জৈব যৌগ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: জৈব যৌগ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৪৬)

১. কাঁদুনে গ্যাসের অপর নাম কী ? [৪১তম বিসিএস ]

  • ক্লোরোপিক্রিন
  • মিথেন
  • নাইট্রোজেন
  • ইথেন

২. সোডিয়াম এসিটেটের সংকেত - [৪০তম বিসিএস ]

  • CH 2 COONa
  • ( CH 3 COO)2Ca
  • CH 3 COONa
  • CHCOONa

৩. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ? [৩৬তম বিসিএস ]

  • ডিজেল
  • পেট্রোল
  • অকটেন
  • সিএনজি

৪. একটি জ্বালানি মিশ্রণের অকটেন নাম্বার ৮০ বলতে বুঝায়— [বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

  • ৮০% আইসো অকটেন ও ২০% এন হেপ্টেন
  • ৮০% এন হেপ্টেন ও ২০% আইসো অকটেন
  • ২০% আইসো অকটেন ও ৮০% এন অকটেন
  • ২০% আইসো বিউটেন ও ৮০% এন হেপ্টেন

৫. লেবুর রসে/ কাগজি লেবুতে কোন এসিড থাকে ? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]

  • হাইড্রোক্লোরিক
  • সাইট্রিক
  • সারফিউরিক
  • নাইট্রিক

৬. Petrol এর ignition quality কোনটি দ্বারা প্রকাশ করা হয় ? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ ]

  • Cetane number
  • Octane number
  • Calorific valve
  • All of these

৭. Contact lenses are made from – [সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০১৯ ]

  • Polymers
  • Polyvinyl Chloride
  • Polystyrene
  • Teflon

৮. Iso-Octane এর সূত্র কোনটি ? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

  • C 4 Hg
  • C 7 H 17
  • C 7 H 14
  • C 8 H 18

৯. গ্রীজ এক ধরনের—— [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

  • লিকুইড লুব্রিকেন্ট
  • সিনথেটিক লুব্রিকেন্ট
  • সলিড লুব্রিকেন্ট
  • সেমি-সলিড লুব্রিকেন্ট

১০. জৈব এসিড হলো - [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ) ২০১৮]

  • নাইট্রিক এসিড
  • হাইড্রোক্লোরিক এসিড
  • সালফিউরিক এসিড
  • এসিটিক এসিড
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন