হ্রদ | lake

হ্রদ: চারিদিকে স্থলবেষ্টিত জলরাশিকে হ্রদ বলে। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিধায় কাস্পিয়ান সাগরকে হ্রদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

এশিয়া মহাদেশের হ্রদ
নাম অবস্থান Key Points
কাস্পিয়ান সাগর আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিমেনিস্তান, ইরান ● বিশ্বের বৃহত্তম হ্রদ।
● এটি লবণাক্ত পানির হ্রদ।
● দৈর্ঘ্য ১১৯৯ কিমি)।
● এটি মূলত ভূ-বেষ্টিত সাগর।
বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়া ● বিশ্বের গভীরতম হ্রদ।
● গভীরতা ১৭৪১ মি.।
আরল হ্রদ/ আরল সাগর উজবেকিস্তান, কাজাখাস্তান
মর্মর সাগর (মৃত সাগর) জর্ডান-ইসরাইল ● অন্য নাম- লবণ সাগর।
● লবণাক্ততার মাত্রা অত্যধিক হওয়ায় এই সমুদ্রে সব দ্রব্য ভেসে থাকে।
মানস সরোবর তিব্বত ● সুপেয় পানির হ্রদ
লপনর হ্রদ চীন
মরু সাগর প্যালেস্টাইন
বলখাস হ্রদ কাজাখাস্তান
উরুমিয়া ও হামুন হ্রদ ইরান
উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ
নাম অবস্থান Key Points
গ্রেট লেকস যুক্তরাষ্ট্র-কানাডা ● যুক্তরাষ্ট্র ও কানাডায় অবাস্থত ৫টি লেককে একত্রে গ্রেট লেকস বলে (সুপিরিয়র, হিউরন, মিসিগান, ইরি, অন্টারিও)
সুপিরিয়র যুক্তরাষ্ট্র-কানাডা ● বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।
গ্রেট স্ল্যাভ কানাডা
গ্রেট বিয়ার কানাডা
আফ্রিকা মহাদেশের হ্রদ
নাম অবস্থান Key Points
ভিক্টোরিয়া তাঞ্জানিয়া-উগান্ডা-কেনিয়া ● আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ।
● পৃথিবীর ৩য় বৃহত্তম হ্রদ।
● লেকটি দেশ দুইটির আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত।
আসাল হ্রদ জিবুতি ● পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।
ভোল্টা ঘানা
ট্যাঙ্গানিকা তানজানিয়া, উগান্ডা, কেনিয়া
মালাবি
রুডলফ
আলবাটা
এডওয়ার্ড
  • বিশ্বের বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর।
  • বিশ্বের গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ।
  • বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ : সুপিরিয়র।
  • বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ :কাস্পিয়ান সাগর।
  • বিশ্বের বৃহত্তম সর্বাধিক নাব্য হ্রদ : টিটিকাকা।
  • হাজার হ্রদের দেশ :ফিনল্যান্ড (৫৫ হাজার)
  • সর্বাধিক লবণাক্ত হ্রদ : লেক আসাল।
নবীনতর পূর্বতন