দিল্লী সালতানাত MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ)
অধ্যায়: দিল্লী সালতানাত MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৪)

১. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি ? [বাতিলকৃত ২৪ তম বিসিএস ]

  • কুসুম্বা মসজিদ
  • বড় সোনা মসজিদ
  • ষাট গম্বুজ মসজিদ
  • সাত গম্বুজ মসজিদ

২. কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তৃতীয় ধাপ) ২০১৯ ]

  • ১৫২৭
  • ১৫২৩
  • ১৫২৬
  • ১৫২৪

৩. দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬ ]

  • কুতুবউদ্দিন আইবেক
  • শামসুদ্দিন ইলতুতমিশ
  • গিয়াসউদ্দিন বলবন
  • মুহম্মদ বিন তুঘলক

৪. দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ১৩-১৪/চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৩-০৪ ]

  • বেগম রোকেয়া
  • নুর জাহান
  • সুলতানা রাজিয়া
  • মমতাজ বেগম

৫. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪/জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ১৩-১৪/খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক: ১২/চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খ-ইউনিটঃ ০৮-০৯ ]

  • বগুড়া
  • দিনাজপুর
  • যশোর
  • বাগেরহাট

৬. তৈমুর লং ভারত আক্রমণ করেন- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২- চট্টগ্রাম ]

  • ১৬৯৮ সালে
  • ১৫৯৮ সালে
  • ১৩৯৮ সালে
  • ১২৯৮ সালে

৭. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা- [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮/ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৭-০৮ ]

  • কুতুবউদ্দীন আইবেক
  • শামসুদ্দিন ইলতুৎমিশ
  • গিয়াসউদ্দিন বলবন
  • আলাউদ্দিন খলজী

৮. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]

  • মালিক কাফুর
  • বৈরাম খাঁন
  • শায়েস্তা খাঁন
  • মীর জুমলা

৯. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেনঃ [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]

  • ইলতুৎমিশ
  • বলবন
  • আলাউদ্দিন খলজী
  • মুহম্মদ বিন তুঘলক

১০. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেনঃ [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বার্তিলকৃত) ২০১৭/রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]

  • শেরশাহ
  • মুহম্মদ বিন তুঘলক
  • ইলতুৎমিশ
  • লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন