পদাশ্রিত নির্দেশক MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পদাশ্রিত নির্দেশক MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৩২)

১. টা, টি, খানা, খানি ইত্যাদি- [ ২৬তম বিসিএস / রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩ ]

  • অব্যয়
  • নির্দেশক সর্বনাম
  • পদাশ্রিত নির্দেশক
  • সংখ্যাবাচক বিশেষণ

২. ‘একটু’ শব্দের ‘টু’ কী ? [ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজারঃ ১৪]

  • প্রত্যয়
  • অনুসর্গ
  • পদাশ্রিত নির্দেশক
  • অব্যয়

৩. “ন্যাকামিটা এখন রাখো” বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে ? [বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯ ]

  • নিরর্থকতা
  • সার্থকতা
  • ব্যর্থকতা
  • ভিন্নার্থকতা

৪. সেইটেই ছিল আমার প্রিয় কলম - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১]

  • নির্দিষ্ট
  • অনির্দিষ্ট
  • সুনির্দিষ্ট
  • কোনটিই নয়

৫. টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ? [ বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার-:.২০১৬]

  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
  • সংখ্যা

৬. 'এক যে ছিল রাজা' এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহে সহকারী সার্জন : ২০০৫ (পায়রা)]

  • অনির্দিষ্টতা
  • নির্দিষ্টতা
  • নিরর্থকভাবে
  • বিশেষ অর্থে নির্দিষ্ট

৭. বচনবাচক শব্দের আগে বসে কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর) : 2021]

  • টাকা
  • টুকু
  • গোটা
  • খানি

৮. কি ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতর হয় ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১]

  • কালভেদে
  • পুরুষভেদে
  • বচনভেদে
  • পদভেদে

৯. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই- [ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-: ২০১০]

  • বিশেষ্য
  • উপসর্গ
  • অনুসর্গ
  • প্রত্যয়

১০. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোনগুলো ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

  • এক
  • এক যে
  • কেতা, এক, টি
  • কেতা, তা, পাটি
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন