হেলাল হাফিজ

হেলাল হাফিজ (১৯৪৮-)

হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তারুণ্যকে উদ্দীপ্ত করার মূলমন্ত্রই তিনি তাঁর সাহিত্যে উপস্থাপন করেছেন।

হেলাল হাফিজের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম হেলাল হাফিজ ৭ অক্টোবর, ১৯৪৮ খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন।
সাহিত্য পাতা তিনি ছাত্রজীবনেই ‘দৈনিক পূর্বদেশ' পত্রিকার সাহিত্য পাতার সাথে সম্পৃক্ত হন ।
পুরস্কার তিনি ২০১৩ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ পান ।
কাব্যগ্রন্থ তাঁর কাব্যগ্রন্থসমূহ:

‘যে জলে আগুন জ্বলে' (১৯৮৬): এটি প্রথম প্রকাশিত কাব্য। এ কাব্যে হেলেন নামে এক নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যিনি ছিলেন কবির প্রেমিকা । তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় ২৫ বছর এক ধরণের স্বেচ্ছানির্বাসনে জীবন-যাপন করেন। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি -

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।'

‘কবিতা একাত্তর’ (২০১২)।
নবীনতর পূর্বতন