পরমাণু অস্ত্র, জীবাণু অস্ত্র ও রাসায়নিক অস্ত্র চুক্তি

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি [Nuclear Non-Proliferation Treaty) সংক্ষেপে NPT
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়- ১ জুলাই, ১৯৬৮
কার্যকর হয় ৫ মার্চ, ১৯৭০
যে সকল দেশ স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান, ইসরাইল
যে দেশ নিজেকে প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া (২০০৩ সালে)
বিষয়বস্তু পারমাণবিক অস্ত্রের বিস্তার সীমিতকরণ।
সমন্বিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি (CTBT)
Comprehensive Nuclear Test Ban Treaty
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়- ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
কার্যকর হয় এখনও হয়নি।
যে সকল গুরুত্বপূর্ণ দেশ স্বাক্ষর করেনি - ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া
বিষয়বস্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ
জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি | Biological Weapons Convention]
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১০ এপ্রিল, ১৯৭২
কার্যকর হয় ২৬ মার্চ, ১৯৭৫
যে সকল দেশ স্বাক্ষর করেনি ইসরাইল, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, অ্যান্ডোরা, চাঁদ, ইরিত্রিয়া প্রভৃতি
বিষয়বস্তু সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন
রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি [ Chemical Weapons Convention]
খসড়া চূড়ান্ত করা হয় ৩ সেপ্টেম্বর, ১৯৯২
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩
কার্যকর হয় ২৭ এপ্রিল, ১৯৯৭
যে সকল দেশ স্বাক্ষর করেনি অ্যাঙ্গোলা, মিশর, উত্তর কোরিয়া, সোমালিয়া এবং সিরিয়া।
বিষয়বস্তু সব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুদ ও উৎপাদন নিষিদ্ধ করা ও হস্তান্তর নিষিদ্ধকরণ
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি [Mine Ban Treaty]
অন্য নাম অটোয়া চুক্তি (Ottawa Treaty)
স্থান অটোয়া, অন্টারিও, কানাডা
স্বাক্ষরকাল ৩ ডিসেম্বর, ১৯৯৭
কার্যকর হয় ১ মার্চ, ১৯৯৯
যে সকল দেশ স্বাক্ষর করেনি চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরাইল প্রভৃতি।
বিষয়বস্তু স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ
Anti Ballistic Missile Treaty [ABM]
স্বাক্ষরকাল ২৬ মে, ১৯৭২
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ।
১৩ জুন ২০০২ যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ।
Strategic Arms Limitation Talks-1 [SALT-1]
স্বাক্ষরকাল ২৩ নভেম্বর, ১৯৭৪
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
Strategic Arms Limitation Talks-II [SALT-II]
স্বাক্ষরকাল ১৮ জুন, ১৯৭৯
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন (মার্কিন সিনেট এ চুক্তিটি অনুমোদন করেনি)
Strategic Arms Reducion Treaty-1 [START-1]
স্বাক্ষরকাল ৩১ জুলাই, ১৯৯১
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
বিষয়বস্তু কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
Strategic Arms Reduction Treaty-II [START-II]
স্বাক্ষরকাল ৩ জানুয়ারি, ১৯৯৩
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও রাশিয়া
বিষয়বস্তু কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রন্ত চুক্তি
New Strategic Arms Reduction Treaty [New START]
স্বাক্ষরকাল ৮ এপ্রিল, ২০১০: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে
পক্ষসমূহ যুক্তরাষ্ট্র ও রাশিয়া
বিষয়বস্তু কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি চুক্তি অনুযায়ী, দুই দেশ ১,৫৫০ টির বেশি নিউক্লিয়ার ওয়ারহেড মজুত রাখতে পারবে না।
মেয়াদ ১০ বছর [ ৫ ফেব্রুয়ারি, ২০১১ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।]

২৬ জানুয়ারি ২০২১ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি ৫ বছর সম্প্রসারণের বিষয়ে একমত হন। New START-এর মেয়াদ বৃদ্ধির জন্য মার্কিন কংগেসের কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। তবে রাশিয়ার আইনসভা অনুমোদন নিতে হয়। ২৭ জানুয়ারি ২০২১ রাশিয়ার আইনসভা সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের জন্য চুক্তিটি সম্প্রসারণের পক্ষে অনুমোদন দেয়। ২৯ জানুয়ারি ২০২১ ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে ৫ ফেব্রুয়ারি ২০২৬ New START চুক্তির মেয়াদ শেষ হবে।

পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি/ Treaty on the Prohibition of Nuclear Weapon
অপর নাম Nuclear Weapon Ban Treaty
স্বাক্ষরকাল ০৭ জুলাই, ২০১৭ (বাংলাদেশ স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর , ২০১৭)
পক্ষসমূহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
ICAN পারমাণবিক নিরস্ত্রীকরণে কাজ করছে (২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছে)।
ইরান পারমানবিক চুক্তি
[ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি]
Joint Comprehensive Plan of Action (JCPOA) চুক্তি স্বাক্ষর হয় ১৪ জুলাই ২০১৫ সালে
স্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
ইরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় ছয়টি দেশের মধ্যে
যারা স্বাক্ষর করেছিলেন ইরান, P5+ ১ বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি।

চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে এসেছিল এবং এর বিনিময়ে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে, সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ১৯ সেপ্টেম্বর, ২০২০ সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পূর্নবহালের ঘোষণা দেন।

নবীনতর পূর্বতন