রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৯৫৬-১৯৯১)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা প্রভৃতি তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে।তিনি সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন 'জাতীয় কবিতা পরিষদ' এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম- সম্পাদক ছিলেন এবং ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট' প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা । বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার স্ত্রী। (বিবাহ-১৯৮১, বিচ্ছেদ-১৯৮৮) । তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।

 

সাহিত্যিক উপাদান

সাহিত্যিক তথ্য

জন্ম

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ অক্টোবর, ১৯৫৬ খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ী বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালী গ্রামে।

কাব্যগ্রন্থ

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:

‘উপদ্রুত উপকূল' (১৯৭৯),

ফিরে চাই স্বর্ণগ্রাম' (১৯৮১),

‘মানুষের মানচিত্র' (১৯৮৬),

'ছোবল' (১৯৮৬)

'গল্প' (১৯৮৭),

‘মৌলিক মুখোশ' (১৯৯০)।

অন্যান্য সাহিত্যকর্ম

তাঁর অন্যান্য সাহিত্যকর্মসমূহ:

কাব্যনাট্য : ‘বিষ বিরিক্ষের বীজ' (১৯৯২)।

ছোটগল্প : ‘সোনালি শিশির'

বিখ্যাত গান : ‘ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।'

বিখ্যাত কবিতা: ‘বাতাসে লাশের গন্ধ' (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন)

মৃত্যু

তিনি ২১ জুন, ১৯৯১ সালে মারা যান।

 

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন