Voice Change বা বাচ্য পরিবর্তন | এ টু জেড

Voice বা বাচ্য ইংরেজী গ্রামারের অন্যতম প্রধান এক বিষয় । মূলত এই অধ্যায়ে Voice বা বাচ্য কি এবং কিভাবে Active Voice থেকে Passive Voice এ রুপান্তর করা যায় তাই আলোচনা করা হয় । আজকের আলোচনাটি ও মূলত Voice Change বা বাচ্য পরিবর্তন নিয়েই । সবগুলো রুলস আমরা এখানে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি । আশা করছি এই টিউটরিয়ালটি মনোযোগ দিয়ে পড়লে এই Voice Change নিয়ে আপনার আর কোন সমস্যা থাকবে না । চলুন তাহলে শুরু করা যাক ।

 Voice Change বা বাচ্য পরিবর্তন

What is Voice ?

নিচের বাক্য দুটি পড়
I eat a mango ( আমি একটি আম খাই )।
A mongo is eaten by me ( আমার দ্বারা একটি আম খাওয়া হয়। )
১ম বাক্যে Subject হল I
২য় বাক্যে Subject হল A mango
১ম বাক্যে Object হল a mango
২য় বাক্যে Object হল me (I এর objective case)
১ম বাক্যে Verb "eat" হল সক্রিয় (কর্তা নিজেই করছে)
২য় বাক্যে Verb "is eaten" হল নিষ্ক্রিয় (কর্তার উপর চাপানো হচ্ছে)
এবার বুঝেছ বাক্য দুটির গঠনগত পার্থক্য? কিন্তু এদের উভয়ের বক্তব্য একই। প্রধান ব্যাপার হল verb. ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে “খাওয়া হয়”— সরাসরি বলা হচ্ছে না, একটু যেন নিষ্ক্রিয়ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। ১ম verb টি (eat— খাই) দেখলেই যে কর্তার (I) প্রভাব চোখে/কানে এসে লাগে, ২য় বাক্যের verb (is eaten - খাওয়া হয়)-টি দেখলে তার কর্তার কথা মনে পড়ে না। verb এর এই দ্বিবিধ (দুই প্রকার) রূপকে বলে Voice.
তাহলে বলা যায়, verb এর যে রূপ (form) তার subject সক্রিয় (active) না নিষ্ক্রিয় (passive) তা নির্দেশ করে তাকে Voice বা-বাচ্য বলে ।
(Voice is the form of the verb in the sentence that shows whether the subject acts or is acted upon.)

Types Of Voice :
উপরের আলোচনা থেকেই স্পষ্ট বুঝা যায় যে vcice দুই প্রকার :
(1) Active Voice (কর্তৃবাচ্য)
(2) Passive Voice (কর্মবাচ্য)
(1) Active Voice : যে voice দ্বারা বা verb এর যে রূপ-দ্বারা subject নিজে কাজ সম্পন্ন করে এরূপ বুঝায় তাকে active voice বলে। আমাদের আগের উদাহরণে-
I eat a mango হল Active voice.
(2) Passive voice : অপরপক্ষে, sentence এর subject যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরোপ করা হয়, তখন verb-এর passive voice হয়। আমাদের প্রথম উদাহরণে-
A mango is eaten by me.
বাক্যটির verb এর voice হল passive voice.

Active voice কে passive voice-এ রূপান্তর

আমরা এখানে একটি চমৎকার পদ্ধতিতে active voice কে কিভাবে passive voice- এ (কিংবা passive কে active-এ) রূপান্তরিত করতে হয় তা শিখব। পদ্ধতিটিকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে যেন ছাত্র / ছাত্রীরা কারো সাহায্য ছাড়াই নিজেরা active voice কে passive voice-এ রূপান্তরিত করতে পারে ।
আগের উদাহরণটি এখানে নেয়া যাক :
Active : I eat a mango.
Passive : A mango is eaten by me.
স্পষ্টই বোঝা যাচ্ছে যে active-এর subject পরিণত হয়েছে passive- এর object-এ (I → me); active এর object (a mango) পরিণত হয়েছে passive-এর subject-এ। এবার verb এর দিকে লক্ষ্য কর : Active এর verb (eat) গিয়ে passive-এ be + V(p.p.)- রূপ আকার ধারণ করেছে; অর্থাৎ is (be) + eaten (Vp.p.) বা is eaten.
তাহলে এবার সকল tense এর জন্য একটি সাধারণ পদ্ধতি শিখব, পরে পদ্ধতিটি সামান্য রদবদল করে বিভিন্ন tense-এ প্রয়োগ করব ।
প্রথমে আমরা Assertive Sentence এর জন্য এই সাধারণ নিয়মাবলী প্রয়োগ করব এবং ধীরে ধীরে সকল tense এর জন্য অন্যান্য Auxiliary Verb বসানো অনুশীলন করব ।

Voice Change of Assertive Sentence

Active থেকে Passive করার সাধারণ নিয়মাবলী :
Rule-1:
(i) Object কে সবার প্রথমে Subject হিসাবে বসাতে হবে। যদি Object এর সাথে Of / Under / Below/Above ইত্যাদি থাকে তবে এগুলো সহ পুরো Phrase টুকু Object এর সাথে Subject হিসাবে সবার প্রথমে বসবে।
(ii) Tense অনুসারে সাহায্যকারী Verb বসবে। (নিচের ছক অনুযায়ী বিভিন্ন Tense এ বিভিন্ন সাহায্যকারী Verb বসবে।)

Tense Auxiliary Verb
Present Indefinite Am, is, are
Present Continuous Am, is, are + Being
Present Perfect have been / hase been
Present Perfect-Continuous Am, is, are + Being
Past Indefinite was, were
Past Continuous was, were + Being
Past Perfect had been
Past Perfect-Continuous was, were + Being
Future Indefinite shall be / will be
Future Continuous shall be / will be + Being
Future Perfect shall have been / will have been
Future Perfect-Continuous shall be / will be + Being
(iii) মূল Verb এর Past Participle Form বসবে।
(iv) By বসবে ।
কিন্তু Known এর পর To বসবে।
Filled এর পর With বসবে ।
Seized এর পর With বসবে ।
Covered এর পর With বসবে ।
Annoyed এর পর মানুষ থাকলে with বসবে।
Annoyed এর পর বস্তু/প্রাণী থাকলে at বসবে ।
Pleased এর পর মানুষ থাকলে with বসবে ।
Pleased এর পর বস্তু/প্রাণী থাকলে at বসবে ।
Surprised এর পর মানুষ থাকলে with বসবে ।
Surprised এর পর বস্তু/প্রাণী থাকলে at বসবে ।
Worried এর পর about বসবে ।
Embodied এর পর in বসবে ।
Shocked এর পর মানুষ থাকলে with বসবে।
Shocked এর পর বস্তু/প্রাণী থাকলে at বসবে ।
Contained এর পর in বসবে।
(v) Subject এর Objective Form বসবে।
(vi) যদি বিভিন্ন শব্দ / Phrase থাকে, তবে তাদেরকে By এর পূর্বে বসানো উত্তম। By এর পরে না বসানোই ভালো।
Examples:
1. Some children were helping the wounded man.
এই বাক্যটিকে আমরা উপরের পদ্ধতি অনুসারে Passive Voice এ রুপান্তর করব । উপরের নিয়মে প্রথমে থেকে কি কি দরকার তা আমরা একটি তালিকা করি :
1. Object টির Subject . ( এখানে Object হল the wounded man তার Subjective রুপও হবে the wounded man. )
2. Tense অনুসারে সাহায্যকারী Verb. ( এখানে এই বাক্যটি Past Continuous Tense তাই এর সাথে সাহায্যকারী Verb বসবে was + Being )
3. মূল Verb এর Past Participle. ( এখানে মূল Verb হল help. এর Past Participle রুপ হল helped. )
4. By . ( এখানে By বসবে )
5. Subject টির Object . ( এখানে Subject হল Some children তার Objective রুপও হবে Some children . )
এখন উপরের শব্দগুলোকে পরপর সাজিয়ে পাই ,
The wounded man was being helped by some children .
আরো উদাহরণ :
2. I know him.
Passive: He is known to me.
3. He took me there.
Passive: I was taken there by him.
4. Fortune favours the brave.
Passive: The brave are favoured by fortune.
5. His behaviour worried us.
Passive: We were worried about his behaviour.
6. His conduct annoyed me.
Passive: I was annoyed at his conduct.
7. My teacher embodied all the good qualities.
Passive: All the good qualities were embodied in my teacher.
8. His words shocked me much.
Passive: I was shocked much at his words.

এখানে লক্ষ্য কর By ছাড়াও কিন্তু অন্য প্রিপজিশন এখানে ব্যবহৃত হয়েছে এবং কেন ব্যবহৃত হয়ে তা উপরের নিয়মের সাথে উল্লেখ করা হয়েছে ।

Rule-2: Active Voice এ Modal Auxiliary থাকলে Passive করার জন্য Rule-1 এর নিয়মই প্রযোজ্য । তবে একটু পার্থক্য আছে । পার্থক্যটা হল সাহায্যকারী Verb এর ক্ষেত্রে । Rule-1 এ Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসত । কিন্তু এখানে Tense অনুযায়ী সাহায্যকারী Verb পরিবর্তে উক্ত Modal Auxiliary Verb ই বসবে এবং Modal Auxiliary Verb এর সাথে be বসবে । গঠনটা হবে এরকম:
1. Object টির Subject .
2. Modal Auxiliary Verb + be
3. মূল Verb এর Past Participle.
4. By ( প্রয়োজন অনুসারে অন্য যে কোন preposition বসতে পারে )
5. Subject টির Object .

Examples:
1. I may help you .
Passive : You may be helped by me .
2. I can do it .
Passive : It can be done by me .
3. You must eat the mango.
Passive : The mango must be eaten by you.
4. We ought to respect our teachers.
Passive : Our teachers ought to be respected by us.
5. I have to do it.
Passive: It has to be done by me.
6. You are to colour the picture.
Passive : The picture is to be coloured by you.
7. I am going to open a shop .
Passive: A shop is going to be opened by me.

Rule-3: যদি Active এ দুটো Object থাকে, তবে মানুষ জাতীয় Indirect Object কে সবার প্রথমে Subject হিসাবে নিতে হবে এবং বস্তু / প্রাণী জাতীয় Direct Object কে by এর পূর্বে বসাতে হবে।
Examples:
1. They elected him captain.
Passive: He was elected captain by them.
2. He gave me a flower.
Passive : I was given a flower by him.

Rule-4 ( Passive voice of cognate verb ) :
Cognate object যুক্ত Active voice কে Passive voice এ রুপান্তরের নিয়ম :

1. Cognate object টি subject হিসেবে শুরুতে বসে +
2. tense অনুযায়ী auxiliary verb বসে +
3. মূল verb এর past participle বসে +
4. by বসে +
5. subject এর objective form বসে ।

Examples:
1. Active : He ran a race.
Passive : A race was run by him.
2. Active : He slept a sound sleep.
Passive : A sound sleep was slept by him.
3. Active : Khalek caught a nice catch.
Passive : A nice catch was caught by Khalek.
4. Active : We have fought a good fight.
Passive : A good fight has been fought by us.
5. Active : She dreamt a dream.
Passive : A dream was dreamt by her.

Note: কখনও কখনও Intransitive verb এর পরে verb এর সমার্থক word/ words object হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের object কে cognate object বলে।

Rule-5 ( Passive voice of Present Participle ) : Subject + verb + object + Present participle যুক্ত Active voice কে Passive voice এ রুপান্তরের নিয়ম :
i) object টির subjective form +
ii) tense এবং person অনুযায়ী auxiliary verb +
iii) মূল verb এর past participle বসে +
iv) present participle +
v) by +
vi) subject টির object form বসে ।
Examples:
1. Active : I saw him going to market.
Passive : He was seen going to market by me.
2. Active : I saw her reading a book.
Passive : She was seen reading a book by me.
3. Active : They saw me digging earth.
Passive : I was seen digging earth by them.

Rule-6: যদি Active এ Bare -Infinitive ( Infinitive উহ্য ) থাকে তবে Passive করতে উক্ত Bare-Infinitive এর পূর্বে To বসাতে হবে। (যদি উক্ত Sentence এ ১ম Verb = Let থাকে তবে Passive করলেও Bare-Infinitive এর পূর্বে To বসবে না। )
1. Active : He made me understand the matter.
Passive: I was made to understand the matter by him.
2. Active : He heard the baby cry for its food.
Passive: The baby was heard to cry for its food by him.
3. Active : I let him go away.
Passive : He is/was let go away by me.

Rule-7: যদি Active এর Object = Infinitive Phrase থাকে তবে Passive করতে Transitive Verb এর পর Infinitive Phrase এর Object বসবে এবং তারপর Infinitive কে Passive করতে হবে। (এছাড়া Infinitive Phrase কে Subject আকারে সবার প্রথমে এনেও কাজ করা যায়।)
Example:
1. Active : He decided to leave the job.
Passive: He decided the job to be left.
Or, Passive: To leave the job was decided by him.
2. Active : He wanted to draw a picture .
Passive: He wanted a picture to be drawn.
Or, Passive: To draw a picture was wanted by him.

Rule-8: যদি Complex Sentence এর Object = Noun Clause থাকে, তবে তাকে Subject হিসেবে সবার প্রথমে এনে Passive করা যায় । (এক্ষেত্রে Noun Clause এর পূর্বেও Passive করে নেয়া যায়।)
Example:
1. Active : I know that he did not work.
Passive: That he did not work is known to me.
Or, Passive : It is known to me that he did not work.

Rule-9: যদি Active এর Structure: Subject + Linking Verb + Adjective থাকে তবে Linking Verb এর Passive করতে হবে । ( তবে Subject + Be-verb + Adjective + when + it + Verb এর Passive form ও করা যায়।)
linking verb Examples:
1. Active : Honey tastes sweet.
Passive: Honey is tasted sweet.
Or, Passive : Honey sweet when it is tasted.
2. Active : The bed felt hard. (Passive)
Passive : The bed was felt hard.
Or, Passive : The bed was hard when it was felt.
3. Active : Milk turns sour. (Passive)
Passive : Milk is turned sour.
Or, Passive : Milk is sour when it is turned.

Rule-10: যদি Active Sentence এর Structure : Subject + Verb + Reflexive Pronoun থাকে তবে Passive করতে কেবলমাত্র Verb এর Passive করতে হবে এবং by + Reflexive Pronoun বসবে। গঠনটা হবে এরকম:
প্রদত্ত Active Voice এর Subject টি অপরিবর্তিত অবস্থায় বসে + Tense & Subject অনুযায়ী সাহায্যকারী Verb + মূল Verb এর Past Participle. + By + প্রদত্ত Reflexive object .
Examples:
1. Active : Mina killed herself.
Passive: Mina was killed by herself.
2. Active : They thanked therselves.
Passive: They were thanked by themselves.
3. Active : Rishana praised herself.
Passive: Rishana was praised by herself.

Rule-11 ( Passive voice of quasi-passive verb ) : Quasi-Passive verb যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের সময় নিচের যে কোন একটি নিয়ম অনুসরণ করতে হয়:
প্রথম নিয়ম:
i) Active voice এর subject টিই Passive voice এর subject হিসেবে বসে +
ii) tense অনুযায়ী auxiliary verb বসে +
iii) adjective বসে +
iv) when বসে +
v) প্রথম subject অনুযায়ী it/they বসে +
vi) আবারও tense অনুযায়ী auxiliary verb বসে +
vii) মূল verb এর Past participle টি বসে

দ্বিতীয় নিয়ম:
i) Active voice এর subject টিই Passive voice এর subject বসে +
ii) tense auxiliary verb +
iii) মূল verb এর past participle বসে +
iv) প্রদত্ত adjective টি বসে

1. Active : Honey tastes sweet.
Passive : Honey is sweet when it is tasted.
or, Honey is tasted sweet.
2. Active : His book reads well.
Passive : This book affrets reader well when it is read.
or, This book is read well.
3. Active : Rice sells cheap.
Passive : Rice is cheap when it is sold.
or, Rice is sold cheap.
4. Active : The bed feels soft.
Passive : The bed is soft when it is felt.
or, The bed is felt soft.
5. Active : The rose smells sweet.
Passive : The rose is sweet when it is smelt.
or, The rose is smelt sweet.

Rule-12: Complement বিহীন Quasi-Passive verb যুক্ত Active voice কে Passive voice এ পরিবর্তন করার নিয়মঃ
i) Active voice এর subject টি অপরিবর্তিত অবস্থায় শুরুতেই বসে +
ii) Verb 'to be' +
iii) মূল verb এর past participle বসে ।

Examples:
1. Active : The book is printing.
Passive : The book is being printed.
2. Active : The house is building.
Passive : The house is being built.
3. Active : The cow is milking.
Passive : The cow is being milked.
4. Active : The flowers are smiling.
Passive : The flowers are being smiled.

Voice Change of Imperative Sentence

Rule-1 : Imperative বাক্যটি যদি মূল Verb দ্বারা শুরু হয় তাহলে Passive বাক্যের গঠনটি হবে নিম্নরূপ:
Let + Sub. (Active বাক্যের Object) + be + Main Verb- এর Past participle form + বাক্যের বাকি শব্দ (যদি থাকে)।
Note: Imperative বাক্যে Subject হিসেবে You উহ্য থাকে। তাই Passive বাক্যের শেষে Preposition + you বসে Adverb (now, there, here, always, quickly) Passive বাক্যের শেষে বসে।
1. Active : Do it .
Passive : Let it be done.
2. Active : Open the window .
Passive : Let the window be opened.
3. Active : Open the door .
Passive : Let the door be opened.
4. Active : Give the order .
Passive : Let the order be given.
5. Active : Shut the door .
Passive : Let the door be shut.
6. Active : Help your friend .
Passive : Let your friend be helped by you .
7. Active : Attened the class at once .
Passive : Let the class be attend at once .
8. Active : Pay the bill today .
Passive : Let the bill be paid today.
9. Active : Take care of your health .
Passive : Let your health be taken care of.
10. Active : Solve this problem .
Passive : Let the problem be solved by you.
11. Active : Stop laughing .
Passive : Let the laughing be stopped.

Rule - 2 : Do not/Don't দ্বারা শুরু হওয়া negative - imperative বাক্যকে নিম্নের গঠনের দ্বারা Passive করা যায়।
Let + not + Sub. (Active বাক্যের Object ) + be + Main Verb- এর P.P. form + বাক্যের বাকি শব্দ (যদি থাকে ) ।
1. Active : Don't open the door .
Passive : Let not the door be opened.
2. Active : Do not shut the door .
Passive : Let not the door be shut.
3. Active : Don't help him .
Passive : Let not he be helped .
4. Active : Don't Pay the bill .
Passive : Let not the bill be paid.
5. Active : Don't Tell him .
Passive : Let not he be told .

Rule- 3 : Let দ্বারা শুরু হওয়া Active বাক্যকে Passive করার গঠনটি নিম্নরূপ:
Let + Subject (Active বাক্যের object) + be + Main Verb-এর P.P. form + বাকি শব্দ ( যদি থাকে ) + by/with (Prep.) + Obj. (Active বাক্যের Subect).
1. Active : Let me do the sum.
Passive : Let the sum be done by me.
2. Active : Let us write a letter.
Passive : Let a letter be written by us.
3. Active : Let her sing a song.
Passive : Let a song be sung by her.
4. Active : Let me write a letter.
Passive : Let a letter be written by me.
5. Active : Let us go, you and I.
Passive : Let you and I be gone.
6. Active : Let her not kill the bird.
Passive : Let not the bird be killed by her.

Rule- 4 : Never দ্বারা শুরু হওয়া Active বাক্যের Passive- এর গঠন নিম্নরূপ : Let + not + Sub. (Active বাক্যের object ) + ever + be + Main Verb- এর P. P. form + বাকি শব্দ (যদি থাকে)।
অথবা, Let + never + Sub. (Active বাক্যের object ) + be + Main Verb- এর P. P. form + বাকি শব্দ (যদি থাকে)
1. Active : Never tell a lie.
Passive : Let a lie never be told.
or , Let not a lie ever be told .
2. Active : Never do it.
Passive : Let it not ever be done.
Or, Let it never be done.

Rule- 5 : Subjet (You) উহ্য থাকা imperative বাক্যে Please / Kindly থাকলে এর পরিবর্তে Passive বাক্যে 'You are requested to' বসে। এর পর Active বাক্যের মূল Verb- সহ বাকি Ask যুক্ত হয়। Negative বাক্যের Do বাদ যায় এবং to এর আগে not/never বসে ।
1. Active : Please help the poor boy.
Passive : You are requested to help the poor boy.
2. Active : Please, don't / never drink wine.
Passive : You are requested not/never to drink wine.
3. Active : 'Please, keep quiet'.
Passive : You are requested to keep quiet.

Rule- 6 : Active বাক্যে Intransitive Verb (অকর্মক ক্রিয়া থাকলে সেক্ষেত্রে বাক্যের অর্থের উপর ভিত্তি করে 'You are requested told to' লিখে Passive করা যায়। তাছাড়া কোন ক্ষেত্রে 'should + be'- এর দ্বারাও অন্যভাবে Passive করা যেতে পারে।
1. Active : Listen to me.
Passive : You are told to listen to me.
2. Active : Hear me.
Passive : You are told to hear me.

Voice Change of Interrogative sentence

Rule- 1 : Interrogative am, is, are, have, has, was, were had, shall, will, can, may প্রভৃতি auxiliary verb দ্বারা শুরু হলে passive বাক্যের প্রথমে উক্ত verb—ই বসে। তবে subject অনুসারে auxiliary verb পরিবর্তন হতে পারে।

Rule- 2 : প্রথমে উপরোল্লিখিত auxiliary verb (কর্তানুসারে) + Subject (Active বাক্যের Obj. -এর Subjective form) +Tense অনুযায়ী বাকি Auxiliary (যদি থাকে) + মূল verb -এর past Participle form + বাক্যের বাকি শব্দ (যদি থাকে) + by/to/at/with/in +Object (Active Subject 4 Objective form)+?
N.B: tense-এর একাধিক Auxiliary verb থাকতে পারে। সেক্ষেত্রে ১ম Auxiliary verb-টি subject-এর আগে বসে এবং বাকিটি / বাকিগুলো Sub. এর পরে বসে।

1. Active : Does he read books?
Passive : Are books read by him?
2. Active : Can any man love a boy who is dishonest?
Passive : Can a boy who is dishonest be loved by any man?
3. Active : Is he eating fruit?
Passive : Is fruit being eaten by him?
4. Active : Was he writing a letter?
Passive : Was a letter being written by him?
5. Active : Have you taken your breakfast?
Passive : Has your breakfast been taken by you?
6. Active : Does he speak English well?
Passive : Is English spoke well by him?
7. Active : Has Moni finished her work?
Passive : Has her work been finished by Moni?
8. Active : Will he help you?
Passive : Will you be helped by him?

Rule- 3 : Interrogative বাক্যের শুরুতে Do / Does থাকলে Passive বাক্যের প্রথমে কর্তানুসারে am/is/are বসে। Did থাকলে বাক্যের প্রথমে কর্তানুসারে was / were বসে। Interrogative বাক্যের শুরুতে Do/Does থাকলে Passive বাক্যের প্রথমে কর্তানুসারে am/is/are বসে। Did থাকলে বাক্যের প্রথমে কর্তানুসারে was/were বসে ।

1. Active : Did the boy catch the bird?
Passive : Was the bird caught by the boy ?
2. Active : Did you eat mango?
Passive : Was the mango eaten by you?

Rule- 4 : • Interrogative বাক্যের শুরুতে Whom থাকলে এর পরিবর্তে Passive বাক্যের শুরুতে Who বসে।
• প্রথমে Who (Whom এর পরিবর্তে ) +Verb 'to be' (tense অনুসারে )+বাক্যের মূল Verb এর Past Participle form +বাক্যের বাকি শব্দ (যদি থাকে) + by + Object (Active Voice - এর Subject - এর Objective form)

1. Active : Whom did you meet yesterday?
Passive : Who was met yesterday by you?
2. Active : Whom does he love?
Passive : Who is loved by him?
3. Active : Whom was she talking to?
Passive : Who was being talked to by her?

Rule- 5 : • Interrogative বাক্যের শুরুতে who থাকলে এর পরিবর্তে ঐ স্থানে Passive বাক্যের প্রথমে By Whom বসে।
• By Whom (who -এর পরিবর্তে) + Verb 'to be' (tense & Sub. অনুসারে ) + Subjective (Acive বাক্যের Object -টির Subjective form) + tense অনুসারে Verb 'to be' –এর বাকি Ask (যদি থাকে) + মূল Verb এর Past participle form +বাকি শব্দ (যদি থাকে)

1. Active : Who paint it ?
Passive : By whom it is painted?
2. Active : Who is doing the work ?
Passive : By whom is the work being done?
3. Active : Who has done the work ?
Passive : By whom has the work been done?
4. Active : Who did this ?
Passive : By whom was this done?
5. Active : Who taught you English?
Passive : By whom were you taught English?
6. Active : Who taught you French?
Passive : By whom were you taught French?
7. Active : Who is calling me?
Passive : By whom am I being called?
8. Active : Who gave you this pen?
Passive : By whom were you given this pen?
9. Active : Who opened the door?
Passive : By whom was the door opened?
10. Active : Who broke the pencil?
Passive : By whom was the pencil broken?
11. Active : Who killed the man?
Passive : By whom was the man killed?
12. Active : Whom did they accuse?
Passive : Who was accused by them?
13. Active : Who will do the work?
Passive : Who was accused by them?

N.B : Active বাক্যে Who knows/knew ইত্যাদি থাকলে Passive বাক্যটি To whom দ্বারা শুরু হয় ।

14. Active : Who knows the ways of nature?
Passive : To whom are the ways of nature known?

Rule- 6 : Interrogative বাক্যের শুরুতে What / How much / how many/ which + Noun / Pronoun থাকলে H শব্দই Passive বাক্যের প্রথমে বসে।
বাক্যের শুরুতে What/Which + Noun বা Pronoun/ How much +Verb 'to be' (tense অনুসারে) + মূল Verb -এর Past Participle form + বাকি শব্দ (যদি from) + by (Preposition) + Object (Active বাক্যের Sub. এর Objective form )

1. Active : What dose he want?
Passive : What is wanted by him?
2. Active : What did the pay you for doing the job?
Passive : What were you paid for doing the job?
3. Active : What are you doing here?
Passive : What is being done here by you?
4. Active : How much did it cost?
Passive : How much was cost by it?
5. Active : How much did Jim earn a week?
Passive : How much was earned a week by Jim?
6. Active : How many books does he need?
Passive : How many books are needed by him?
7. Active : What is he want here?
Passive : What is wanted here by him?
8. Active : Which book do need?
Passive : Which book is needed by you?

Rule- 7 : Interrogative বাক্যের শুরুতে Why, When, How, Where, How long ইত্যাদি Interrogative adverb থাকলে ঐ শব্দই Passive voice এর প্রথমে বসে ।
বাক্যের শুরুতে Why, When, How, where, How long ইত্যাদি + Verb 'to be' (Tense & Subject অনুসারে )+ Subject ( বাক্যের Object- এর Subjective form) + Verb 'to be' - এর বাকি Ask (যদি থাকে) + মূল Verb -এর Past - Participle form + বাকি শব্দ ( যদি থাকে ) + Preposition (by) + Object (Active বাক্যের Sub.-এর Objective form)

1. Active : When will buy the book?
Passive : When will the book be bought by you?
2. Active : Why did he punish the boy?
Passive : Why was the boy punished by him?
3. Active : How have you got it?
Passive : How has it been got by you?
4. Active : How long will the man be helping her?
Passive : How long will she be being helped by the man?
5. Active : Why do they make a noise?
Passive : Why is a noise made?

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Voice change mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২২৯)

১. Chapal has made tea. Make it passive voice. [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৪ ]

উত্তর: (গ) Tea has been made by Chapal

২. 'This picture was painted by Zainul Abedin'. Which of the following sentence is correct active voice ? [ তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণের সহকারী পরিচালক : ২০০১ ]

উত্তর: (ঘ) Zainul Abedin painted this picture

৩. Choose the right passive form of "They made him tell them everything." [ মেডিক্যাল ভর্তি পরীক্ষা – 2021 ]

উত্তর: (ঘ) He was made by them to tell them everything.

৪. Change the voice: 'Nobody trusts a traitor.' [ ৪৩তম বিসিএস ]

উত্তর: (গ) A traitor is not trusted by anybody.

৫. Find out the correct passive from of the sentence 'Who taught you French?' [ ৪১তম বিসিএস / মেডিক্যাল ভর্তি পরীক্ষা – 2021 ]

উত্তর: (ঘ) By whom were you taught French?

৬. Change the voice : 'Who is calling me?' [ ৪০তম বিসিএস/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১/ বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) -২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১/১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৯ ]

উত্তর: (গ) By whom am I being called?

৭. Help your friend. বাক্যেটির Passive form হবে -----? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (ঘ) Let your friend be helped by you

৮. What is the passive form of the sentence 'He annoyed me' ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ঘ) I was annoyed with him

৯. 'Whom did they accuse? ' Choose the right passive voice --- [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) Who was accused by them?

১০. What is the correct passive form of the sentence: ' Shirley paid the bill '? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) The bill was paid by Shirley

১১. Identify the correct passive form of the sentence below: 'Do you know them?' [ ৩৯তম বিসিএস/কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১ ]

উত্তর: (ঘ) Are they known to you?

১২. He is beating the thief . বাক্যটির Passive form হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কপোতাক্ষ) : ২০১০ ]

উত্তর: (ঘ) The thief is being beaten by him

১৩. The old sailor saw a ship coming towards them . [ ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ১৯৯৮-১৯৯৯ ]

উত্তর: (খ) A ship was seen coming towards them by the old sailor

১৪. Which one is the passive form of the sentence. "Keep your word" ? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ২০১০ ]

উত্তর: (গ) Your word should be kept

১৫. The correct passive form of the sentence " they laugh at us " is ----? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ২০১০ ]

উত্তর: (ঘ) we are laughed at by them

১৬. Identify the right passive voice of 'It is impossible to do this'. [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (খ) This is impossible to be done

১৭. You will be helped by me, বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্ম) : ২০০৯ ]

উত্তর: (গ) I shall help you

১৮. 'He taught me to read Arabic'. বাক্যটির Passive form হবে ----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সুরমা) : ২০১২ ]

উত্তর: (ক) I was taught by him to read Arabic

১৯. He teaches us English. The passive form will be ----? [ বাংলাদেশ রেলওয়ের খালাসী : ২২ ]

উত্তর: (খ) English is taught us by him

২০. Cats kill mice. Make the passive voice. [ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় F ইউনিট ]

উত্তর: (খ) Mice are killed by cats

২১. "Who planted this tree here"? The correct passive voice of this sentence is - [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (ক) By whom was the tree was planted here?

২২. 'He is thought to be a teacher' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শিউলী) : ২০০৯ ]

উত্তর: (খ) We think him to be a teacher

২৩. Choose the correct sentence. [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শিউলী) : ২০০৯ ]

উত্তর: (গ) You are mistaken in holding this idea

২৪. Change the voice of 'Never tell a lie' ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কর্ণফুলী) : ২০১২ ]

উত্তর: (খ) Let a lie never be told

২৫. 'I had written the letter.' বাক্যের Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(করতোয়া) : ২০১২ ]

উত্তর: (খ) The letter had been written by me.

২৬. The correct passive form of "You must shut these doors" is- [ ৩৫তম বিসিএস / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ পরীক্ষা- 2020 ]

উত্তর: (ঘ) These doors must be shut

২৭. I know him. [ ৩০তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-২০১১, প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০, উপজেলা / থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষাঃ ২০১০ ]

উত্তর: (ঘ) He is known to me

২৮. The passive form of the sentence: " I saw him playing football " is ----? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট : ২০০৭ ]

উত্তর: (খ) He was seen playing football by me.

২৯. We saw them go out. [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২০১৩ ]

উত্তর: (ক) They were seen to go out.

৩০. "All his pupils like him" বাক্যেটির Passive form হচ্ছে -----? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২০১৩ ]

উত্তর: (ঘ) He is liked by all his pupils

৩১. Choose the correct form (passive) of -- "Who will do the work " ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২০০৪ ]

উত্তর: (গ) By whom will the work be done ?

৩২. We will not admit children under ten. The passive voice is ----? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১১ ]

উত্তর: (ক) Children under ten will not be admitted by us.

৩৩. Identify the correct passive form of " He recommended using bulletproof jacket." [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২০০৪ ]

উত্তর: (ঘ) He recommended that bulletproof jacket should be use

৩৪. We ought to obey our parents. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (তিস্তা) : ২০১০ ]

উত্তর: (ক) Our parents ought to be obeyed by us

৩৫. I saw that the boy crying. বাক্যেটির Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ইছামতি) : ২০১০ ]

উত্তর: (গ) The boy was seen crying by me

৩৬. A lion may be helped even by a little mouse. [ ৩০তম বিসিএস ]

উত্তর: (খ) Even a little mouse may help a lion

৩৭. “He is writing a letter' বাক্যটির Passive form হবে-- [ 29th BCS written, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ) : ০৬/ উপজেলা বা থানা শিক্ষা অফিসারঃ ০৪ ]

উত্তর: (ঘ) A letter is being written by him

৩৮. ‘Who will help you?” বাক্যটির Passive form হবে — [ 29th BCS written, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৭ ]

উত্তর: (ক) By whom will you be helped?

৩৯. Identify the correct passive form: Open the door-- [ সোনালী, জনতা, অগ্রণী ব্যাংকের অফিসারঃ ০৮ ]

উত্তর: (খ) Let the door be opened

৪০. Transform into passive voice - "I play football." [ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ শিক্ষাবর্ষঃ ১৯৯৭-১৯৯৮ ]

উত্তর: (ক) Football is played by me.

৪১. Choose the right form of verbs in the bracket : 'All the books (to sell) yesterday ' [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা : ২০০৬ ]

উত্তর: (ক) All the books were sold yesterday

৪২. 'One should kept one's promise'. Choose the correct passive form - [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) : ২০১৫ ]

উত্তর: (খ) A promise should be kept

৪৩. Choose the right passive form of " Who will pay him ?" [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় A ইউনিট ]

উত্তর: (ঘ) By whom will he be paid ?

৪৪. Give the correct passive form of – 'My teacher embodies all the good qualities' [ ২৭তম বিসিএস ]

উত্তর: (খ) All the good qualities are embodied in my teacher

৪৫. Identify the correct passive form of-- 'He is going to open a shop'. [ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনঃ ১৩- ১৬তম গ্রেড এর কর্মচারী ২০১৯/ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারঃ ০৬ ]

উত্তর: (ঘ) A shop is going to be opened by him

৪৬. Choose the correct form (passive) of - Who will do the work? [ ২৬তম বিসিএস/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪/সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল): ০৩ ]

উত্তর: (গ) By whom will the work be done?

৪৭. Identify the correct passive form: Open the window – [ ২৩তম বিসিএস/ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)-২১/ বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার ২০১৯/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩/ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক-০৯ ]

উত্তর: (খ) Let the window be opened

৪৮. "Jerina is writing a letter " বাক্যেটির Passive form হবে -----? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]

উত্তর: (ঘ) A letter is being written by Jerina

৪৯. Does he speak English well ? বাক্যেটির Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (করতোয়া) : ২০১০ ]

উত্তর: (গ) Is English spoke well by him ?

৫০. 'Give the order ' বাক্যেটির Passive form হবে -----? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দাজলা) : ২০১৩ ]

উত্তর: (গ) Let the order be given

৫১. 'Tell him to do it' . বাক্যটির Passive form হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) (বসন্ত) : ২০১০ ]

উত্তর: (ক) Let him be told to do it.

৫২. Choose the correct passive form of " He decided to sell the house " [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ২০০৬ ]

উত্তর: (ঘ) The house was decided to be sold

৫৩. The passive form of the sentence " Fortune favours the brave " is ----? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ভলগা) : ২০১৩ ]

উত্তর: (গ) The brave are favoured fortune

৫৪. They were carrying that injured driver off the road. [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২০১৩ ]

উত্তর: (ক) The injured driver was being carried off the road

৫৫. Choose the correct questions from the following passive voice sentence: ' His friend laught at him' [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২০১৩ ]

উত্তর: (ঘ) Was he laught at by his friend ?

৫৬. 'Stop laughing' এর Passive voice কোনটি ? [ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট : E ]

উত্তর: (ঘ) Let the laughing be stopped

৫৭. Select the passive of 'He eats rice'. [ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট : E ]

উত্তর: (ঘ) Rice is eaten by him

৫৮. The passive form of the sentence, "Some children were helping the wounded man". [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২০০৪ ]

উত্তর: (গ) The wounded man was being helped by some children

৫৯. The passive form of "Who has done the work ?" is-- [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার : ২০১৩ ]

উত্তর: (ক) By whom has the work been done ?

৬০. The path -- paved, so we were able to walk through the path. [ ২২তম বিসিএস ]

উত্তর: (ক) was

৬১. Choose the correct passive form of the sentence. 'What did the pay you for doing the job ? [ পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক(কারিগরি) সহ-পরিচালক(প্রশাসন) ও রিসার্স অফিসার : ২০০৭ ]

উত্তর: (গ) What were you paid for doing the job ?

৬২. The passive form of the sentence, 'Don't open the door' is ---? [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (টগর) : ২০১১ ]

উত্তর: (খ) Let not the door be opened.

৬৩. 'I shall do the work ' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) (বসন্ত) : ২০১০ ]

উত্তর: (গ) The work will be done by you.

৬৪. Which one is the corrict voice form : The boy pleased us. [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ডেলটা) : ২০১৪ ]

উত্তর: (ঘ) We were pleased with the boy

৬৫. Is he eating fruit ? বাক্যেটির Passive form হবে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ) : ২০০৫ ]

উত্তর: (খ) Is fruit being eaten by him ?

৬৬. The best passive form of the sentences: 'We don't like idle people'. [ ১৭তম বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক (শহীদ মুক্তিযোদ্ধার সন্তান), ২০১০/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮/ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, চ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (গ) Idle people are not liked by us

৬৭. People always remember patriots-----Which of the following is the best passive form of the above sentence? [ ১৫তম বিসিএস/ জুডিশিয়াল সার্ভিস কমিশন গৃহীত জজ ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা -২০১৪ ]

উত্তর: (ঘ) The patriots are always remembered

৬৮. The correct sentence of the followings. [ ১৭তম বিসিএস ]

উত্তর: (ক) A new cabinet has been sworn in in Dhaka

৬৯. 'What is wanted by him?' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাইন) : ২০১৩ ]

উত্তর: (গ) What does he want ?

৭০. 'Let her sing a song' বাক্যটির passive form হবে - [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (হোয়াংহো) : ২০১৩ ]

উত্তর: (ক) Let a song be sung by her

৭১. Smoke fills the room. Which is the passive form of this sentence ? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিনিয়র স্টাফ নার্স : ২০১৩ ]

উত্তর: (গ) The room is filled with smoke

৭২. I shall be teaching him. বাক্যেটির Passive form হবে -----? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিনিয়র স্টাফ নার্স : ২০১৩ ]

উত্তর: (গ) He shall be being taught by me

৭৩. Which one is the correct passive ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০০১ ]

উত্তর: (ক) By whom it is painted ?

৭৪. The best passive form of the sentence 'What do you want? is- [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী) -২১ ]

উত্তর: (খ) What is wanted by you?

৭৫. We shall be talking tea. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(তিতাস) : ২০১০ ]

উত্তর: (ক) Tea will be being taken by us

৭৬. Who gave you this pen ? বাক্যেটির Passive form হচ্ছে -----? [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (গোলাপ) : ২০১১ ]

উত্তর: (খ) By whom were you given this pen ?

৭৭. 'He is going to set up a school' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা(পদ্ম) : ২০০৯ ]

উত্তর: (ক) A school is going to be set up by him

৭৮. I knew him. Make it passive voice . [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০১০ ]

উত্তর: (গ) He was known to me

৭৯. The passive form of the sentence "Do the task as directed" is --- [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১ ]

উত্তর: (ক) let the task be done as directed.

৮০. Change the voice of ‘I don't know him’. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১ ]

উত্তর: (ঘ) He is not known to me.

৮১. Which one is the correct passive voice? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১ ]

উত্তর: (খ) Two criminals were arrested and one was released.

৮২. A Passive Voice of 'You can help us’ [ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)-২১/ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২১ ]

উত্তর: (গ) We can be helped by you.

৮৩. Choose the best alternative to complete the sentence : A new house ---- at the corner of the road. [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার : ২০১০ ]

উত্তর: (খ) is being built

৮৪. 'They elected him captain ' বাক্যের Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)(শরৎ) : ২০১০ ]

উত্তর: (গ) He was elected captain by them

৮৫. 'She' fans herself' বাক্যের Passive form হচ্ছে --- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (যমুনা) : ২০১৩ ]

উত্তর: (গ) She is fanned by herself

৮৬. You must do the work. Change the sentence in passive voice. [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার : ২০১২ ]

উত্তর: (খ) The work must be done by you.

৮৭. Who taught you English ? বাক্যের Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (করতোয়া) : ২০১২ ]

উত্তর: (ক) By whom were you taught English ?

৮৮. 'Solve this problem ' বাক্যেটির Passive form হবে -----? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ডেলটা) : ২০১৪ ]

উত্তর: (খ) Let the problem be solved by you.

৮৯. Choose the correct passive voice of the following sentence: 'All of his friend laughted at him' [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ২০০৫ ]

উত্তর: (খ) He was laughted at by all of his friends.

৯০. Identify the correct passive form of ' He did not tell the dangerous secrect to anybody ' [ তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণের সহকারী পরিচালক : ২০০১ ]

উত্তর: (ক) The dangerious secret was not told to anybody by him.

৯১. What is the passive form of 'Do it' ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক : ২০১০ ]

উত্তর: (খ) Let it be done

৯২. Select the correct passive form of-- ‘We insist on punctuality in this office." [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক) -২১ ]

উত্তর: (গ) Punctuality is insisted on in this office

৯৩. The passive form of the sentence ‘The boy laughed at the lame man' is [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ সহকারী কৃষি কর্মকর্তা)-২১ ]

উত্তর: (খ) The lame man was laughed at by the boy

৯৪. She was singing a song এর passive voice হলো [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে হিসাব সহকারী নিয়োগ পরীক্ষা ২০২১ ]

উত্তর: (ঘ) A song was being sung by her

৯৫. Select the correct passive form : We insist on punctuality in this office. [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক : ২০০৬ ]

উত্তর: (ক) Puntuality is insisted on in this office.

৯৬. "The man is climbing the cliff." বাক্যটির Passive form হবে ----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (সুরমা) : ২০১২ ]

উত্তর: (খ) The cliff is being climbed by the man.

৯৭. He took me there. The passive voice is -----? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৭ জেলা) : ২০১৫ ]

উত্তর: (ক) I was taken there by him

৯৮. ' Did you eat mango ? বাক্যেটির Passive form হবে -----? [ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় E ইউনিট ]

উত্তর: (খ) Was the mango eaten by you ?

৯৯. 'My uncle looks after me' বাক্যটির সঠিক Passive form ---- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ইছামতি) : ২০১০ ]

উত্তর: (খ) I am looked after by my uncle

১০০. 'He calls me by my nickname.'- Change the sentence into passive. . [ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১ ]

উত্তর: (খ) I am called by him by my nickname.

১০১. "My watch has been lost"- Change the sentence into active. [ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১ ]

উত্তর: (গ) I have lost my watch

১০২. Which one is the correct passive form ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) He should have been helped by you

১০৩. ' Few soldiers were evacuating the standard people'. its passive form is --? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক : ২০০৪ ]

উত্তর: (ঘ) The standard people were evacuated by few soldiers

১০৪. 'Who broke the pencil ? what is the passive form of this sentence? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার: ২০০৪ ]

উত্তর: (খ) By whom was the pencil broken ?

১০৫. 'Let us write a letter'. বাক্যেটির Passive form হবে -----? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক : ২০২৩ ]

উত্তর: (ঘ) Let a letter be written by us

১০৬. 'Who killed the man ? বাক্যেটির Passive form হবে -----? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক : ২০২৩ ]

উত্তর: (ঘ) By whom was the man killed ?

১০৭. Identify the right passive voice of ‘it is impossible to do this’ [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (খ) This is impossible to be done.

১০৮. Trees are considered one of our best friends (Make it active) [ খাদ্য অধিদপ্তর ( উপ খাদ্য পরিদর্শক ) -২১ ]

উত্তর: (ক) Trees are our best friends

১০৯. My teacher embodies all the good qualities. (Make it passive) [ খাদ্য অধিদপ্তর ( উপ খাদ্য পরিদর্শক ) -২১ ]

উত্তর: (ক) All the good qualities are embodied in my teacher

১১০. By whom ......? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১ ]

উত্তর: (ক) was the glass broken

১১১. "The science exhibition was opened by the Education Minister." এর Active form কি ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার : ২০১৪ ]

উত্তর: (খ) opened the Science exhibtion

১১২. 'The cow gives us milk ' বাক্যেটির Passive form হবে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ঢাকা বিভাগ) : ২০০৫ ]

উত্তর: (গ) Milk is given to us by the cow

১১৩. Which one is the active voice of ' We shall be blammed ' [ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) | জুনিয়র অডিটর : ২০২২ ]

উত্তর: (গ) Everyone will blame us

১১৪. "His behaviour annoys me sometimes". বাক্যের Passive form হচ্ছে -----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (পদ্মা) : ২০১২ ]

উত্তর: (ক) Sometimes I am annoyed at his behaviour.

১১৫. Attened the class at once. এই বাক্যে Passive voice হচ্ছে ---? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ২০১১ ]

উত্তর: (খ) Let the class be attend at once

১১৬. The bell had already been-----. Fill in the blank. [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা : ২০২১ ]

উত্তর: (গ) rung

ব্যাখ্যা: বাক্যটি Passive form-এ থাকায় শূন্যস্থানে Verb এর Past participle form বসবে। Ring (ঘন্টা বাজানো) এর past এবং past participle form যথাক্রমে rang এবং rung.

১১৭. Choose the correct passive form of 'who will do the work'? [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭ ]

উত্তর: (গ) By whom will the work be done?

ব্যাখ্যা: Interrogative sentence-এ who যুক্ত passive voice থাকলে by whom দিয়ে শুরু হবে এবং structure অনুযায়ী By whom + auxiliary+ subject+ verb in past participle হবে।

১১৮. Whom do you want? Change into passive. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী সচিব /সহকারী পরিচালক (প্রশাসন) -২১ ]

উত্তর: (ঘ) Who is wanted by you?

১১৯. ‘Do away with it’- the passive form is- [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ক) Let it be done away with

১২০. Did the boy catch the bird ? The best passive form in --? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ২০০২ ]

উত্তর: (ক) Was the bird caught by the boy ?

১২১. The correct active form of the sentence "Health should be taken care of " is ----? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ২০১০ ]

উত্তর: (খ) One should take care of one's health

১২২. He died of fever . Passive form is ---? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দানিয়ুব) : ২০১৩ ]

উত্তর: (গ) He was caused to die of fever

১২৩. We must listen to his words. বাক্যেটির Passive form হবে -----? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা (শাপলা) : ২০০৯ ]

উত্তর: (খ) His words must be listened to

১২৪. The passive structure of "They pleased us" is- [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ক) We were pleased by them.

১২৫. Choose the correct sentence- [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক) -২১ ]

উত্তর: (ক) I asked Tashfia if she had passed

১২৬. What is the correct passive form of the sentence 'I have to do it'? [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ),বগুড়া সহকারী পরিচালক – ২১ ]

উত্তর: (খ) It has to be done by me.

১২৭. He left me yesterday. Correct passive form of the sentence is ----? [ পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম ।। পোস্টাল অপারেটর : ২০২৩ ]

উত্তর: (ক) I was left by him yesterday

১২৮. 'He has a cow'. The best passive form is ----? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ২০০৪ ]

উত্তর: (ক) A cow is had by him

১২৯. He is going to give me a prize. [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১১ ]

উত্তর: (ঘ) I am going to be given a prize by him

১৩০. 'Pay the bill today ' বাক্যেটির Passive form হবে -----? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় D ইউনিট : 2009-2010 ]

উত্তর: (খ) Let the bill be paid today

১৩১. Change the voice : I teach him English. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১ ]

উত্তর: (ক) English is taught him by me

১৩২. "Who can do it" The passive voice is— [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর)-২১/ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক) -২১/ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (গ) By whom can it be done?

১৩৩. "You Should keep your promise"- the passive voice is . [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক) -২১ ]

উত্তর: (ক) Your promise should be kept

১৩৪. He is writing a letter” Make it passive. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (ঘ) A letter is being written by him

১৩৫. I have a cat? Make it passive. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১ ]

উত্তর: (ঘ) A cat is had by me.

১৩৬. I know that he did the work , বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মুক্তিযোদ্ধা কোটা) : ২০১৬ ]

উত্তর: (খ) It is known to me that the work was done by him.

১৩৭. She was reading a book. The best passive form will be ----? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার : ২০০৮ ]

উত্তর: (গ) A book was being read by her

১৩৮. The corrict passive of : " Sheila was writing a letter " is ----? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) A letter was being written by Sheila

১৩৯. What is the passive form of the sentence: ' A storm has uprooted the tree ' [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (ক) The tree has been uprooted by storm

১৪০. Complete the sentence with the right form of verb: "She was (wake) by the alarm clock ." [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) woken

১৪১. 'Shut the door' The passive form of the sentence would be: [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( এরাড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১ ]

উত্তর: (খ) Let the door be shut.

১৪২. Choose the Change the voice : They have to finish the work. [ বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়োগ পরীক্ষা ২১ ]

উত্তর: (খ) The work has to be finished by them.

১৪৩. Change the voice : 'Let him be told to go.' [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১ ]

উত্তর: (খ) Tell him to go

১৪৪. Passive voice of 'whom were you calling?' is ......? [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (গ) who was being called by you?

১৪৫. Find out the correct form- [ এনএসআই (ফিল্ড অফিসার)-২১ ]

উত্তর: (ক) I got the work done by him.

১৪৬. Choose the correct passive form of "What did you want"? [ এনএসআই (জুনিয়র ফিল্ড অফিসার)-২১ ]

উত্তর: (ক) What was wanted by you?

১৪৭. Choose the correct passive form of 'Who is calling me'? [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (গ) By whom am I being called?

১৪৮. Passive Voice of “They held a meeting very early”. [ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (সহকারী ব্যবস্থাপক/ সহকারীকর্মকর্তা)-২১ ]

উত্তর: (গ) A meeting was hold by them very early

১৪৯. Which of the following is the passive voice form of "Smartphones are very cheap today"? [ এনএসআই (ফিল্ড অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) Smartphones are considered to be very cheap today.

১৫০. Change the voice : He helped me do it. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (ক) I was helped by him to do it

১৫১. Choose the correct passive form of:My son bought a new Motor Bike. [ এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১ ]

উত্তর: (ঘ) A new motor bike was bought by my son

১৫২. All his pupils like him. বাক্যটির সঠিক Passive form হচ্ছে— [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল বিষয়)-২১ ]

উত্তর: (ঘ) He is like by all his pupils.

১৫৩. Identify the correct passive form of the sentence below? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (ঘ) Are they known to you?

১৫৪. The passive form of 'He pleases us – [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (খ) We are pleased with him.

১৫৫. Change into passive : Did he do his task? [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সাধারণ অফিসার)-২১ ]

উত্তর: (খ) Was his task done by him?

১৫৬. The sentence which is not expressing any passive sense [ সমন্বিত ৭ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (গ) They made me do it.

১৫৭. Change into passive voice: 'People believe he is a scholar' [ সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (খ) He is believed to be a scholar

১৫৮. The passive voice of: Who is John inviting? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক-২১ ]

উত্তর: (ক) Who is being invited by John?

১৫৯. A group of bats is called [ বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচাল -২১ ]

উত্তর: (ঘ) Colony

১৬০. Change the voice: They are going to sell the market. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার ) : ২১ ]

উত্তর: (ক) The market is going to be sold by them.

ব্যাখ্যা: বাক্যে Be going to এর Passive এ Going এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ Going to + be + verb এর Past participle. Active voice 4 Subject + be verb + going to + present form of verb + object Passive Object + be verb + going to + be + Verb 4 Past participle +by+ subject.

১৬১. Passive voice of 'If you're doing something important, you are working to make change happen.' [ উত্তরা ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার)-২১ ]

উত্তর: (গ) If something important is being done, work is being done to make change happen

ব্যাখ্যা: বাক্যটিকে খণ্ড খণ্ড আকারে Voice change করা যায়। এর If you are doing something important এর Voice Change হলো If something important is being done. এর পরবর্তীতে আছে You are working to make change happen যার Passive voice হলো Work is being done to make change happen.

১৬২. What is the active voice of - 'What she thinks was known to us? [ সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (ক) We knew what she thinks

১৬৩. The passive Voice of " I saw him leaving the house" is [ Global Islami Bank (Probationary Officer) 2021 ]

উত্তর: (গ) He was seen leaving the house by me.

১৬৪. The passive voice of "None likes him" is— [ Global Islami Bank (Probationary Officer) 2021 ]

উত্তর: (ক) He is not liked by anyone.

১৬৫. When i am alone, I hear the footsteps of my friend in my imagination [ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার) ২021 ]

উত্তর: (খ) The footsteps of my friend is heard by me when I am alone.

১৬৬. Movies are not watched by him. [ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার) ২০২১ ]

উত্তর: (গ) He does not watch movies

১৬৭. Change the voice of the sentence- She will invite me. [ Dhaka Bank (Probassionary Officer) - 2021 ]

উত্তর: (ক) I shall be invited by her.

১৬৮. The passive form of the sentence "You should not scold the boy' is- [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার ২০২০ ]

উত্তর: (গ) The boy should not be scolded by you

১৬৯. What is the passive voice of "Who did this? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) By whom was this done?

১৭০. Change the voice of the sentence: ‘She never understood me, whatever I said something’. [ জীবন বীমা কর্পোরেশনের অধীনে সহকারী ম্যানেজার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) Whenever I said something, I was never understood by her.

১৭১. The passive form of ‘he pleases us’? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) we are pleased by him

১৭২. Identify the correct passive form of the sentence below: [ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) Are they known to you?

ব্যাখ্যা: Know verb এর পরে Preposition রূপে to বসে। তাই সঠিক Passive structure অনুসারে Passive sentence টি হবে Are they known to you? বাক্যের অর্থঃ তারা কি তোমার পরিচিত?

১৭৩. Help the poor বাক্যটির Passive form হবে - [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ক) Let the poor be helped

ব্যাখ্যা: মূল Verb দ্বারা শুরু হওয়া Imperative sentence এর Passive structure : Let + obj +be+ Verb Past participle. তাই সঠিক উত্তর হল 'ক'। বাক্যের অর্থঃ গরীবদের সাহায্য করা হোক।

১৭৪. “I saw him go to the garden ' ? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) : জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) He was seen to go to the garden.

১৭৫. 'He heard her sing'. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (ক) She was heard to sing by him

১৭৬. Select the active structure [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯ ]

উত্তর: (ঘ) I have lost my watch.

১৭৭. "His comment surprised me' [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (খ) I was surprised at his comment.

১৭৮. "Who opened the door? ' [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) By whom the door was opened?

১৭৯. "Tell him to get out of the office. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) Let him be told to get out to the office.

১৮০. “Do not shut the door”. [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯ ]

উত্তর: (গ) Let not the door be shut.

১৮১. Let me write a letter. [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (ক) Let a letter be written by me.

১৮২. 'Manners reveal character' – [ সাধারণ বীমা কর্পোরেশন ২০১৯ ]

উত্তর: (গ) Character is revealed by manners.

১৮৩. 'Passive Voice of' The baby has lost the doll's. [ পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯ ]

উত্তর: (গ) The doll has been lost by the baby.

