বন / ফরেস্ট | Forest

  • আমাজন বন : আমাজন বনকে বিশ্বের ফুসফুস বলা হয়। এ বনের ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে, বাকি অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে অবস্থিত। এটি একটি উপক্রান্তীয় ঘন বর্ষন বনাঞ্চল।
  • ব্লাক ফরেষ্ট : জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ব্যান্ডেন-ওরিটেমবার্গে অবস্থিত। এর দক্ষিণ ও পশ্চিমে রাইন উপত্যকা। এ বনের দৈর্ঘ্য ১৬০ কিমি এবং প্রস্থ ৬০ কিমি। এটি পার্বত্য বনাঞ্চল। এখান থেকে দানিয়ুব নদীর উৎপত্তি।
  • টাংগাস ফরেষ্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে অবস্থিত।
  • পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল হলো আমাজন।
  • সাইবেরিয়া রাশিয়াতে তৈগা হল বিশ্বের বৃহত্তম অরণ্য।
  • বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ হল রাশিয়া।
  • ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে নিজ ভূমির প্রায় ৪০ শতাংশ বনভূমি।
  • বিশ্বের জনপ্রিয় বনভূমি দশমিক ৬৪ হেক্টর।
  • পৃথিবীর মোট আয়তনের ৩০ শতাংশ বনভূমি।
  • বিশ্বের শতকরা ৩৭% অঞ্চলে কৃষি কাজ করা হয়।
  • বিশ্বের শস্য উৎপাদন এলাকার পরিমাপ ৬৭৪ মিলিয়ন হেক্টর।
  • আই এফ এ পি এর পূর্ণরূপ— International Federation of agricultural producers (বিশ্বের কৃষকদের সবচেয়ে বৃহৎ কৃষি সংগঠন)
  • আই এফ এ পি ১৯৪৩ সালে মে মাসে ইংল্যান্ডের লন্ডন প্রতিষ্ঠিত হয়।
নবীনতর পূর্বতন