সেলিনা হোসেন mcq প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: সেলিনা হোসেন mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৬)

১. “যাপিত জীবন” উপন্যাসের রচয়িতা কে ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট:১০]

  • রাবেয়া খাতুন
  • রিজিয়া রহমান
  • সেলিনা হোসেন
  • নাসরিন জাহান

২. 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে ? [ বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ১৮ ]

  • জহির রায়হান
  • সৈয়দ শামসুল হক
  • সেলিনা হোসেন
  • শওকত হোসেন

৩. “নীল ময়ূরের যৌবন” উপন্যাসের রচয়িতার নাম-- [ পিএসসি’র সিনিয়র ইন্সট্রাক্টর : ২১ ]

  • সুফিয়া কামাল
  • রাজিয়া বেগম
  • রাবেয়া খাতুন
  • সেলিনা হোসেন

৪. “জলোচ্ছাস” উপন্যাসের রচয়িতা কে ? [ সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২২]

  • সেলিম আল দীন
  • সেলিনা হোসেন
  • জহির রায়হান
  • জাহানারা ইমাম

৫. সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে - [ পিএসসি নন ক্যাডার : বাছাই পরীক্ষা ২০১৮ | প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা কোটা) : ২০১৮ ]

  • সীমানা
  • মানুষ
  • আসন্ন
  • জাহাজী

৬. সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি ? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর :.২০১৮ ]

  • দোযখের ওম
  • ময়ূরীর মুখ
  • কালাে মাফলার
  • খোল করতাল
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন