প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (চট্রগ্রাম বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (চট্রগ্রাম বিভাগ)

পরীক্ষার তারিখ : ১৭ অক্টোবর, ২০০৩
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৩৫

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :

আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর আমাদের উন্নতি নির্ভরশীল। আলস্যে কালযাপন করলে চলবে না। দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এজন্য আমাদের সকলের কঠিন পরিশ্রম করতে হবে। কেননা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি ।

৩৭. বাংলায় অনুবাদ করুন :

Men were very helpless in ancient times. There was very little difference between men and beasts. Men passed their days always in constant fear of wild animals. The art of making houses. clothings and weapons was unknown to them. They would pass the night in the pits of the earth or in caves of mountains or climbing upon the tree. At day time, they would roam about in search of food.

৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. ইচ্ছা থাকলে উপায় হয়
  • খ. গণশিক্ষা
  • গ. সহশিক্ষা
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. Socialism
  • খ. Student Unrest
  • গ. Your Native Village
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
  • ক. গবেষণা (সন্ধি বিচ্ছেদ)
  • খ. চৌরাস্তা (ব্যাস বাক্যসহ সমাসের নাম)
  • গ. আর স্কুল পালাইও না। (কারক ও বিভক্তির নাম)
  • ঘ. যার নাম কেউ জানে না। (এক কথায় প্রকাশ)
  • ঙ. শাপে বর (বাক্য রচনা)
৪১. বাক্য রচনা করুন:
  • ক. Get to (জানতে পারা):
  • খ. A lot of (প্রচুর):
  • গ. At least (অন্তত):
  • ঘ. Make friend (বন্ধুত্ব স্থাপন করা) :
  • ঙ. In fact (বস্তুত):
৪২. করিম একটি কাজের অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং সে ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। রহিম একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারত ?
নবীনতর পূর্বতন