১০)
  • এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার। (১৯ মে, ২০১২)

পর্বতশৃঙ্গ

বিশ্বের পর্বতশৃঙ্গ
পর্বতশৃঙ্গ অবস্থান Key Points
গডউইন অস্টিন পাকিস্তান-চীন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৮৬১১ মিটার ।
কাঞ্চনজঙ্ঘা সিকিম (ভারত) - নেপাল এর উচ্চতা ৮৫৮৬ মিটার ।
ধবলগিরি নেপাল এর উচ্চতা ৮১৬৭ মিটার ।
মাউন্ট এলবুর্জ রাশিয়া ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৫৬৪২ মিটার ।
মাউন্ট ব্লাঙ্ক ফ্রান্স-ইতালি পশ্চিম- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৪৮০৭ মিটার ।
কিলিমাঞ্জারো তানজানিয়া আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৫৮৯৫ মিটার ।
ম্যাককিনলি আলাস্কা, যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৬১৯৪ মিটার ।
অ্যাকঙ্কাগুয়া আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৬৯৬২ মিটার ।
কারস্টেন পিরামিড নিউগুনিয়া (ইন্দোনেশিয়া) ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর অন্য নাম পুঁসাক জায়া । এর উচ্চতা ৪৮৯৭ মিটার ।
কোসিয়াস্কো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ২২২৮ মিটার ।
ফুজিয়ামা জাপান জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ৩৭৭৬ মিটার ।
বেননেভিস যুক্তরাজ্য যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ১৩৪৪ মিটার ।
এডামস পিক শ্রীলঙ্কা হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এর উচ্চতা ২২৪৩ মিটার ।
  • বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা : হিমালয়
  • বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী : আন্দিজ পর্বতমালা
  • মাউন্ট এলবুর্জ অবস্থিত : রাশিয়াতে
  • মাউন্ট ব্ল‍্যাঙ্ক পর্বত শৃঙ্গ অবস্থিত : ফ্রান্স - ইতালি
  • মাউন্ট কিনাবালু কোন দেশের পর্বতমালা : মালয়েশিয়া
  • নাংগা পর্বত অবস্থিত : পাকিস্তান
  • লোটসি, মাকালু, চৌয়ায়ু, ধাত্তলাগিরি : নেপালের পর্বত
  • অলিভ পর্বত : জেরুজালেমে

গিরিপথ

গিরিপথ: পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ্চ পথকে গিরিপথ বলে।

এক নজরে গিরিপথ
গিরিপথের নাম অবস্থান উচ্চতা
আলপিনা কলোরাডো, যুক্তরাষ্ট্র ৪১৩০ মিটার
সেন্টবার্নাড সুইস আল্পস -
শিপকা বুলগেরিয়া -
বোলান পাকিস্তান -
খাইবার পাকিস্তান ও আফগানিস্তান -
নবীনতর পূর্বতন