বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ)
অধ্যায়: বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২৩)

১. নিচের কোনটি সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন নাম্বার ? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (DPDC)- সুইচ বোর্ড এটেন্ডেন্ট-২১ ]

  • ৯৯৯
  • ১০৯
  • ১০৬
  • ৩৩৩

২. বাংলাদেশে ই-পাসপোর্ট এ কত ধরণের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১]

  • ৪০
  • ৩৫
  • ৩৮
  • ৪১

৩. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে ? [দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

  • ১১৩তম
  • ১১৫তম
  • ১১৭তম
  • ১১৯তম

৪. বাংলাদেশে ই-পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে ? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার - ২০২০ ]

  • ৪০
  • ৩৫
  • ৩৮
  • ৪১

৫. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি ? [দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা :২০২০ ]

  • ঢাকা
  • কুমিল্লা
  • যশোর
  • মাগুরা

৬. বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হলো - [ঢাকা বিশ্ববিদ্যালয় খ-ইউনিট ভর্তি-পরীক্ষা ২০১৯-২০২০ ]

  • ১০৯
  • ১০৩
  • ১৯৯
  • ৩৩৩

৭. নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ-ইউনিট ভর্তি-পরীক্ষা ২০১৯-২০২০]

  • ৯১১
  • ২২২
  • ৯৯৯
  • ১১১

৮. জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয় ? [গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]

  • ২৬ মার্চ, ২০১৪
  • ২৩ জুন, ২০১৪
  • ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ২৩ জুন, ২০১৫

৯. বাংলাদেশের কোন শহরটিকে প্রথম 'সাইবার সিটি' বলা হয় ? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮ ]

  • সিলেট
  • ঢাকা
  • চট্টগ্রাম
  • রাজশাহী

১০. বাংলাদেশে 4G সেবা চালু হয় কবে ? [জাককানইবি - ডি ইউনিট কোড ধলেশ্বরী) ২০১৮-১৯ ]

  • ১৯ মার্চ ২০১৮
  • ২৬ মার্চ ২০১৮
  • ১৯ ফেব্রুয়ারি ২০১৮
  • ১৯ এপ্রিল ২০১৮
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন