 
 
Non-Finite Verb-এর পরিচয় শুরু হয়েছে verb-অধ্যায় থেকে। ওখানে non-finite verb কাকে বলে তা এত সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে দেখান হয়েছে যে এখানে একই আলোচনার পুনরাবৃত্তি নিছক এই আর্টিকেলটির গুণগত মান নষ্ট করবে। এই আর্টিকেলে আমরা gerund and participle এর পোস্ট মর্টেম করবো । অর্থাৎ একবার পড়েই যাতে আপনি সারাজীবন gerund and participle মনে রাখতে পারেন সেই ব্যবস্থাই করব। কোন প্রকার কোন কনফিউশন রাখব না এই আর্টিকেলে। আপনার শুধু একবার কষ্ট করে মনোযোগের সহিত পড়ে আসতে হবে । কথা দিচ্ছি এই আর্টিকেলের মাধ্যমে আপনার gerund and participle নিয়ে ধারণাই পাল্টে যাবে। সাথে Infinitive তো থাকছেই । সুতরাং এই আর্টিকেলটি পড়ার আগে Classification of verb একবার চোখ বুলিয়ে আসতে পারেন । তাতে আপনিই লাভবান হবেন । আর যদি ঐ অধ্যায়টি ভালভাবে জানা থাকে তাহলে পড়া শুরু করে দিতে পারেন এখান থেকেই ।
- Preliminary discussion
- What is Participle?
- Present Participle
- Past Participle
- Perfect Participle
- Characteristics of Participle
- Use of Participles
- What is Gerund?
- Functions of the Gerund
- Gerund with Possessives
- Exclusive Tips For Gerund and Participle
- Verbal Noun
- Where to use the Infinitive or the Gerund?
- Infinitives
- Types of Infinitives
- Perfect Infinitive
- Split Infinitive
Preliminary discussion
 
নিচের বাক্যগুলো পড়  
 
First Person, singular. number: I want  to do   it. 
First Person, plural number : We want  to do    it.
2nd Person, plural number: You want  to do    it.
3rd person, singular number : She wants  to do    it.
3rd Person, plural number : They want  to do    it.
উপরের বিভিন্ন person ও number এর subject (I, we, you. etc.) এর সাথে non-finite verb "to do" ব্যবহার করা হয়েছে কিন্তু তার রূপের কোন পরিবর্তন হয়নি। 
প্রতিটি বাক্যেই to do ব্যবহৃত হয়েছে। কিন্তু finite verbটি want, wants এরকম বিভিন্ন রূপধারণ করেছে । 
তাহলে বলতে পারি যে-number ও person ভেদে non-finite এর রূপের কোন পরিবর্তন হয় না। 
Non-finite verb বা verbal তিন প্রকার । যথা:
 1. Participle  
 2. Gerund  
 3. Infinitive  
নিচে এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল ।
What is Participle?
 
নিচের বাক্যগুলো পড় 
The child is  running . (শিশুটি দৌড়াচ্ছে ) 
The child came to its mother  running. (শিশুটি
দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এল।)
প্রথম বাক্যে Verb + ing এর আগে একটি auxiliary verb (is) ব্যবহৃত হয়েছে। ফলে এখানে 'ing' present continuous tense গঠন করার জন্য ব্যবহৃত হয়েছে।
 কিন্তু দ্বিতীয় বাক্যে Verb + ing (running) এর আগে কোন auxiliary verb (be-verb) নেই। ফলে, running কোন tense গঠন করার জন্য ব্যবহৃত হয়নি। 
 তবে কেন run এর সাথে ing যুক্ত হল? উত্তর হল এই যে, এখন running শব্দটি একই সাথে verb ও adjective-এর কাজ করছে।
 কারণ শিশুটি মায়ের কাছে “কেমন অবস্থায়” গেল (দৌড়াতে দৌড়াতে) এটি তা প্রকাশ করছে। এই running হল present participle.
 
 আবার নিচের বাক্যটি পড় 
I killed a snake. (আমি একটি সাপ মেরেছিলাম।) 
বাক্যটিকে passive করলে পাই
A snake   was killed  by me.
দ্বিতীয় বাক্যটিতে kill-এর past participle (killed) এর আগে একটি be-verb (was) বসেছে। Passive-এ এরকমই হয়। কিন্তু নিচের বাক্যটি পড়।
A  killed  snake can not bite. (মেরে ফেলা বা মৃত সাপ কামড়াতে পারে না।) 
এখানে kill এর past participle ( killed) ব্যবহৃত হয়েছে। অথচ এটি passive নয়। Passive হলে killed এর আগে be-verb থাকত। আবার এটা কোন perfect tense (present, past, বা future perfect) নয়। তাহলে have / has, had, shall/will have এসব auxiliary verb থাকত, এটি হল participle. একে বলে past participle. একই সাথে verb ও adjective এর কাজ করে ব'লে participle-কে double part
of speech বলে । 
 Participle তিন প্রকার  যথা :  
1. Present Participle.   Verb +ing 
2. Past Participle : যেমন   gone, done. 
3. Perfect Participle :  Having + V(pp)
Present Participle
 
 উপরের আলোচনা থেকেই present participle সম্বন্ধে ভাল ধারণা পেয়েছ । এখানে কয়েকটি উদাহরণ দেখ। 
 তবে তার আগে আরেকবার মনে করিয়ে দেয়া যাক যে participle একই সাথে verb ও adjective এর কাজ করে। 
Do not + disturb a  sleeping  dog. (ঘুমন্ত কুকুরকে জাগিয়ো না।
এখানে কুকুরটি যে ঘুমাচ্ছে তা বুঝা যাচ্ছে। সুতরাং এটি verb এর কাজ করছে। আবার কুকুরটি কেমন অবস্থায় আছে (ঘুমন্ত অবস্থায়) তা বুঝাচ্ছে বলে sleeping হল adjective. 
সুতরাং sleeping শব্দটি একই সাথে verb ও adjective এর কাজ করল ।
 
আরো কয়েকটি চমৎকার উদাহরণ : 
Bring me the flower. (ফুলটি আমার কাছে আন।) 
It is  floating . (এটি ভাসছে।)
বাক্য দু'টিকে যুক্ত করতে হলে বাংলায় বলতে হয় : ভাসমান ফুলটি কে আমার কাছে আন । এই যুক্ত করার কাজটি present participle এর সাহায্যে চমৎকারভাবে করা যায় :
 
Bring me the  floating  flower. (ভাসমান ফুলটি আমার কাছে আন ।)
লক্ষ্য কর, উপরের দ্বিতীয় বাক্যে   floating  এর আগে auxiliary verb "is" ছিল (is floating). তখন floating শব্দটি continuous tense গঠন করেছিল। কিন্তু যুক্ত (combined) বাক্যটিতে floating—শব্দটির আগে কোন auxiliary very নেই।
এভাবে, Do not get on the bus (বাসটিতে উঠো না।) 
It is  running . (এটা চলছে)
বাক্য দু'টিকে যুক্ত ক'রে পাওয়া যায়,
Do not get on the  running  bus (চলন্ত বাসটিতে উঠো না। ) 
এই শেষের বাক্যটিতে  running  হল present participle.
এভাবে, The child went to its mother. (শিশুটি তার মায়ের কাছে গেল ।) 
It was  dancing . (সে নাচছিল)
বাক্য দু'টিতে present participle ব্যবহার ক'রে নিম্নরূপে যুক্ত করা যায় : 
The child went to its mother  dancing . (শিশুটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল ।)
Past Participle
 
Verb এর past participle রূপটি যখন বাক্যে ব্যবহৃত
হয়ে একই সাথে verb ও adjective-এর কাজ করে তখন তাকে past participle বলে । Participle সম্বন্ধে আলোচনার প্রথমেই আমরা এটা মুটামুটি ভালভাবে শিখেছি । এখানে আরও
বিস্তারিতভাবে দেখব। 
This is a book. 
The book is  written  by Rabindranath. (বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে।) 
দ্বিতীয় বাক্যটি passive voice এর বলে এখানে is + verb (p. p) ব্যবহৃত হয়েছে। 
কিন্তু আমরা বাক্য দু'টিকে যুক্ত করব অথচ be-verb (is) কে বাদ দিব। শুধু write-এর past
participle "written" কে গ্রহণ করব। সংযুক্ত বাক্যটি হবে :
This is a book   written  by Rabindranath. (এটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত একটি বই।)
এখানে written হল past participle. এটি একই সাথে verb এর কাজ (কার দ্বারা লেখা হয়েছে) এবং adjective এর কাজ (book-nounটির predicative adjective রূপে) করেছে।
The days  gone  are sweeter than the days to come. (বিগত দিনগুলো আসন্ন দিনগুলোর চেয়ে মধুর।)
এখানে gone হল past participle, to come হল gerundial infinitive (কারণ এটি এর আগের noun-days কে qualify করছে।)
Perfect Participle
 
 Perfect Participle : Having + V(pp)  
যদি verb ও adjective এর কাজ করে তাহলে তাকে বলে perfect participle. মনে আছে perfect infinitive এর গঠন কেমন ছিল? তা ছিল এ রকম:  to +have + V (p.p) 
 
যেমন : I am sorry   to have disturbed   you.
কিন্তু perfect pariciple এর গঠন হল having + verb এর past Participle. আর ও  খুব চমৎকার সব স্পষ্ট বুঝতে পারবে। 
নিচের বাক্য দু'টি পড়---
(a) He ate rice. (সে ভাত খেল।)  
(b) He went to bed. (সে শুতে গেল।) 
 
প্রথম বাক্যটির কাজ আগে এবং তারপর দ্বিতীয় বাক্যটির কাজ ঘটেছিল। উভয় বাক্যের
কাজই অতীতে ঘটেছিল। এখন, যদি উপরের বাক্য দুটিকে বাংলায় অসমাপিকা ক্রিয়া (non- finite verb) দিয়ে যুক্ত করি তাহলে বাংলায় লিখতে হয় : ভাত খেয়ে সে শুতে গেল। অর্থাৎ ভাত খাওয়া হয়ে যাবার পর সে শুতে গেল ।  
এই ধরনের বাক্যকে perfect participle দ্বারা প্রকাশ করা যায়।  
 
(a + b) :  Having eaten  rice, he went to bed.  
এভাবে, (a) He said this. 
(b) He went away.  
বাক্য দু'টিতে যুক্ত করে পাওয়া যায়  
 (a + b) : Having said this, he went away, (একথা বলে সে চ'লে গেল ।)  
এবার নিচের exercise টি কর, তাহলে যা শিখেছ সব আয়ত্তে এসে যাবে; ইচ্ছামত ব্যবহার করতে পারবে।
characteristics of Participle
   (participle-এর বৈশিষ্ট্য) :  
 
আমরা আগে ভালভাবেই জেনেছি যে participle একই সঙ্গে verb ও adjective এর কাজ করতে পারে । এই ক্ষমতার কারণে এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে :
 ' 
 (1) Verb এর মত কাজ করে বলে participle কোন object গ্রহণ করতে পারে : 
 
Having eaten rice she went to bed. এখানে  Having eaten = perfect participle. এর object হল rice. কারণ having eaten মানে হল “খেয়ে” । কিন্তু “কি” খেয়ে? এই “কি” প্রশ্নের জবাব যে শব্দটি দেয় তাকে বলে object. এখানে object 
হল rice. এভাবে-
I found him   playing football.  বাক্যে  football হল object; playing হল  present participle.
 (2) Verb এর মত participle adverb দ্বারা modified বা বিশেষিত হতে পারে :  
 Running fast  we reached there. (দ্রুত দৌড়ে আমরা সেখানে পৌঁছলাম।) 
 (3) Adjective এর মত noun কে qualify বা বিশেষিত করতে পারে :   
A   dying (মুমূর্ষ) man  wants nothing. (মুমূর্ষ ব্যক্তি কিছু চায় না।   
 
এখানে dying হল present participle এবং man হল noun. participle-টির অবস্থা বুঝাচ্ছে বলে এটি adjective এর কাজ করেছে। এভাবে—  
 
Bring me the floating (ভাসমান) flower. (ভাসমান ফুলটিকে আমার কাছে আন )  
 বাক্যে floating-present participle টি  তার পরবর্তী  noun flower কে  qualify
করছে।  
 
.
 (4) Adjective-এর মত participle এর degree of comparison হতে পারে :   
| Positive | Comparative | Superlative | 
|---|---|---|
| interesting | more/less interesting | most /least interesting | 
| charming | more/less charming | least/most charming | 
 
যেমন : She is  more  charming than her sister. 
 
 
 (5) Adjective এর মত participle adverb দ্বারা qualified বা বিশেষিত হতে পারে :  
 
The movie (ছায়াছবি) was  very  interesting.
Use of Participles
(a) Verb গঠন করতে:
 
Participle ব্যবহৃত হয়—  
 
(1) Present participle (V+ing)- এর আগে  be-verb (am, is, are, etc.) যোগ  করে continuous tense-এর verb গঠন করা হয় । যেমন : 
 Pres. Cont. Tense:  We  are  (be-verb)   playing .(present part) 
 Past Cont. Tense:  They  were  (be-verb)   reading .(present part) 
(2) Past participle  এর  আগে  has / have/ had  বসিয়ে  perfect tense  এর  verb গঠন করা হয় । যেমন:
 Present Perfect:  I   have eaten  rice. 
 
 Past perfect:  We had  reached  there before sunset ( সূর্যাস্ত). 
(3) Past participle ( যেমন: do- did-  done -  এর শেষটি)  এর আগে  be verb  (am, is, was etc) যোগ ক'রে passive রূপ গঠন করা হয়। যেমন:
 Active:  I eat rice. 
 Passive:  Rice is   eaten  by me. 
 এখানে  be + past participle = is + eaten =  is eaten
(b) Adjective হিসাবে :
 
(1) Noun এর আগে বসে participle attributive adjective এর মত ব্যবহৃত হতে পারে। যেমন :  
A   flying  bird (উড়ন্ত পাখি ) looks fine. 
এখানে flying + bird = participle + noun = adjective + Noun. 
(2) Noun এর পরে বসে participle predicative adjective এর মত ব্যবহৃত হতে পারে যেমন:  
This book is   interesting . 
এখানে Interesting (present participle : Verb + ing) শব্দটি noun "book" কে modify করেছে, কিন্তু তার পরে ব্যবহৃত হয়ে, আগে নয় ।
(c) Absolute হিসাবে :
Sentence এর finite verb এর সাথে সম্পর্কযুক্ত না হয়ে participle যদি বাক্যে
ব্যবহৃত হয় তবে তার absolute use হয়। যেমন : 
We will go there, God  willing . 
[ঈশ্বর চাইলে আমরা সেখানে যাব = আমরা সেখানে যাবই, ঈশ্বর যদি চান = দয়া করেন)]  
এখানে We will go there অংশটিই একটি স্বাধীন বাক্য গঠন করার ক্ষমতা রাখে। willing—হল participle যার সাথে subject "We" এর কোন সম্পর্ক নেই, সম্পর্ক আছে একটি ভিন্ন subject "God" এর সাথে। God willing অংশটুকু হল absolute; God হল nominative absolute. 
  আরও কয়েকটি উদাহরণ :  
The weather   being  favourable (অনুকূল), we played well. (আবহওয়া ভাল থাকায় আমরা ভাল খেলেছিলাম।) 
The sun   having  set, we shall leave for (উদ্দেশ্যে যাত্রা শুরু করব) home. (সূর্য অস্ত গেলে আমরা--------)  
লিখতে বা বলতে গেলে আমাদেরকে প্রায়ই absolute ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যের একঘেয়েমি অনেকখানি কাটিয়ে উঠতে পারি । 
absolute-এর ব্যবহার বক্তব্যকে নতুন সুর দেয় এবং ভঙ্গিকে গ্রহণীয় ক'রে তোলে। সুতরাং এর ব্যবহার শিখে রাখা চাই ।
(d) Preposition হিসেবে :
 
He knows everything  regarding  (সম্বন্ধে  about: prep.) this issue (ঘটনা).
  Owing to  (= for, কারণে) illness (অসুস্থতা), I could not go to school. 
The river Pashur flows   past  (= by, পাশ দিয়ে ) our village Bhanderkote. 
এভাবে during, considering (বিবেচনায়), concerning ( সম্বন্ধে about), pending ইত্যাদি কতকগুলো participle preposition হিসেবে কাজ করে থাকে।
What is Gerund?
 
  [Verb+ing ]   – যদি noun ও verb এর কাজ করে তাহলে তাকে gerund বলে । 
 
যেমন : 
Taking exercise is a good habit. (ব্যায়াম করা একটি ভাল অভ্যাস) 
 
এখানে is-verb-এর বাম পাশের সবটুকু হল subject আর subject যখন তখন এটি noun ছাড়া আর কিছু নয়। আবার taking একটি verb এর মত কাজ করছে যার object হল
exercise. তাহলে taking—শব্দটি (take+ing) একই সাথে noun ও verb এর কাজ সম্পন্ন করেছে। এটি হল gerund.
এখানে একটি জিনিস স্পষ্টভাবে জানতে হবে : gerund ও Present Participle এর
পাথর্ক্য । গঠনগত দিক দিয়ে-----
gerund = verb+ing 
present participle = verb+ing. 
কিন্তু present participle একইসঙ্গে verb ও adjective এর কাজ করে। নিচের চিত্রের মাধ্যমে gerund ও  participle এর মিল ও অমিল দেখান যায় : 
 
 
  Noun + Verb  = Gerund    
 
   
  Adjective + Verb  = Present Participle   
 
চিত্র থেকে দেখা যাচ্ছে যে gerund এবং present participle উভয়ই verb এর কাজ করতে পারে, কিন্তু, noun এর কাজ করতে পারে শুধু gerund
 এবং adjective এর কাজ করতে পারে শুধু present participle. (ভুলে গিয়ে থাকলে present participle সম্বন্ধে আরেকবার পড়ে নাও।) 
 
 
 
  NOTE :  Gerund ও present participle উভয়ই দুইটি part of speech এর মত
কাজ করে বলে এদেরকে double part of speech বলে। 
Functions of the Gerund
 
 Gerund এর কার্যাবলী : 
Gerund  নিম্নরুপে ব্যবহৃত হয়- 
 
 1.  Subject রূপে :  
 
 Rising  early is a good habit. 
  
(সকালে সকালে ওঠা একটি ভাল অভ্যাস।) 
 
 2.  Object রূপে:  
 
Stop  writing .  
 
I like   playing  golf. 
 
 3.  Preposition এর Object রূপে :  
 
He is fond of  catching  fish. 
 
(এখানে of হল preposition, catching fish হল তার object.) 
 
 4. Verb এর  Complement  রুপে :   
 
Seeing is  believing .  
 
Working is  earning  (কাজ মানেই উপার্জন।) 
 
 5.  Nominative Absolute রুপে  :  
 
 Swimming  being a good exercise, I will swim everyday.
  
(এখানে being= হওয়ায়, যেহেতু।)
 
(Participle এর ব্যবহার আলোচনা করতে গিয়ে nominative absolute ভালভাবে
বুঝানো হয়েছে।)
 
 6.  Compound Noun এর অংশ রূপে :  
 
 Put aside (সরিয়ে রাখ) your  reading  materials (যেমন বই,খাতা) and sit for the exam. 
 
এখানে reading materials একটি শব্দরূপে ব্যবহৃত। এটি দু'টি শব্দের সমন্বয়ে গঠিত ব'লে একে বলে compound word (এখানে noun). " reading" gerund টি এর অংশ।
Gerund with Possessives
 
নিচের বাক্যগুলো পড়  
 
 1.  
 
(a) You do this. (তুমি একাজ কর।)  
  
(b) I like it. (আমি এটা পছন্দ করি।) 
 
অর্থাৎ, একসঙ্গে বলতে গেলে, আমি তোমার একাজ করা পছন্দ করি। এখানে তোমার = your হল possessive pronoun. (ভুলে গিয়ে থাকলে pronoun অধ্যায়ে দেখ।) তাহলে কি আমরা 1-এর a ও b চিহ্নিত বাক্যদু'টিকে নিচের মত লিখব?
 
I like your  do  this. না, এখানে একটি ভুল আছে । possessive pronoun (এখানে, your) এর পরবর্তী verb এর সাথে   ing  যোগ করতে হবে; অর্থাৎ তার (verb এর) gerund ব্যবহার করতে হবে । তাহলে সঠিক বাক্যটি হবে :
 
1. (a+b) : I like your  doing  this.
 
 এভাবে 2.  
 
(a) I go there.  
 
(b) He does not like it. 
 
বাক্যদু'টিকে যুক্ত ক'রে পাওয়া যায় 2(a+b) : He does not like   my going  there. (সে আমার সেখানে যাওয়া পছন্দ করে না ।
 
এতক্ষণ আমরা যেসব pronounএর possessive রূপের কথা বলেছি সেগুলো ছিল প্রাণী বাচক। কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে possessive রূপ ব্যবহৃত হয় না। যেমন :
  
The class will be held. (ক্লাশ হবে।) 
  
There is a possibility of it (এর একটি সম্ভাবনা আছে।)
  
বাক্য দু'টিকে যুক্ত করে বাংলায় লেখা যায় ক্লাশ হওয়ার সম্ভাবনা আছে। এবং ইংরেজিতে
  
There is a possibility of the class's being (পরবর্তী be+ing) held. না হ'য়ে হবে-  
  
There a possibility of the  class  being held. এখানে class—অচেতন বস্তু বলে তার possessive রূপ হল না। আর একারণে being
(be+ing) কে এখন আর gerund বলা যাবে না, বলতে হবে participle (adjective).
Exclusive Tips For Gerund and Participle
 
এই  Exclusive Tips পড়ার পর আপনার Gerund and Participle সম্পর্কে ধারণা পরিবর্তন হতে
বাধ্য। বিশ্বাস করুন--আপনাকে কেউ এভাবে
ইংরেজি শিখিয়ে দেয়নি বলে আপনি ইংরেজিকে
কঠিন বলে রাতের বেলায় নীরবে-নিভৃতে অশ্রু
ঝরাচ্ছেন। আপনার অশ্রুকে হাসিতে পরিণত
করতে  এই      Exclusive Tips .
 
1. A Little (learning) is a dangerous thing.
 Explanation:   Adjective-এর পর Verb-সাথে  ing যুক্ত হলে, তা Gerund হয়। উল্লিখিত
Sentence-এ Little হলো Adjective.তাই "learning " Gerund হবে।
2. A (barking) dog seldom bites.
 Explanation:  আমরা জানি,Verb+ ing যুক্ত কোনো শব্দ Noun-এর ঠিক আগে বসলে
participle হয়।উল্লিখিত sentence-এ Dog
হচ্ছে Noun এর আগের শব্দটি Barking
অর্থাৎ, Verb form Bark.তাই ing যুক্ত
শব্দটি Participleহবে।
3. Ekarash was (enjoying) himself.
 Explanation:  Continuous tense-এ Ing
যুক্ত শব্দটি participle হয়। যা পূর্বে বিশদ আলোচনা করা হয়েছে । উল্লিখিত
Sentence-টি Past continuous
অর্থাৎ,Was এর পর enjoying;participle হবে। 
৩৭ তম বি.সি.এসে আসছিল--Education is enlightening. 
অর্থাৎ,is-এর enlightening ;participle হবে।
4. It's no good (copying) in the exm hall.
 Explanation:   ১ নং রুল অনুরূপ। Good-
Adjective;তাই ing যুক্ত verb;copying "Gerund" হবে।
5. (Speaking) in English, he became tired.
 Explanation:  একজন কর্তা একাধিক কাজ
করলে অধিকতর পূর্বের কাজটি participle হয়।
উল্লিখিত sentence টিতে যে ইংরেজিতে কথা
বলেছে;সে আবার ক্লান্তও হয়েছে।
অর্থাৎ,একজন দ্বারা দুটি কাজ সংঘটিত হয়েছে।
তাই পূর্বে সংঘটিত Speaking "participle" হবে।
6.  After (conducting) the class, Ekarash came here.
 Explanation:  Preposition-এর পর ing
যুক্ত Verb "Gerund"হয়।উল্লিখিত
Sentence-এ After এর conducting
"gerund" হবে।
7. It's a handsome (working).
 Explanation:  ১ নং রুলের অনুরূপ।অর্থাৎ,
Handsome "Adjective" তাই, ing যুক্ত
verb- working "Gerund" হবে।
8.  Venus is fond of (cooking).
 Explanation:  ৬ নং রুলের অনুরূপ।
অর্থাৎ,Preposition-এর পর ing যুক্ত verb
"gerund"হয়। Of-এর পর Cooking
"gerund" হবে।
9.  Ekram dislike (cheating) with other.
 Explanation: "Gerund" হবে। এটার
ব্যাখ্যাটা একটু বড়।  তাই  gerund অংশটুকু   আবার
পড়ে নিন।অনেকে ভাবছেন---Dislike verb
তাই আর একটি verb -cheat আসায় ing
যুক্ত Cheating "gerund"হবে,তাই না?
.তাহলে---He came dancing. We went
singing. এখানে--Came; verb-এর পর
dancing gerund নয়,participle. আবার
went verb-এর singing gerund
নয়,participle.
10.It is as (interesting) as the cinema.
 Explanation: কোন verb ing যুক্ত অংশে
Degree(তুলনা বুঝালে) হলে তা participle
হয়। উল্লিখিত sentence-এ AS
interesting as the cinema কে তুলনা
বুঝিয়েছে। তাই interesting participle হবে।
Verbal Noun
 
আমরা এতক্ষণ কি জেনেছি? জেনেছি অনেক কিছুই তবে তার মধ্যে একটি প্রধান জিনিস
হল এই :  gerund একই সাথে verb ও noun এর কাজ করে। কিন্তু gerund যদি কখনও শুধু noun এর কাজ করে তাহলে তাকে বলে   verbal noun . Verbal Noun নিম্নরূপে
গঠিত হয়-
 The + Gerund+of  – অর্থাৎ     The +V(ing)+of  
যেমন : 
The reading of 
 
The taking of 
The making of ইত্যাদি ।
বাক্যে প্রয়োগ করে দেখা যাক :
  The reading of  newspaper is a good habit (সংবাদপত্র পড়া একটি ভাল অভ্যাস।) 
 The taking of  exercise is good to health. ( ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। ) 
 The making of  dolls is an interesting (পুতুল বানানো একটি মজার কাজ।)
উপরের সবক'টি বাক্যে the+Verb(ing) +of একেকটি noun এর কাজ করেছে, verb এর কাজ করেনি। এগুলো হল verbal noun.
এবার infinitive, gerund, এবং verbal noun এর মধ্যে কি পার্থক্য তা উদাহরণের
মাধ্যমে দেখা যাক :
 Infinitive :   To read  newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস।  ) 
 Gerund :   Reading  newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস।  )  
 Verbal Noun :   The reading of  newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস।  ) 
বলা বাহুল্য, সবগুলো বাক্যেরই অর্থ এক ।
 
নিচের চিত্রের মাধ্যমে সংক্ষেপে participle, gerund, ও verbal nounএর মধ্যকার পার্থক্য ও মিল তুলে ধরা যায় : 
  Verbal Noun = Noun   
 
  Gerund = Noun + Verb   
  Participle (Present) =  Verb + Adjective   
 
চিত্র থেকে দেখা যাচ্ছে যে present participle এর সাথে gerund এর মিল হল এই যে তারা উভয়ে verb হিসেবে কাজ করে; তাদের মধ্যে পার্থক্য এই যে present participle একা adjective হিসেবে কাজ করে যা gerund করে না, এবং gerund একা noun হিসেবে কাজ করে যা present participle করে না। Gerund ও  verbal noun এর মধ্যে মিল এই যে তারা উভয়ই noun হিসেবে কাজ করে; পার্থক্য হল এই যে gerund verb হিসেবে কাজ করে যা verbal noun করে না। আবার present participle ও verbal noun এর কাজের মধ্যে কোন মিল নেই ।
কিন্তু একথাটা স্মরণ রেখ যে প্রত্যেকটিই non-finite verb এর বংশধর যারা verb এর শেষে ing যুক্ত হওয়ার মাধ্যমে সৃষ্ট হয়েছে ।
Where to use the Infinitive or the Gerund?
 
(কোথায় infinitive কোথায় gerund বসবে?)   
  1.   Decide (সিদ্ধান্ত নেয়া), desire (আকাঙ্খা করা), expect (আশা করা), dare (সাহস করা), promise (প্রতিজ্ঞা করা), 
 wish, want, offer (উপহার দেয়া), hope, refuse (প্রত্যাখ্যান করা), swear (শপথ করা), ইত্যাদি verb-এর পরে gerund বসে না, infinitive বসে। যেমন : 
 
 Inc. We decided  going  there. (আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।) 
Cor. We decided  to go  there.  
Inc. I hope  passing  the exam. 
Cor. I hope  to pass  the exam.  
Inc. She promised  speaking  the truth. 
Cor. She promised  to speak  the truth. (সে সত্য বলার প্রতিজ্ঞা করেছিল।)  
Inc. I desire  going  abroad. 
Cor. I desire  to go  abroad. (আমি বিদেশ যাওয়ার আকাঙ্খা করি।)  
Inc. She refused  helping  me.  
Cor. She refused  to help  me.(সে আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানাল । ) 
Inc. He dared  saying  so. 
Cor. He dared  (to) say  so. (সে একথা বলতে সাহস পেল।)
Inc. I want  going  there.  
 
Cor. I want   to go  there. (আমি সেখানে যেতে চাই।) 
Inc. I wish  being  a rich man. 
  
Cor.  I wish  to be  a rich man. 
Inc. She swore (swear এর  past form)  speaking  the truth.  
Cor. She swore  to speak  the truth. 
2.  Attempt (উদ্যোগ নেয়া), begin (আরম্ভ করা), fear (ভয় করা), hate (ঘৃণা করা), like (পছন্দ করা), love, try' (চেষ্টা করা), start (শুরু করা), continue (চালিয়ে যাওয়া, করতে থাকা), forget (ভুলে যাওয়া), learn (শিক্ষা করা), omit (বাদ দেয়া), neglect (অবহেলা করা) ইত্যাদি verb গুলোর infinitive ও gerund উভয়ই ব্যবহৃত হতে পারে। যেমন:
He continued  reading  the book.
He continued  to read  the book.
(সে বইটি পড়েই চলল। —থামল না।) 
We shall begin  working .
We shall begin  to work. 
(আমরা কাজ করা শুরু করব।)
I shall try  doing  the sum.
 
I shall try  to do  the sum.
I hate  living  with him. 
I hate  to live  with him.
She fears  going  out alone.
 
She fears  to go  out alone.
(সে একাকী বাইরে যেতে ভয় পায়।)
We have learnt  fitting  the pipe.
We have learnt  to fit  the pipe.
3.  নিচের বাক্য গুলো পড়  
 
The doctor advised  taking  exercise.
(ডাক্তার ব্যায়ামের উপদেশ দিলেন।)   
বাক্যটিতে advise-verbটির পরপর অন্য একটি verb+ing বসেছে। এটি হল gerund.
ব্যক্যটি যদি এরূপে লিখি
The doctor advised  to take  exercise তাহলে ভুল হবে। কিন্তু advise আর take এর মধ্যে যদি কোন object (noun বা pronoun) বসে তাহলে infinitive বসতে পারে :
The doctor advised me  taking  exercise.
or, The doctor advised me  to take  exercise. 
কাজেই দেখা গেল যে, কিছু কিছু verb আছে যাদের পরপরই কোন gerund ব্যবহৃত হয়
কিন্তু infinitive ব্যবহৃত হয় না, কিন্তু, যদি ঐ সব verb এর পর কোন noun বা pronoun বসে তাহলে পরবর্তী gerund এর স্থলে infinitive বসতে পারে। এধরনের আরও কতকগুলো verb নিচে দেয়া হল :
 
mind (মনে করা), drop, practise (অনুশীলন করা), finish (সমাপ্ত করা), delay (দেরি করান), forbid (নিষেধ করা), endure (সহ্য করা), excuse (ক্ষমা করা), consider
(বিবেচনা করা), stop, fancy (কল্পনা করা), suggest (ধারণা করান, মনে করান, বাতলে দেয়া) present, prefer (দুইটির মধ্যে কোনটি—অধিকতর পছন্দ করা), 
deny (অস্বীকার করা), enjoy (উপভোগ করা), miss (ভুল করা, বাদ দিয়ে যাওয়া), 
forgive (ক্ষমা করা:), escape (মুক্ত হওয়া, মুক্তি দেয়া, ছাড়া পাওয়া), avoid (এড়িয়ে যাওয়া, বাদ দেয়া), pardon (ক্ষমা করা) ইত্যাদি ।
 
Inc. We enjoyed   to play  football. 
Cor. We enjoyed  playing  football. 
Inc. We stopped  to work . 
Cor. We stopped  working .
Inc. I suggest  to do  it.
Cor. I suggest  doing  it. (আমি এটা করার পরামর্শ দিই।)
 
Inc. She forbade ( নিষেধ করেছিল )   to do  this.
Cor. She forbade  doing  this.
 
কিন্তু forbade-এর পর noun বা pronoun থাকলে :
Cor. She forbade me to  do  this.
Inc. I have finished  to  read  (আমি পড়া শেষ করেছি।)  
Cor. I have finished  reading .
Inc. He advises  to do  it.
Cor. He advises  doing  it. (সে একাজ করতে উপদেশ দেয়।) 
কিন্তু advises—এরপর noun/pronoun থাকলে :
Cor. He advises me to do it.
Inc. Start  to write .
 
Cor. Start  writing .
Inc. I do not mind  to go  with him.
Cor. I do not mind  going  with him.
4.  Can't stand (সহ্য করা )
Can't help (এড়ান ,ঠেকান) + gerund
it's no use ( দরকার নেই )
it's no good ( ভাল কাজ নয়)) 
যেমন : I can't help  laughing  (আমি হাসি এড়াতে পারি না  =  আমি না হেসে পারি না ) 
It's no use  going  there.
It's no good  watching  a bad movie 
Infinitives
 
Verb এর present form এর আগে to বসিয়ে infinitive গঠন করা হয়। অর্থাৎ, Infinitive = to + verb (present). যেমন :
I want to go there. (আমি সেখানে যেতে চাই।) 
He told me to do the work. (সে আমাকে কাজটি করতে বলল।) 
লক্ষ্য কর:  to = তে, তাহলে; to do = কর + তে = করতে : to go = যেতে  । 
to + verb এর বাংলারূপ সচরাচর ক্ৰিয়া মূল + তে” এরূপ হয় ।
Omission of "to"
নিম্নলিখিত ক্ষেত্রে Infinitive এর চিহ্ন "to" উহ্য বা অনুক্ত থাকে । 
(a) Active voice-এ please, see, let, make, know, feel, hear, dare, bid, need, behold (দেখা), watch, notice ইত্যাদি verb গুলোর পর:
I saw him (to) go. (আমি তাকে যেতে দেখলাম । এখানে to go = যেতে, কিন্তু to 
উহ্য থেকেও “যেতে” অর্থই বুঝাচ্ছে।) 
এভাবে নিচের Table-এ বাকি উদাহরণগুলো দেওয়া হল । 
| Sentence (Example) | Meaning | Note | 
|---|---|---|
| 1. He bade me (to) go home. | সে আমাকে বাড়ী যেতে আদেশ দিল । | to go = যেতে;তবুও এখানে to উহ্য রয়েছে, ফলে go = যেতে | 
| 2. Please (to) do it. | এ কাজ করতে অনুগ্রহ কর = অনুগ্রহ ক'রে কাজটি কর। | এখানে Please হল verb, do নয় | 
| 3. Let him (to) stay. | তাকে থাকতে দাও । | to stay = থাকতে, Let- এরপর to উহ্য রয়েছে। | 
| 4. Did you hear me (to) call you? | তুমি কি আমাকে তোমায় ডাকতে শুনেছিলে? | to call = ডাকতে, hear- এর পর to উহ্য। | 
| 5. He made me (to) work for him. | সে আমাকে দিয়ে তার (জন্য) কাজ করিয়ে নিল = সে আমাকে তার কাজ করতে বাধ্য করল। | to work = কাজ করতে। made-এর পর to উহ্য। | 
| 6. I felt the wind (to) blow. | আমি বাতাস বওয়া অনুভব করলাম। | feel-এর past tense felt; তার পর to উহ্য। | 
| 7. We watched them (to) go away. | আমরা তাদেরকে চলে যেতে দেখলাম । | to go = যেতে; watch এর পর to উহ্য। | 
| 8. I shall behold him come but say nothing. | আমি তাকে আসতে দেখব কিন্তু কিছু বলব না। | to come = আসতে; behold. এর পর to উহ্য। | 
কিন্তু উক্ত verb গুলোর পর passive voice-এ to উহ্য থাকে না, শুধু Let-এর পর উহ্য থাকে : যেমন :
| Active | Passive | 
|---|---|
| 1. Let him (to) do it. | Let it be done by him. | 
| 2. He made me (to) go home. | I was made to go home by him. | 
| 3. He made me (to) work for him. | I was made to work for him by him | 
| 4. We watched them (to) go away. | They were watched by us to go away. | 
| 5. I shall behold him (to) come. | He will be beheld by me to come. | 
 
নিচের বাক্যগুলো পড় : 
I need  to buy a pen. (আমার একটি কলম কেনার দরকার।) 
He dares  to  say so. (সে এরূপ বলতে সাহস পায়।) 
 
উপরের বাক্যগুলো affirmative বা হ্যাঁ বোধক। need ও dare-এর পরে to বসেছে। আবার—
I need not (to) go there. (আমার সেখানে যাবার দরকার নেই।)
I dared not (to) speak the truth. (আমি সত্য বলার সাহস পাইনি = সত্য বলতে সাহস করিনি; to speak = বলতে) 
লক্ষ্য কর, negative বাক্য দু'টোতে need ও dare-verb দুটির পরে to উহ্য রয়েছে।
আবার-
I don't need  to  go there = I need not (to) go there. 
He dared not (to) speak the truth = He did not dare to speak the  truth.
তাহলে দেখা যাচ্ছে need ও dare verb দু'টি negative-এ ব্যবহৃত হওয়ার সময় এদের আগে যদি auxiliary verb (don't, did not) ব্যবহৃত হয় তাহলে এদের পরে to বসে।
(c) can, do, may, shall, should, will, would, have, must-প্ৰভৃতি auxiliary ও defective verb গুলোর পর  to উহ্য থাকে।  যেমন:
 
I can go (আমি যেতে পারি । এখানে to + go = যেতে। কিন্তু to ব্যবহৃত না হয়েও অর্থ হল ‘যেতে’।) = I am able  to  go .
 
You may do it (= you are allowed  to  do it. তুমি এটা করতে পার; অনুমতি বুঝাচ্ছে :  to  do = করতে, তবুও এখানে  to  উহ্য।) You should do it you ought to do it (তোমার একাজ করা উচিত ।)
She must dance = She is bound  to  dance. (তাকে অবশ্যই নাচতে হবে।  to  dance নাচতে । তবুও এখানে  to  উহ্য রয়েছে।)  
(d) Had better, had sooner, than, but, except, ইত্যাদির পর infinitive
এর  to  উহ্য থাকে যেমন :
Inc. I had better  to  go now.
 
Cor. I had better go now (আমি বরং এখন যাই।)
Inc. He is better able  to  sing a song than  to  recite a poem.
Cor. He is better able  to  sing a song than recite a poem (সে কবিতা আবৃত্তি করার চেয়ে গান গাইতে ভাল পারে। than এর পর to ঊহ্য রয়েছে।)
Inc. You had sooner  to  hide. 
Cor. You had sooner hide.
Inc. You have nothing  to  do but  to  weep. 
Cor. You have nothing  to  do but weep (তোমার কাঁদা ছাড়া আর করার কিছু নেই । ) 
Inc. He did everything except  to  kill me.
Cor. He did everything except kill me. (সে আমাকে মারা ব্যতীত আর সব করেছিল ।)
(e) Better-adjective টির পর  to  উহ্য থাকতে পারে; 
Better (to) stay here now.
Types of Infinitives
 
Infinitive দুই প্রকার : 
(a) Simple or Noun - Infinitive. 
(b) Gerundial or Qualifying Infinitive
নিচে এগুলো সম্বন্ধে আলোচনা করা হল :
a. Simple or Noun-Infinitive
 
 Infinitive যখন noun এর কাজ করে তখন
তাকে বলে simple বা noun-infinitive. এই প্রকার infinitive noun-এর মত কাজ করে বলে subject, object, complement ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয় ।
 1. As a subject :   To tell  a lie is a sin. (মিথ্যা বলা পাপ। লক্ষ্য কর, is এর বামপাশের সবটুকু subject. সুতরাং to tell—এখানে verb নয়।)
 2. As an object :  I want  to go . (এখানে want verb এর ডানপাশের সবটুকু হল object. এটুকু হল infinitive.) এভাবে, She likes  to cook .
 
 3. As an object of a preposition :  I can not but (to)  laugh  (আমি না হেসে পারি না।) 
The man was about  to die .
  4. As the complement to a verb :  She appears  to be  tired (তাকে ক্লান্ত মনে হয়।)
I am  to do  it. (আমাকে একাজ করতে হয়।) এখানে to be ও  to do infinitive দু'টি যথাক্রমে appears ও am verb দু'টির অর্থকে সমাপ্ত করেছে। এজন্যে এরা হল verb
এর complement.)
 5. As the complement to an object :  We expect you  to go . (আমরা চাই যে তুমি যাও । এখানে object হল you; to go Infinitive টি এই you সম্বন্ধে বলছে, we বা subject সম্বন্ধে নয়। এজন্যে to go হল object এর complement.)
 6.  আবেগ প্রকাশ করতে বা কথ্য রীতিতে প্রশ্ন জিজ্ঞাসায় :   To live  with this man? (তুচ্ছ অর্থে:  এই লোকটির সাথে বসবাস করতে হবে?) 
 To have  so much 8 money!
 NOTE :  Know + Infinitve অর্থাৎ know + to +verb এরূপে ব্যবহৃত হলে to এর আগে how বসে :
Inc. I know  to read . (আমি পড়তে জানি।)
Cor. I know  how to read . (আমি জানি কিভাবে পড়তে হয় = আমি পড়তে জানি।) 
Inc. He knows  to swim .
Cor. He knows  how to swim .
b. Gerundial or Qualifying Infinitive
 
Infinitive যদি adjective বা adverb রূপে কাজ করে বা parenthetically ব্যবহৃত হয় তাহলে তাকে বলে gerundial infinitive.
এই ধরনের infinitive কোন
(i) উদ্দেশ্য- purpose
(ii) কারণ—cause
(iii) শর্ত—condition
(iv) ফলাফল – result বুঝায় বা 
(v) parenthetically ব্যবহৃত হয়।
এই পাঁচটি পয়েন্ট (i, ii, iii, iv, v) মনে রাখলে gerundial infinitive বুঝতে আর কোন সমস্যা হবে না ।  
 Examples : 
 (i) উদ্দেশ্য (purpose) :  She came to see me. (সে আমাকে দেখতে এসেছিল। এখানে উদ্দেশ্য হল ( see), এভাবে— 
We eat to live. (আমরা বাঁচার জন্য খাই।) 
এখানে Infinitive-টি adverb রূপে verb কে modify করেছে। কারণ infinitive-এর
আগে verb বসেছে : অর্থাৎ    verb + Infinitive(to + verb )  –এরূপে ব্যবহৃত হয়ে উদ্দেশ্য প্রকাশ করছে। এভাবে   [noun + to + verb]   - ও ব্যবহৃত হতে পারে; যেমন : This is the milk to drink. 
(এই দুধ পান করার জন্য ।)
এক্ষেত্রে noun কে qualify করার infinitive টি adjective হিসেবে কাজ করেছে।
 (ii) কারণ (cause ) :  I am sorry  to disturb  you. (আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত।)
এখানে কারণ হল to disturb—জ্বালাতন করা । আর এই কারণেই দুঃখিত হওয়া ।
He is happy  to have got  this. (সে এটা পেয়ে সুখী।) 
এখানে কারণ হল  to have got — পেয়ে ।
 (iii) শর্ত (condition) :  You can take my book  to read  for only a week. (তুমি মাত্র এক সপ্তাহের জন্য আমার বইটি নিতে পার।)
 (iv) ফলাফল (result ) :  He studied hard  to score  good marks in the exam. (সে পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্য কঠোর পড়াশুনা করেছিল।)
 (v) Parenthetical use.  Finite verb এর সাথে সম্পর্কহীন অবস্থায় infinitive ব্যবহৃত হলে তার parenthetical use হয়। কোন বক্তব্য বা বিষয়ের উপর জোর দেওয়ার জন্য ইহা ব্যবহার হয়। এই প্রকারের infinitive পুরো sentence টিকেই qualify করে। যেমন : 
 To speak frankly , he is not a good man. (খোলা কথা বলতে কি, সে একজন ভাল মানুষ নয়।)
এখানে he is not a good man অংশটি আলাদা বাক্য হিসেবে পরিণত হতে পারত । পূর্বের অংশটুকুর সাথে এর কোন সম্পর্ক নেই ।
 To speak the truth . I am a poor man. (সত্য কথা বলতে কি, আমি একজন গরিব লোক ।
 To be brief , we won't go there. (সংক্ষেপে বলতে কি, আমরা সেখানে যাব না।) অর্থাৎ, অত যুক্তি দেখিয়ে, পেঁচাল পেড়ে লাভ নেই, আমরা সেখানে যাব না। একেবারে
কাটা কথা ৷
Perfect Infinitive
 
এই Infinitive-এর ব্যবহার খুব চমৎকার এবং শক্তিশালী । নিচের বাক্যগুলো পড়:
I am sorry. (আমি দুঃখিত)- ---কারণ---
I have disturbed you. (আমি তোমাকে জ্বালাতন করেছি।)
লক্ষ্য কর, ২য় বাক্যটির tense হল present perfect. যেহেতু ২য় বাক্যটি দিয়ে cause
বা কারণ বুঝাচ্ছে সেহেতু আমরা infinitive দিয়ে বাক্যগুলো যুক্ত করতে পারি। 
I am sorry to have disturbed you. (আমি তোমাকে জ্বালাতন করে ফেলাতে বা ফেলার জন্য দুঃখিত।) 
Infinitive টি কেমনভাবে গঠিত হয়েছে লক্ষ্য করেছ? এর গঠন হল –
 to + have + verb (past participle) 
আবার নিচের বাক্য দু'টির অর্থের পার্থক্য লক্ষ্য কর :
I am sorry to disturb you (আমি তোমাকে জ্বালাতন করার জন্য দুঃখিত অর্থাৎ বক্তা এখনও জ্বালাতন করেনি, করতে এসেছে। যেমন : তুমি তোমার পাশের বাড়ির একটি ছেলে/মেয়ের কাছে গিয়েছ.একটি বই চাইতে । তখন এই বাক্যটি বললে ।)
I am sorry to have disturbed you (আমি তোমাকে জ্বালাতন করে ফেলে দুঃখিত। অর্থাৎ, বক্তা তাকে জ্বালাতন করে ফেলেছে। যাওয়ার সময় এখন বলছে যে সে দুঃখিত।)
Perfect Infinitive-এর ব্যবহার :
1.  Desire (কামনা করা), hope (আশা করা), intend (পরিকল্পনা করা, আশা করা), wish, command ইত্যাদি verb এর past tense এর পরে কোন কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি এরূপ বুঝাতে perfect infinitve ব্যবহৃত হয়।
I hoped to have helped you. (আমি তোমাকে সাহায্য করব বলে আশা করেছিলাম।)
She wanted to have completed reading the book that day. (সে ঐ দিন বইটি পড়ে শেষ করতে চেয়েছিল।)
লক্ষ্য কর hope ও want verb দু'টি past tense-এ ব্যবহৃত হয়েছে। 
2.  Principal verb এর কাজ যখন সম্পন্ন হয় বা হয়েছিল তার আগে কোন কাজ সম্পন্ন
হয়েছে বুঝাতে perfect infinitive ব্যবহৃত হয়। যেমন : 
He has killed someone. (সে কাউকে খুন করেছে।)
 
এইরূপ যদি এখন মনে হয় তাহলে মনে হওয়ার আগে খুন করা কাজটি ঘটেছিল । তাহলে নিচের বাক্যটি লেখা যায় ।
He seems to have killed someone. (মনে হয় সে কাউকে খুন করেছে।)
এভাবে- She appears to have done it (মনে হয় সে এই কাজ করেছে।)  
3. সম্ভাবনা বুঝাতে may, might, can, could, would প্রভৃতি verb এর সাথে perfect infinitive ব্যবহৃত হয়।
I could have done this. (আমি কাজটি করতে পারতাম। কিন্তু করা হয়নি। 
They might have played well. (তারা ভাল খেলতে পারত। —সম্ভাবনা ছিল কিন্তু তারা তা পারেনি।)
He may have heard this. (সে হয়ত একথা শুনে থাকবে।—স্পষ্ট জানা যাচ্ছে না, তবে, সম্ভাবনা আছে যে সে শুনেছে।)
She would have sung a song if you requested her. (তুমি যদি তাকে অনুরোধ করতে তাহলে সে একটি গান গাইত।--কিন্তু অনুরোধও করা হয়নি, সেও গায়নি।) লক্ষ্য কর, প্রতিক্ষেত্রে to উহ্য রয়েছে।
4.  Say এবং report, hear, believe ইত্যাদি verb এর পরে indirect narration এ perfect infinitive ব্যবহৃত হয়। এখানে be + said (যেমন is said, are said) এবং | be + reported (যেমন is/are reported)-এর কথা বুঝতে হবে। অর্থাৎ বাক্যটি হবে passive voice এর ।
He is said to have been killed by X. (বলা হয়ে থাকে যে সে X-এর দ্বারা নিহত হয়েছে।)
Kazi Nazrul Islam is said to have married twice or thrice in his life. (বলা হয় যে কাজী নজরুল ইসলাম জীবনে দুইবার বা তিনবার বিয়ে করেছিলেন।)
The manager is reported to have made a good profit. (সংবাদ দেয়া হয়েছে যে ম্যানেজার ভাল লাভ করেছেন। 
He seemes to have lost his money. (মনে করা হয় যে সে তার টাকা হারিয়েছে।)
He is believed to have gone to America. (বিশ্বাস করা হয়ে থাকে যে সে আমেরিকা গিয়েছে।) 
He was heard to have died. (শোনা গিয়েছিল যে সে মারা গেছে।)
এতক্ষণ আমরা perfect infinitive ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য গঠন করলাম। প্রথমেই বলেছিলাম যে perfect infinitve খুব শক্তিশালী। কিন্তু কিভাবে? কারণ এটি একটি দীর্ঘ বাক্যকে সংক্ষিপ্ত করে আনতে পারে এবং বাক্যের মাধুর্য বাড়িয়ে তোলে ।
যেমন : It seems that he has accumulated much money (মনে হয় যে সে অনেক টাকা পয়সা জমা করেছে।)
বাক্যটিকে perfect infinitive ব্যবহার ক'রে আরো সংক্ষিপ্ত ক'রে আনা যায় : 
He seems to have accumulated much money. (অর্থ একই).
লক্ষ্য কর, প্রথম বাক্যের প্রথমে ছিল It কিন্তু দ্বিতীয় বাক্য শুরু হয়েছে He (subject)
দিয়ে ।
Split Infinitive
 
নিচের বাক্যগুলো পড় 
 
 1.   
 
(a) I told him to do it. (আমি তাকে একাজ করতে বললাম।) 
 
(b) I told him to do it  quickly . (আমি তাকে তাড়াতাড়ি এ কাজ করতে বললাম।) 
 
(c) I told him  to quickly  do it. (অর্থ b-এর মত।) 
 
লক্ষ্য কর, প্রথম বাক্যের infinitive এর কাজটি (do) কেমনভাবে সম্পন্ন হবে তা নির্দেশ
করছে দ্বিতীয় বাক্যের adverb — quickly. এখানে infinitive এর to এবং verb এর পরে adverb টি ব্যবহৃত হয়েছে : to do it quickly. কিন্তু তৃতীয় বাক্যে adverb টি (quickly) ব্যবহৃত হয়েছে to ও verb এর মধ্যে to quickly do it. এই ব্যবহার দোষের। এরূপে ব্যবহৃত হলে infinitive-এর to থেকে verb বিচ্ছিন্ন (split) হয়ে যায় বলে একে বলে   split infinitive . অবশ্য বর্তমানে split infinitive কে আর দোষের ব'লে মনে করা হয় না।
 
কাজেই পরীক্ষার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা থাকলেও অন্যান্য ক্ষেত্রে তোমরা এটি সব সময়ই
ব্যবহার করতে পার ।
 
আরও একটি উদাহরণ দেখ :
 
 2.   
 
(a) He told me  to believe  it. (সে আমাকে এটা বিশ্বাস করতে বলল।)
 
(b) He told me  to believe  it firmly. (সে আমাকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে বলল ।) 
 
(c) He told me to firmly  believe  it (split).
 
তাহলে split infinitive গঠিত হয় নিম্নরূপ :'  to + adverb + verb