প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-১৯৯৮ (সকল বিভাগ)
পরীক্ষার তারিখ : ১৬ জুলাই ১৯৯৮
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ১০০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৭০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ]
৩১. পরমত সহিষ্ণুতা কি? এই সম্পর্কে রচনা লিখুন। (নিম্নোক্ত ইঙ্গিতানুসারে)
৮
- পরমত সহিষ্ণুতা কি-
- পরমত সহিষ্ণুতার সামাজিক গুরুত্ব-
- বাংলাদেশের প্রেক্ষাপটে পরমত সহিষ্ণুতা-
৩২. শুদ্ধ করে লিখুন :
৩
- ক. আমি, তুমি ও সে কাল সাভার জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব।
- খ. যিনি যথার্থই বিদ্যান, তিনি কখনো নিজের বিদ্যার গৌরব করেনা।
- গ. তার জৈষ্ঠ পুত্র ও কন্যা বিদেশে গিয়েছে।
৩৩. বিরাম চিহ্ন ব্যবহার করুন:
৩
আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, তখন যে বললে বড় ক্ষিধে পেয়েছে তখন হয়ত জ্বর ছিল না তাহলে তুলে রেখে দি সাঁঝের বেলা খেয়ো গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠাণ্ডা ভাত খেয়ে যে অসুখ বাড়বে।
৩৪. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
৫
- ক. সন্ধি বিচ্ছেদ করুন: যাবজ্জীবন।
- খ. কারক নির্ণয় করুন: আকাশ মেঘে ঢাকা
- গ. সমাস নির্ণয় করুন: আকাড়া
- ঘ. এককথায় প্রকাশ করুন: আকাশে গমন করেন যিনি
- ঙ. অব্যয় চিহ্নিত করুন: ঝন ঝন করে গ্লাসটি ভেঙ্গে গেল
৩৫. কমনওয়েলথ কি? কমনওয়েলথভুক্ত চারটি দেশের প্রধানমন্ত্রীর নাম লিখুন :
৪
৩৬. বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি ও কি কি ?
৪
৩৭. ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য লিখুন।
৪
৩৮. চন্দ্র ও সূর্যগ্রহণ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন।
৮
৩৯. এক ব্যক্তি ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচা অভিমুখে যাত্রা শুরু করল। ৩ ঘণ্টা পর অপর ব্যক্তি ১১ কিলোমিটার বেগে একই দিকে যাত্রা শুরু করল। উভয়ে একই সাথে আরিচা গিয়ে পৌঁছল। ঢাকা থেকে আরিচার দূরত্ব কত?
৪
৪০. কোন অংশীদারী কারবারে ক, খ ও গ তিনজন অংশীদার। তাদের মূলধন যথাক্রমে ৩,২০০, ৪,০০০ ও ৪,৮০০ টাকা। ব্যবসায়ে ৩,০০০ টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে ?
৪
৪১. Make sentences with the following phrases:
৮
- a. Cut out (বিভাজন):
- b. Point blank (লক্ষ্য বস্তুতে সরাসরি):
- c. Few and far between (কদাচিৎ):
৪২. Narrate the following in the speech as directed.
৩
- a. Karim exclaimed with joy that it was a very beautiful bird. (Direct)
- b. Dolly said to me, "I want to go to school now." (Indirect)
- c. Mother said to her son, "May you pass the examination." (Indirect)
৪৩. Change the following sentences into the Voice as directed:
৩
- a. Your mother will the make tea for us. (Passive)
- b. The teacher saw the students playing in the field (Passive)
- c. By whom has the glass been broken ? (Active)
৪৪. Choose the correct appropriate Preposition:
৪
- a. Can I look up a word -- your dictionary ?
- b. Jalal asked me-- a loan of Tk. 500/-
- c. He looked as if he hadn't slept -- weeks.
- d. I am not susceptible--hypnotic influences.
৪৫. বঙ্গানুবাদ করুন:
৫
- a. He is too ill to attend office.
- b. He is seldom found in his house now-a- days.
- c. May your years be as many as there are hair on my head.
- d. Man is the architect of his own fate.
- e. Nobody can say that the poor will always remain poor.
৪৬. Translate into English:
৫
- ক. যেমন স্বামী, তেমন স্ত্রী।
- খ. তিনি তার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ।
- গ. এখন পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম।
- ঘ. কিছু মনে করবেন না, আপনি কি নিরামিষ ভোজী ?
- ঙ. সবচেয়ে মজার কথা শুনতে চাইলে আমার জীবনের কথাই বলি।
৪৭. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মধ্য বিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় উহাও সমদ্বিবাহু।
৪
৪৮. উৎপাদকে বিশ্লেষণ কর:
৪
(a - b)³ + (b - c)³ + (c - a)³