Subject-Verb Agreement | Rules and Examples

English Grammar এ Subject-Verb Agreement একটি গুরুত্বপূর্ণ বিষয় । সুতরাং Subject -এর Number, Person এবং Verb -এর Tense অনুযায়ী Subject ও Verb -এর মধ্যে যে চুক্তি হয় তাকে Subject Verb Agreement বলে। অর্থাৎ প্রতিটি Sentence এ Subject- এর Number, Person ও Tense অনুযায়ী Verb বসে থাকে। নিম্নে Subject Verb Agreement ও Antecedent-Pronoun Agreement -এর কতকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হল ।

 Subject-Verb Agreement

Rule-1: কোন Sentence- এর Verb তার Subject এর Number, Person ও Tense অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ কোন বাক্যের Subject টি Singular হলে Verb টি Singular এবং Subject টি Plural হলে Verb টি Plural হয়। এক্ষেত্রে Verb টি সর্বদা subject এর Headword দ্বারা নির্ধারিত হয়। (Subject এর Modifier এর সাপেক্ষে কখনোই এর Verb বসে না।)
Examples:
1. The colour of his eyes is/was blue.
2. The office of the executives is/was nice.

Rule-2 ( A ) : দুই বা দুই এর অধিক Singular Noun বা Pronoun যদি 'And' দ্বারা যুক্ত হয় তবে তাদের পরে সাধারণত Plural Verb এবং Plural Pronoun বসে ।
Examples:
1. Time and tide wait for none.
2. You and I are friends.

Rule-2. (B) : তবে ‘And' দ্বারা যুক্ত Subject গুলো যদি একক সমষ্টিগত ধারণার ইঙ্গিত প্রদান করে অথবা একটি অন্যটির অবিচ্ছেদ্য এবং অতি সম্পৃক্ত হয় তবে এদের Verb এবং Pronoun উভয়ই Singular হবে।
Examples:
1. Slow and steady (wins) the race.
2. Bread and butter (is) my favourite breakfast.

Rule-2. (C): তবে Mathematical Calculation এর বেলায় একই জাতীয় সংখ্যা যদি And দ্বারা যুক্ত হয় তবে তাদের পর Verb টি Singular হবে। আর যদি ভিন্ন ভিন্ন জাতীয় সংখ্যা And দ্বারা যুক্ত হয় তবে তাদের পর Verb টি Plural হবে ।
Examples:
1. Two and two (makes) four.
2. Three and two (make) five.

أحدث أقدم