বাংলাদেশের ভূ-উপগ্রহ

আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যম হিসাবে যে কেন্দ্র ব্যবহার করা হয়, তাই ভূ-উপগ্রহ কেন্দ্র। বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর), মহাখালি , সিলেট । বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া, রাঙামাটি।

এক নজরে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র

  • সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র (বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র) : এটি রাঙামাটি জেলায় অবস্থিত । ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় । এটি বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ- কেন্দ্র ।
  • সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র (তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্র) : এটি গাজীপুর জেলায় অবস্থিত । ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় ।
  • মহাখালী উপগ্রহ ভূ-কেন্দ্র : এটি ঢাকা জেলায় অবস্থিত । ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় । যোগাযোগ ছাড়াও এটি আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জের কাজে ব্যবহৃত হয়।
  • সিলেট উপগ্রহ ভূ-কেন্দ্র : এটি সিলেট জেলায় অবস্থিত । ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । এটি বাংলাদেশের সর্বশেষ উপগ্রহ ভূ- কেন্দ্র
নবীনতর পূর্বতন