ফোটন কণা , হিগের কণা , অধরা কণা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: ফোটন কণা , হিগের কণা , অধরা কণা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৪)

১. ঈশ্বর কনা কোনটি ? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্ক ২০১৭ ]

  • হিগস বোসন
  • ফোটন
  • ইলেকট্রন
  • লেপটন

২. ‘অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পদার্থবিজ্ঞানী- [১১তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৭ ]

  • মাকসুদুল আলম
  • এম জাহিদ হাসান
  • দীপঙ্কর তালুকদার
  • সেলিম শাহরিয়ার

৩. ন্যানো কণা ব্যবহৃত হয়- [ রাবি 'সি' ইউনিট ২০১৫-১৬ ]

  • রোগের প্রাথমিক অবস্থা নির্ধারণে
  • ভূ-গর্ভস্থ পানি হতে C C 14 মুক্তকরণে
  • আর্সেনিক অপসারণে
  • উপরের সবগুলো তে

৪. নিচের কোনটি ন্যানো কণার পরিসরকে বোঝায় ? [ রাবি 'এইচ' ইউনিট (জোড়) ২০১৫-১৬ ]

  • 1nm -100nm
  • 1 nm-50 nm
  • 0.1nm-0.0001nm
  • 0.03nm-0.005nm
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন