উত্তর আমেরিকা মহাদেশ | North America Continent

উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর উত্তর এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ। । উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ আমেরিকা মহাদেশ দ্বারা এটি বেষ্টিত। উত্তর আমেরিকা মহাদেশে মোট ২৩ টি স্বাধীন রাষ্ট্র এবং ১৫ টি নির্ভরশীল অঞ্চল রয়েছে। মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ হলো যুক্তরাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় ৩৩২ মিলিয়ন। উত্তর আমেরিকা মহাদেশ বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলগুলির মধ্যে একটি। মহাদেশের মোট জিডিপি প্রায় ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র, কানাডা, এবং মেক্সিকো মহাদেশের প্রধান অর্থনৈতিক শক্তি।

উত্তর আমেরিকা

উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা সীমাবদ্ধ। উত্তর আমেরিকার তিনটি স্বাধীন দেশ রয়েছে:

উত্তর আমেরিকার দেশসমূহ
দেশ রাজধানী
কানাডা অটোয়া
মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি
মেক্সিকো মেক্সিকো সিটি

☞ কানাডা:

  • আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কানাডা।
  • কানাডার অধিকার নিয়ে ফ্রান্স ও ব্রিটেন এর মধ্যে যুদ্ধ হয় ১৭৫৫ সালে, ফ্রান্স পরাজিত হলে কানাডার দখল চলে যায় ব্রিটিশদের হাতে।
  • কানাডার প্রদেশগুলি হলো আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মনিটোবা, নিউ ব্রুনসউইক, নিউফাউল্যান্ড এন্ড ল্যাব্রাডার, নোভা স্কশিয়া, অন্টারিও, কুইবেক, সাসকাচুয়ান।

☞ মেক্সিকো:

  • কানকুন [Cancun]: বিশ্ববাণিজ্য সংস্থার ৫ম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে মেক্সিকোতে।
  • প্রেইরি তৃণভূমি অবস্থিত উত্তর আমেরিকা অঞ্চলে।

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ / ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ

উত্তর আমেরিকার ক্যারিবিয়ান সাগরের পূর্ব ও উত্তর উপকূলবর্তী ১৩ টি স্বাধীন রাষ্ট্র, কিছু নিয়ন্ত্রিত অঞ্চল নিয়ে 'পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ' গঠিত। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে বাহামা দ্বীপ [ পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ] অবতরণের মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিস্কার করেন। কিন্তু কলম্বাস তখন দ্বীপটিকে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের একটি দ্বীপ বলে ধারণা করেন। এজন্য এই দ্বীপগুলোকে 'পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ' বলা হয়। দেশগুলো নিম্নরুপঃ

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দেশসমূহ
দেশ রাজধানী
হাইতি পোর্ট অব প্রিন্স
ডোমিনিকান প্রজাতন্ত্র সেন্টো ডোমিনিগো
এন্টিগুয়া ও বারমুডা সেন্ট জনস
বার্বাডোস ব্রিজটাউন
কিউবা হাভানা
ডোমিনিকা রোজাও
বাহামা নাসাউ
গ্রানাডা সেন্ট জর্জেস
জ্যামাইকা কিংস্টন
সেন্ট কিটস ও নেভিস বাসোতোর
সেন্ট লুসিয়া কাসটায়ার
সেন্ট ভিনসেন্ট এন্ড দ্যা গ্রানডাইস কিংসটাউন
ত্রিনিদাদ ও টোবাগো পোর্ট অব স্পেন

মধ্য আমেরিকা

মধ্য আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল। এটি উত্তরে মেক্সিকো, দক্ষিণে কলম্বিয়া এবং পানামা, পূর্বে ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। মধ্য আমেরিকা ৭টি দেশ নিয়ে গঠিত। দেশগুলো নিম্নরুপঃ

মধ্য আমেরিকার দেশসমূহ
দেশ রাজধানী
বেলিজ বেলমোপান
গুয়েতেমালা গুয়েতেমালা সিটি
কোস্টারিকা স্যানজোসে
হন্ডুরাস তেগুচিগালপা
পানামা পানামাসিটি
নিকারাগুয়া ম্যানগুয়া
এল সালভেদর স্যানসালভেদর

☞ বেলিজ : বেলিজ এর পূর্ব নাম ব্রিটিশ হন্ডুরাস।

☞ নিকারাগুয়া : এটি মশার উপকূল নামে পরিচিত। নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট বিদ্রোহী।

☞ কোস্টারিকা: নিজস্ব স্থায়ী সেনাবাহিনী নেই।

☞ এল সালভেদর : পপুলার লিবারেশন আর্মি গেরিলা সংগঠন। কানকুন শহরে WTO এর ৫ম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা এটি বেষ্টিত। মার্কিন যুক্তরাষ্ট্র ৯৮.২৬.৬৭৫ বর্গকিলোমিটার বা ৩৭,৯৪,১০১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি।

আমেরিকার বিপ্লব

  • ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল।
  • ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ শাসনাধীন যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্যের প্রতিনিধিরা স্বাধীনতা ঘোষণা করে । এজন্য ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্স প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সাহায্য প্রদান করে।
  • ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত 'প্যারিস চুক্তি'র মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ।
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমরনায়ক:
    ক) মার্কিন যুক্তরাষ্ট্র : জর্জ ওয়াশিংটন।
    খ। ব্রিটেন: স্যার উইলিয়াম হোয়ে, লর্ড কর্নওয়ালিস।

স্ট্যাচু অব লিবার্টি

  • ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিবার্টি দ্বীপে স্থাপন করা হয়েছিল ফরাসি উপহার 'স্ট্যাচু অব লিবার্টি' । যুক্তরাষ্ট্রের সরকার ১২ তলা বেসের উপর এই মুর্তিটি স্থাপন করেন। যুক্তরাষ্ট্রের সরকার ১৯২৪ সালে স্ট্যাচু অব লিবার্টিকে জাতীয় সৌধ হিসাবে স্বীকৃতি দেয়
  • স্থপতি : ফ্রেডেরিক অগাস্ট বার্থোন্ডি
  • উচ্চতা : ৩০৫ ফুট

অঙ্গরাজ্য

  • যুক্তরাষ্ট্র ১৮০৩ সালে ফ্রান্সের নিকট হতে লুইসিয়ানা [Louisiana] স্টেটটি ক্রয় করে নেয়।
  • যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার নিকট হতে আলাস্কা [Alaska] স্টেটটি ক্রয় করে নেয়।
  • ১৯৫৯ সালের ২১ আগস্ট 'হাওয়াই' সর্বশেষ স্টেট হিসাবে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগ দেয় ।
  • যুক্তরাষ্ট্র বর্তমানে ৫০টি স্টেট এবং একটি ফেডারেল জেলা-District of Columbia নিয়ে গঠিত ।
  • জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ।
  • জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য উওমিং ।
  • আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা (Alaska)
  • আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোডস দ্বীপপুঞ্জ [Rhode Island]

সংবিধান , পতাকা ও আইনসভা

সংবিধান : যুক্তরাষ্ট্রের সংবিধান পৃথিবীর প্রাচীনতম ও ক্ষুদ্রতম লিখিত সংবিধান। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান রচনার কাজ সমাপ্ত হয়। ১৭৮৮ সালে ২১ জুন তা অনুসমর্থন লাভ করে । এ পর্যন্ত সর্বমোট ২৭ বার যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধিত হয়। এর মধ্যে নাগরিক অধিকার সম্পর্কিত প্রথম ১০ সংশোধনীকে Bill of Rights বলে।

পতাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, যা "স্টার-স্প্যাঙ্গল্ড ব্যানার" নামেও পরিচিত । পতাকাটি [ ৭টি লাল ও ৬টি সাদা ] তেরটি আড়াআড়ি দাগ দিয়ে তৈরি। এই ১৩ টি আড়াআড়ী দাগ কাটা দিয়ে ১৩টি কলোনিকে নির্দেশ করে । যে কলোনিগুলোতে ব্রিটিশরা উপনিবেশ গড়ে তুলেছিল । পরবর্তীতে স্বাধীনতা লাভের পর এই ১৩ টি কলোনি একত্রিত হয়ে একটি দেশ গঠন করেছিলো। তাই আমেরিকাকে যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে আরও ৩৭ টি প্রদেশ আমেরিকার সাথে যুক্ত হয়ে যায়। যার দরুণ পতাকার উপরের বাম কোণে নীল আয়তক্ষেত্রে ৫০ টি সাদা তারকা রয়েছে, যা মোট ৫০ টি রাজ্যকে নির্দেশ করে।

আইনসভা : মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস এবং এটি দুই কক্ষ বিশিষ্ট:
হাউস অব রিপ্রেজেন্টটেটিভ : এটি আইনসভার নিম্নকক্ষ। এতে মোট ৪৩৫ জন সদস্য রয়েছেন, যারা প্রতিটি রাজ্যের জনসংখ্যার অনুপাতে নির্বাচিত হন। প্রতিনিধিদের মেয়াদ ২ বছর।
সিনেট: এটি আইনসভার উচ্চকক্ষ। এতে প্রতিটি রাজ্য থেকে ২ জন করে মোট ১০০ জন সদস্য রয়েছেন । সিনেটরদের মেয়াদ ৬ বছর।

মার্কিন প্রেসিডেন্ট

  • যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হলেন প্রেসিডেন্ট।
  • যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম ১৯৯১ জন ডেলিগেটর সমর্থন প্রয়োজন ।
  • ইলেকটোরাল কলেজ [Electoral College]: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ কর্তৃক নির্বাচিত হন। সর্বমোট ৫৩৮ জন ইলেকটোরাল থাকেন। তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন । ৫৩৮ জন ইলেকটোরালের মধ্যে ৪৩৫ জন হাউস অব রিপ্রেজেন্টটেটিভ সদস্য , ১০০ জন সিনেটর সদস্য এবং ৩ জন ডিসট্রিক্ট অব কলম্বিয়ার সদস্য ।
  • প্রেসিডেন্ট নির্বাচনের দিন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানের তারিখ নভেম্বর মাসের ২৮ তারিখের মধ্যবর্তী মঙ্গলবার দিন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ নভেম্বর।
  • Bradley effect: যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত শব্দ।
  • ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২ তম সংশোধনী গৃহীত হয়। এতে বলা হয়, 'কোন ব্যক্তি দুই মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না।'
  • চারজন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হন। তাঁরা হলেন- আব্রাহাম লিঙ্কন (প্রথম), জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন, এফ কেনেডি (সর্বশেষ ।
  • অভিশংসন: ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ ডিসেম্বর ২০১৯ সালে অভিশংসিত হয়। তার আগে আরো দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়। ১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্র জনসন ১৮৬৮ সালে এবং ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭৪ সালে অভিশংসিত হন।

☞ হোয়াইট হাউস

  • মার্কিন প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • স্থপতি : জেমস হোবান।
  • অবস্থান : ওয়াশিংটন ডিসি
  • নির্মাণকাল: ১৭৯২-১৮০০ খ্রিস্টাব্দ।
  • হোয়াইট হাউসে প্রথম বসবাস করেছিলেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট জন এডামস। প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় হোয়াইট হাউজের নির্মাণ কাজ হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউসে বসবাস করেন নি।
  • ওভাল অফিস Oval Office: মার্কিন প্রেসিডেন্টের সরকারী কার্যালয়। হোয়াইট হাউসের অংশবিশেষ।

☞ জর্জ ওয়াশিংটন

  • প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।

☞ জন এফ কেনেডি

  • ৩৫ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৬১-১৯৬৩]
  • কেনেডি তাঁর অভিষেক ভাষণে বলেন, 'Ask not what your country can do for you, Ask you can do for your country' তিনি আরও বলেন, 'Let us never negotiate out of fear. But let us never fear to negotiate'
  • 'কিউবার ক্ষেপনাস্ত্র সঙ্কট' [ Cuban Missile Crisis] তাঁর সময়কালের একটি উল্লেখযোগ্য ঘটনা।
  • পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট।
  • ১৯৬৩ সালের ২২ নভেম্বর গুপ্তঘাতকের হাতে নিহত হন।

☞ রিচার্ড নিক্সন

  • ৩৭ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৬৯-১৯৭৪]
  • ওয়াটারগেট কেলেঙ্কারী Watergate scandal]: ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত একটি রাজনৈতিক কেলেঙ্কারী। ওয়াটারগেট হোটেল ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ডেমোক্রেট জাতীয় কমিটির সদর দপ্তর। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিক দলের প্রার্থী। তিনি টেপ রেকর্ডারের মাধ্যমে ডেমোক্রেটদের সদর দপ্তরে আড়ি পাতেন। ১৯৭২ সালের ১৭ জুন ওয়াটার গেটে ৫ জন লোক ধরা পড়লে এই ঘটনা ফাঁস হয়ে যায়। এই ঘটনার জন্য তিনি ১৯৭৪ সালের ৯ আগস্ট পদত্যাগে বাধ্য হন। রিচার্ড নিক্সন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।

☞ আব্রাহাম লিংকন

  • ১৬ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৮৬১-১৮৬৫]
  • আমেরিকার গৃহযুদ্ধের [ American Civil War, 1861-1865] সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর অসাধারণ নেতৃত্বের কারণে দেশটির ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়।
  • ১৮৬৩ সালে দাসত্ব-মোচন ঘোষণার মাধ্যমে [ Emancipation Proclamation ] যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন। ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাসত্ব প্রথার বিলুপ্ত হয়।
  • ১৮৬৩ সালের ২১ নভেম্বর প্রেসিডেন্ট লিঙ্কন গেটিসবার্গে দুই মিনিট ক্ষণস্থায়ী ভাষণ দেন যা গেটিসবার্গ ভাষণ [Gettysburg Address] নামে পরিচিত। তিনি বলেন, 'জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা পরিচালিত এবং জনসাধারণের সরকারই হলো গণতন্ত্র। (Democracy is a government of the people, by the people, for the people)
  • আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি 'বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী' [The ballot is stronger than bullet] .
  • লিংকন তাঁর দ্বিতীয় অভিষেক ভাষণে বলেন, 'With malice toward none, with charity for all; with firmness in the right, as God gives us to see the right .
  • ১৮৬৫ সালের ১৫ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন।

☞ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

  • ৩২ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৩৩-১৯৪৫]
  • টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • অর্থনৈতিক মন্দা ও নিউ ডিল: ১৯২৯ সালের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধ্বসের মাধ্যমে [ব্লাক টুইসডে] বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দা [ Great Depression ] শুরু হয়। এই মন্দা ১৯৪০ সাল পর্যন্ত স্থায়ী হয় । এই মন্দা মোকাবেলার জন্য প্রেসিডেন্ট রুজভেল্ট ১৯৩৩ নিউ ডিল [New Deal] ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

☞ হ্যারি এস ট্রুম্যান

  • ৩৩ তম মার্কিন প্রেসিডেন্ট
  • তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আনবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন।
  • ১৯৪৭ সালের ১২ মার্চ কমিউনিজম প্রতিরোধের জন্য মার্কিন কংগ্রেসে ট্রম্যান একটি নীতি প্রকাশ করেন, যা 'টুম্যান ডকট্রিন' [Truman Doctrine) নামে পরিচিত।

☞ রোন্যান্ড রিগ্যান

  • ৪০ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৮১-১৯৮৯]
  • একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা ছিলেন।
  • ১৯৮৩ সালে ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপনাস্ত্রের আক্রমণ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন, যা SDI [Strategic Defense Initiative) নামে পরিচিত। সমালোচকেরা একে নক্ষত্র যুদ্ধ (Star War)- এর পরিকল্পনা হিসাবেও অভিহিত করেন।
  • ১৯৮৩ সালে গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান।

☞ জর্জ বুশ

  • ৪৩ তম মার্কিন প্রেসিডেন্ট। [ ২০০১-২০০৯ ]
  • ৯/১১ [Nine-eleven): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার কতিপয় সদস্য বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ার, পেন্টাগনসহ বিভিন্ন স্থানে নজিরবিহীন আত্মঘাতী বিমান হামলা চালায়। এই ঘটনা ৯/১১ নামে পরিচিত।
  • বিশ্ব বাণিজ্য কেন্দ্র [ World Trade Centre ] : ১১০ তলা বিশিষ্ট বিশ্ব বাণিজ্য কেন্দ্র নিউইয়র্কে অবস্থিত ছিল। ৯/১১ এর সন্ত্রাসী বিমান হামলায় এটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন 'গ্রাউন্ড জিরো' [Ground Zero] নামে রচিত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে নির্মিতব্য টাওয়ারের নাম 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-১' । ৫৪১ মিটার উচু এ ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০১১ সালে।
  • পেন্টাগন [Pentagon]: ভার্জিনিয়ার আরলিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
  • Department of Homeland Security: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য ২০০২ সালে গঠন করা হয়।
  • অপারেশন এনডুরিং ফ্রিডম [Operation Enduring Freedom]: সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ২০০১। সালে আফগানিস্তানে পরিচালিত মার্কিন অভিযান।
  • অপারেশন ইরাকি ফ্রিডম [ Operation Iraqi Freedom ] : সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ২০ মার্চ ইরাক আক্রমণ করে ।
  • আবু গারিব [Abu Gharib]: ইরাকের একটি কারাগার। এই কারাগারে মার্কিন সৈন্যরা ইরাকি মুসলিম কয়েদিদের অমানবিক নির্যাতন করে ।
  • গুয়ানতানামো বে বন্দিশালা [Guantenemo Jaill ] : কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন সামরিক বন্দীশালা।

☞ বারাক ওবামা

  • ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট। প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট। কেনীয় বংশোদ্ভূত। ৩৬৫ ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ২০ জানুয়ারি, ২০০৯ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
  • ২২ জানুয়ারি, ২০০৯ গুয়ান্তানামো বে বন্ধ ঘোষণা করেন।
  • প্রেসিডেন্টে বারাক হোসাইন ওবামা মিশরের কায়রোর আল আযহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন। ২০০৯ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • ইলিনয় রাজ্যের সিনেটর ছিলেন ।
  • ২০২০ সালের ১৭ নভেম্বর প্রকাশিত হবে ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্ট থাকাকালে নানা স্মৃতি নিয়ে লেখা বইয়ের প্রথম খণ্ড। 'A Promised Land" নামের ৭৬৮ পৃষ্ঠার ঐ স্মৃতিকথা প্রকাশিত হয় ২৫টি ভাষায়। বারাক ওবামার উল্লেখযোগ্য গ্রন্থগুলো: 'Dreams from My Father', 'The Audacity of Hope', "Change we can Believe in' এবং শিশুদের জন্য লেখা 'Of the Eye Sing'

☞ ডোনাল্ড ট্রাম্প

  • ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট। ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ২০ জানুয়ারি, ২০১৭ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

☞ জো বাইডেন

  • ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ২০ জানুয়ারি, ২০২১ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

জো বাইডেন সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিগণ :

  • ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস
  • হাউস অব রিপ্রেজেন্টটেটিভের স্পিকার : ন্যান্সি প্যালোসি
  • প্রধান বিচারপতি : জন জি রবার্টস
  • পররাষ্ট্রমন্ত্রী : অ্যান্টনি ব্লিনেকেন
  • অর্থমন্ত্রী : জ্যানেট ইয়েলেন
  • প্রতিরক্ষামন্ত্রী : লয়েড অস্টিন
বর্তমান মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিগণ
উপাদান তথ্য
রানিং মেট যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে রানিং মেট বলে।
রাজনৈতিক দল ১. ডেমোক্র্যাট: নির্বাচনের প্রতীক- গাধা
২. রিপাবলিক: নির্বাচনের প্রতীক- হাতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাংলাদেশ ভ্রমণ • মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০০০ সালের ২০মার্চ একদিনের সফরে ঢাকা এসেছিলেন।
• যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন ২০০১ সালের ২ আগস্ট।
মার্টিন লুথার কিং • যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের অহিংসবাদী নেতা।
• 1964 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
• ১৯৬৩ সালের ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং এ সময় I Have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন।
• ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন।

বিখ্যাত স্থান ও প্রতিষ্ঠান পরিচিতি

বিখ্যাত স্থান ও প্রতিষ্ঠান পরিচিতি
স্থান / প্রতিষ্ঠান পরিচিতি
লাইব্রেরি অব কংগ্রেস • বিশ্বের বৃহত্তম লাইব্রেরি
• প্রতিষ্ঠাকাল: ১৮০০ খ্রিস্টাব্দ।
• অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ওয়েস্ট পয়েন্ট নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি [United States Military Academy]
ইকোলজি হাউজ ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন ধনকুবের বিল গেটসের বাড়ির নাম।
ডিজনিল্যান্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত পার্ক। ১৯৫৫ সালে পার্কটির উদ্বোধন করা হয়।
সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অন্তর্গত সানফ্রান্সিসকোর দক্ষিণাংশে বহু সিলিকন চিপ উদ্ভাবক ও নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে এ অঞ্চলকে সিলিকন ভ্যালি বলে।
Big One [ক্যালিফোর্নিয়া] বড় ধরনের ভূমিকম্প
USS New york ২০০১ সালের টুইন টাওয়ারের গলিত স্টীল ব্যবহার করে তৈরি মার্কিন জাহাজ।
ওয়াল স্ট্রিট নিউইয়র্কের একটি বিখ্যাত সড়ক। বিশ্বখ্যাত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত ।
ব্রডওয়ে নিউইয়র্কের একটি বিখ্যাত এভিনিউ।
লেহম্যান ব্রাদার্স যুক্তরাষ্ট্রের দেউলিয়া ঘোষিত একটি ব্যাংক। ২০০৮ সালে ব্যাংকটি দেউলিয়া হওয়ার মধ্যদিয়ে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দা শুরু হয় ।
এনরন [ENRON] পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত মার্কিন জ্বালানি কোম্পানি ।
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কিউবা
Big Apple বলা হয় নিউইয়র্ক শহরকে। নিউইয়র্ক শহরে ম্যাডিসন স্কয়ার ও টাইমস স্কয়ার অবস্থিত 'The City that Never Sleeps.
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর • প্রতিষ্ঠিত হয় - ১৫ মার্চ, ১৯৪৩
• হেডকোয়ার্টার - ইউকোসুক
• ছদ্ম নাম - Tonkin Gulf Yacht Club [ভিয়েতনাম যুদ্ধ]
নবীনতর পূর্বতন