হৃৎপিণ্ডের গঠন | Structure of heart

হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। হৃৎপিণ্ড-প্রাচীরে থাকে তিনটি স্তর, বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম।

 হৃৎপিণ্ডের গঠন

বহিঃস্তর (Epicardium): এটি মূলত যোজক কলা নিয়ে গঠিত। এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত।

মধ্যস্তর (Myocardium): এটি বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে এ স্তর গঠিত।

অন্তঃস্তর (Endocardium): এটি সবচেয়ে ভিতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত। এই স্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভিতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের প্রকোষ্ঠ দুটি নিচের দুটির চেয়ে আকারে ছোট। উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ (right & left atrium) বলে এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম নিলয় (right & left ventricle) বলে। অলিন্দ দুটির প্রাচীর তুলনামূলকভাবে পাতলা, আর নিলয়ের প্রাচীর পুরু। অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্তঃঅলিন্দ পর্দা এবং আন্তঃনিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকে।

হৃৎপিন্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে, তা খোলা বা বন্ধ করার জন্য ভালভ (valve) বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ তিন পাল্লাবিশিষ্ট ট্রাইকাসপিড ভালভ দিয়ে সুরক্ষিত। একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় দুই পাল্লাবিশিষ্ট বাইকাসপিড ভালভ (মাইট্রাল ভালভ নামেও পরিচিত) দিয়ে সুরক্ষিত থাকে। মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। এদের অকস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্তও উল্টো দিকে ফিরে আসতে পারে না।

  • কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে: ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি।
  • মানুষের হৃদপিন্ডের ওজন: ৩০০ গ্রাম।
  • পেরিকার্ডিয়াম : হৃদপিন্ড দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লী দ্বারা আবৃত; একে পেরিকার্ডিয়াম বলে।
  • ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি: তিনটি। যথাঃ দুটি অলিন্দ (ডান ও বাম অলিন্দ) এবং একটি নিলয়।
  • কুমিরের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট: ৪।
  • আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট: ১৩।

হৃদপেশী: এর অবস্থান শুধুমাত্র হৃদপিন্ডের প্রাচীরে। এটি অনৈচ্ছিক পেশী। হৃদপেশীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য - এতে ইন্টারক্যালেটেড ডিক্স থাকে।

  • হৃদপিন্ডে রক্ত সরবরাহ করে কোন ধমনী - করোনারী ধমনী (Coronary artery)।
  • হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় আর্টারি বা ধমনি।
  • হৃদচক্র : হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে হৃদপিন্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে, তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে।
  • একটি হৃদচক্রের গড় স্থিতিকাল: ০.৮ সেকেন্ড।
  • সিস্টোল: হৃদপিন্ডের সংকোচন।
  • সিস্টোলিক চাপ: হৃদপিন্ডের সংকোচন চাপ।
  • ডায়াস্টোল: হৃদপিন্ডের প্রসারণ।
  • ডায়াস্টোলিক চাপ : হৃদপিন্ডের প্রসারণজনিত চাপ।
  • হার্ট সাউন্ড কত ধরনের : চার ধরনের।

হৃদপিন্ডের জন্মগত ত্রুটি কোনটি: Ventricular Septal Defect (VSD) হার্টের একটি জন্মগত ত্রুটি। মূলত হৃৎপিন্ডের অভ্যন্তরে নিচের অংশে সৃষ্ট একটি hole (গর্তে) যা বাম পাশ থেকে ডান পাশে রক্ত প্রবাহিত হতে সাহায্য করে এ ত্রুটির উৎস।

নবীনতর পূর্বতন