১৮৪. ‘Karim told Rahim to give up smoking' is- [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯ ]

উত্তর: (ক) Rahim was told to give up smoking.

ব্যাখ্যা: বাক্যের অর্থঃ রহিমকে ধূমপান ত্যাগ করতে বলা হলো ।

১৮৫. 'One should read only what one likes'. [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯ ]

উত্তর: (ঘ) None of the above.

ব্যাখ্যা: One should read only what one likes এর সঠিক Passive voice হবেঃ What is liked (by one) should be read only?

১৮৬. “You are to color this picture" [ বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৯ ]

উত্তর: (গ) This picture is to be colored by you.

ব্যাখ্যা: বাক্যের অর্থঃ ছবিটি তোমাকে রং করতে হবে।

১৮৭. I saw him play. (Passive) [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]

উত্তর: (ঘ) He was seen to play by me.

১৮৮. Trees are considered one of our best friends. (Make it active) off: [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]

উত্তর: (খ) Trees are our best friend.

১৮৯. 'Medha was writing a letter' [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯ ]

উত্তর: (গ) A letter was being written by Medha.

১৯০. Why is a noise made? [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (ক) Why do they make a noise?

১৯১. When the telephone invented? [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (ক) was

ব্যাখ্যা: Past indefinite tense এর Passive বাক্যে সাহায্যকারী Verb হিসেবে 'was' আসে।

১৯২. Who will----by you? [ উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর ২০২০ ]

উত্তর: (ক) have been helped

ব্যাখ্যা: Future perfect tense এর বাক্যকে Passive করতে Subject+shall/ will have been + verb এর Past Participle রূপ ব্যবহার করতে হয়।

১৯৩. The concert was — by an hour. [ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট – ২০১৯ ]

উত্তর: (ক) delayed

ব্যাখ্যা: Delay হলো verb যার অর্থ দেরি করা; বিলম্ব করা। এটি Passive voice এ Delayed হয়ে যায়।

১৯৪. I wanted the poster to [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯ ]

উত্তর: (ঘ) to be hung

ব্যাখ্যা: ঝুলে থাকা অর্থে Hang এর Past participle হিসেবে Hung বসে। কিন্তু ফাঁসি দেয়া বা নেয়া অর্থে Hang এর Past participle হবে Hanged. তাই উত্তর হবে অপশন

.

১৯৫. The house is building. The passive form is-- [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫ ]

উত্তর: (ঘ) The house is being built.

১৯৬. 'Do you know him?" বাক্যটির Passive form হবে- [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১১/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-2017 ]

উত্তর: (খ) Is he known to you ?

১৯৭. His behaviour surprised me' - Passive form হবে- [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (ভুল/সমপর্যায়) ২০১৯/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]

উত্তর: (গ) I was surprised at his behaviour.

১৯৮. 'Don't do it' is- [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১১ / প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ক) Let not it be done

ব্যাখ্যা: Imperative sentence টি negative হলে passive structure হয় : Let not + object + be + verb in past participle.

১৯৯. "That house was built ten years ago' is – [ সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০১৯ ]

উত্তর: (ক) Someone built the house ten years ago.

ব্যাখ্যা: Object বিহীন বাক্যটির active voice-এর structure: Someone + verb-এর past form + sub কে ob + বাকি অংশ। সুতরাং সঠিক active form হলো Someone built the house ten years ago.

২০০. 'Let it be done'. Is – [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯/সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১১/ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (ক) do it.

ব্যাখ্যা: Imperative passive বাক্যের active voice-এর structure হলো: verb + object বা don't + verb-এর base form + ob। সুতরাং সঠিক active form হলো Do it। .

২০১. The unfed should be fed. (Active) [ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়) ২০১৯ ]

উত্তর: (খ) We should feed the unfed.

ব্যাখ্যা: Should যুক্ত বাক্যটিকে active করতে structure হবে: সুবিধাজনক sub+should+verb এর base form + প্রদত্ত বাক্যেও sub টির ob রূপে বসবে। সুতরাং সঠিক passive voice : We should feed the unfed.

২০২. The passive form of the sentence "You made him cook rice" is — [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]

উত্তর: (ক) He was made to cook rice.

ব্যাখ্যা: Causative verb যুক্তবাক্য বাক্যটির passive voice এর structure: Ob কে Sub + was / were + causative verb এর P.P + to + verb-এর base form । সুতরাং সঠিক passive form : He was made to cook rice.

২০৩. 'I have killed the bird' is – [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

উত্তর: (ঘ) The bird has been killed by me.

২০৪. I have written a letter. [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

উত্তর: (গ) A letter has been written by me.

ব্যাখ্যা: Present perfect tense-এর passive voice-এর structure কে Ob -CP sub + have/has + been + verb এর p.p +by+ sub কে ob। বাক্যটির passive form হলো A letter has been written by me.

২০৫. 'I saw him fall from the tree' is - [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধি. পিটিআই ইন্ট্রাক্টর (সাধারণ) ২০১৯ ]

উত্তর: (গ) He was seen to fall from the tree by me

২০৬. Whom do you want? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধি. পিটিআই ইন্ট্রাক্টর (সাধারণ) ২০১৯ ]

উত্তর: (গ) Who is wanted by you?

২০৭. Identify the correct passive form of 'He made me laugh’. [ ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯ ]

উত্তর: (খ) I was made to laugh by him.

২০৮. Who is creating this mess? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) ২০১৯ ]

উত্তর: (ঘ) By whom is this mess being created?

২০৯. "Please keep quiet." [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ : ২০১৯/শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনি, পাওয়ার, কম্পিউটার) ২০১৮/ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬ ]

উত্তর: (খ) You are requested to keep quiet.

২১০. The passive form of Don't waste your time' is - [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮ ]

উত্তর: (ঘ) Let not your time be wasted.

২১১. The correct passive form of the sentence: ‘They elected him captain’ is -. [ ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮ ]

উত্তর: (খ) He was elected captain by them

২১২. The passive voice of : Post the letter is – [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮ ]

উত্তর: (খ) Let the letter be posted.

২১৩. Salina was stitching a pant. [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (ইউতঅ)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]

উত্তর: (ঘ) A pant was being stitched by Salina.

২১৪. 'We don't respect dishonest people is - [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮/ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]

উত্তর: (গ) Dishonest people are not respected by us

২১৫. 'We read novels' [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮ ]

উত্তর: (খ) Novels are read by us.

২১৬. 'Let me do the sum.' [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮/ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসারঃ ০৪/ খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকঃ ০০ ]

উত্তর: (ঘ) Let the sum be done by me.

২১৭. The passive form of the sentence 'do not open the door' is— . [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালর-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]

উত্তর: (ক) let not the door be opened

২১৮. Let him do the sum. The passive form of the sentence is: [ স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]

উত্তর: (ক) Let the sum be done by him.

২১৯. The passive form of the sentence 'His sudden death shocked me' is: [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]

উত্তর: (ঘ) I was shocked at his sudden death.

২২০. Select the correct sentence---- [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইস্ট্রাক্টর (ইলেকট্রনিং, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (গ) The police was informed of the matter.

২২১. ‘Please close the door. The passive form of this sentences is: [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনি, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (খ) You are requested to close the door.

২২২. 'Nobody believes a liar.' The correct passive form of the above sentence is: [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮ ]

উত্তর: (গ) A liar is not believed by anybody.

২২৩. 'Tea is liked by common people'. This is an example of – [ (বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮ ]

উত্তর: (খ) passive voice

২২৪. 'He helped me do it'. The passive voice of the sentence is- [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (খ) I was helped by him to do it

২২৫. The passive form of 'They have won the battle' is– [ স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (ঘ) The battle was won by them

২২৬. 'He saw me do it is [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (খ) I was seen to do it by him

২২৭. ‘I know him.' Is- [ বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৯/গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭/ সমাজসেবা অধিদফতরের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) He is known to me

২২৮. “The pill tastes bitter” is : [ সাধারণ বীমা কর্পোরেশন (SBM) জুনিয়র অফিসার-২০১৬ ]

উত্তর: (ক) The pill is bitter when it is tasted.

২২৯. He was helping me. The correct passive form is: [ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) I was being helped by him.

    أحدث أقدم