এশিয়া মহাদেশ পরিচিতি

এশিয়া মহাদেশে মোট ৪৯টি স্বাধীন দেশ রয়েছে। এই দেশগুলোকে ৮টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়:

  1. দক্ষিণ এশিয়া: সার্কভূক্ত ৮ টি দেশ । আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ।
  2. দক্ষিণ-পূর্ব এশিয়া: ১১ টি দেশ । ব্রুনাই, বার্মা (মায়ানমার), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম । লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একসাথে ইন্দোচীন বলা হয়।
  3. মধ্য এশিয়া: ৫ টি দেশ । কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ।
  4. পূর্ব এশিয়া বা দূর প্রাচ্য : ৬ টি দেশ । চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান ।
  5. উত্তর-পশ্চিম এশিয়া : ৯ টি দেশ । ইরান , ইরাক , সৌদি আরব , কুয়েত , বাহরাইন , কাতার , সংযুক্ত আরব আমিরাত , ওমান , ইয়েমেন । এশিয়া মহাদেশের এই উত্তর-পশ্চিমাঞ্চলটি মধ্যপ্রাচ্য নামে ও পরিচিত। তবে মধ্যপ্রাচ্য বলতে শুধু এই ৯টি দেশকেই বোঝায় না । মধ্যপ্রাচ্য বলতে একত্রে ১৮টি দেশকে বোঝায় যা আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে ও ছুয়েছে ।
  6. পশ্চিম এশিয়া বা নিকট প্রাচ্য : ৫ টি দেশ । জর্ডান , সিরিয়া , লেবানন , ফিলিস্তিন , ইসরায়েল ।
  7. ককেশাস অঞ্চল : ককেশাস অঞ্চল ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এ অঞ্চলে এশিয়ার মোট ৩টি দেশ রয়েছে যথাঃ জর্জিয়া , আর্মেনিয়া , আজারবাইজান । এ তিনটি দেশ ইউরোপ মহাদেশে ও প্রবেশ করেছে । তাই এই তিনটি দেশকে ইউরোপেও যুক্ত করা হয়, আবার এশিয়াতেও।
  8. ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি : ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি হলো এমন দেশ যার ভূ-প্রদেশ একাধিক মহাদেশে বিস্তৃত থাকে। সহজ ভাষায় বলতে গেলে, এই দেশগুলো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে "প্রবেশ" করে। এমনি দুটি দেশ হলো : তুরস্ক ও রাশিয়া । এ ২টি দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশেই অবস্থিত । এই ২টি দেশকে এশিয়াতে অন্তর্ভুক্ত করেই এশিয়ার মোট দেশ ৪৯টি ধরা হয় ।

তুরস্ক : তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়ার পশ্চিমাঞ্চলে এশিয়া মাইনরের উপদ্বীপে হলেও কিছুটা অংশ আছে দক্ষিণ-পূর্ব ইউরোপে। তাই একে ইউরোপেও যুক্ত করা হয়, আবার এশিয়াতেও।

রাশিয়া : রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এর রাজধানী মস্কো পড়েছে ইউরোপে এবং রাশিয়া মূলত ইউরাল পর্বতমালা দ্বারা এশিয়া ও ইউরোপ এই দুই অংশে বিভক্ত। তাই রাশিয়াকে ইউরোপের দেশ এবং এশিয়ার দেশ দুটোই বলা হয়। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ রাশিয়ার এশিয়ার অংশ হিসেব করেই।

দক্ষিণ এশিয়া

দক্ষিণ এশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। এর আয়তন ৫,১০০,০০০ বর্গ কিলোমিটার। এখানে ১.৯ বিলিয়নেরও বেশি জনসংখ্যা রয়েছে । সার্কভূক্ত ৮ টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত । দেশগুলো হল :

  1. বাংলাদেশ : রাজধানী ঢাকা ।
  2. ভারত : রাজধানী নয়াদিল্লি ।
  3. পাকিস্তান : রাজধানী ইসলামাবাদ ।
  4. নেপাল : রাজধানী কাঠমুন্ডু ।
  5. আফগানিস্তান : রাজধানী কাবুল ।
  6. মালদ্বীপ : রাজধানী মালে ।
  7. শ্রীলঙ্কা : প্রশাসনিক রাজধানী-কলম্বো; বিচারবিভাগীয় রাজধানী - শ্রী জয়বর্ধনে কোত্তে ।
  8. ভুটান : রাজধানী থিম্পু ।

ভারত

ভারত দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর আয়তন 3,287,263 বর্গ কিলোমিটার। আয়তনে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ । 1.4 বিলিয়নেরও বেশি লোকসংখ্যা রয়েছে দেশটিতে । দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রে পরিণত হয়।

☞ কাশ্মীর সমস্যা

  • ১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্মীর ছিল হিন্দুরাজা শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি করদ রাজ্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এই রাজ্য মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে একীভূত হওয়ার কথা কিন্তু কাশ্মীরের শেষ রাজা হরি সিং ভারতে যোগদান করেন। এ থেকেই কাশ্মীর সমস্যার সূত্রপাত হয়।
  • বর্তমানে কাশ্মীরের ৪৩% ভূমি ভারতের নিয়ন্ত্রণে [জম্মু-কাশ্মীর উপত্যকা, লাদাখ, সিয়াচেন হিমবাহ], ৩৭% ভূমি পাকিস্তানের নিয়ন্ত্রণে [আজাদ কাশ্মীর] এবং ২০% ভূমি চীনের নিয়ন্ত্রণে [আকসাই চীন, ট্রান্স কারাকোরাম ট্রাক্ট ] রয়েছে।
  • এখন পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালে মোট ৩ বার যুদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে ভারত-চীনের মধ্যে ১৯৬২ সালে একবার যুদ্ধ হয়েছে।
  • ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের পুলওয়ামা নামক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলা করে সন্ত্রাসীরা। এতে ৪০ জন সদস্য নিহত হয়েছেন।
  • ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫[ক] ধারা বাতিল করা হয় - ৫ আগস্ট ২০১৯।
  • ৩১ অক্টোবর ২০১৯ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যটি রাজ্যের মর্যাদা হারায়।
  • 'জম্মু ও কাশ্মীর' এবং 'লাদাখ' কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি সংবিধানের ২৩৯ নং অনুচ্ছেদ অনুযায়ী দু'জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দেন।
  • জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য সংখ্যা - ১০৭ জন।

ভারতের বিশিষ্ট ব্যক্তিত্ব

☞ মহাত্মা গান্ধী

  • প্রকৃত নাম: মোহনদাস করমচাঁদ গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'মহাত্মা গান্ধী' উপাধি দেন।
  • মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়। তিনি ১৮৯৪ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় 'নাটাল ইন্ডিয়ান কংগ্রেস' নামক একটি সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
  • তিনি 'ইন্ডিয়ান অপিনিয়ন' [Indian Opinion] একটি পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন।
  • তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন [অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন প্রভৃতি) এর নেতৃত্ব দেন।
  • তিনি ভারতীয় জাতির জনক কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি।
  • ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন। মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম নাথুরাম গডসে।
  • তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'The Stroy of My Experiments with Truth'
  • গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রভাবকে নস্যাৎ করার জন্য ১৯৪২ সালে কেবিনেট মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার ক্রিপস মিশন ভারতে প্রেরণ করে।

☞ দাদাভাই নওরোজি

  • দাদাভাই নওরোজি [১৮২৫-১৯১৭] ভারতীয় উপমহাদেশের প্রথম সারির একজন রাজনীতিবিদ।
  • এশীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
  • ১৮৯২ সালের নির্বাচনে মধ্য ফিসবেরি এলাকা থেকে উদার রাজনৈতিক দলের সদস্য হিসাবে পার্লামেন্টে নির্বাচিত হন। তাঁকে 'গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া' [Grand Old Man of India) বলা হত।

☞ সরোজিনী নাইডু

  • সরোজিনী নাইডু ১৮৭৯-১৯৪৯) ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী এবং ইংরেজি ভাষার যশস্বী কবি।
  • তিনি ভারতীয় কোকিলা বা দ্য নাইঙ্গেল অব ইন্ডিয়া নামে পরিচিত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। সরোজিনী নাইডুর জন্ম ভারতের হায়দরাবাদ শহরে ।
  • তাঁর পৈত্রিক নিবাস ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার কনকসার গ্রামে। তিনি বিজ্ঞানী, দার্শনিক অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং কবি বরদাসুন্দরী দেবীর জ্যেষ্ঠা কন্যা।

☞ ইন্দিরা গান্ধী

  • তিনি ১৯৬৬ সাল হতে ১৯৭৭ সাল পর্যন্ত এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
  • তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন।
  • ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তাঁর দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিয়ান্ড সিং এর গুলিতে নিহত হন।

☞ রাজীব গান্ধী

  • ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন ।
  • বোফর্স কেলেঙ্কারী [Bofors scandal]: বোফর্স সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হতে ভারতের জন্য অস্ত্র ক্রয়ে তিনি ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
  • তিনি শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতীয় সৈন্য প্রেরণ করেন । ১৯৯১ সালের ২১ মে এল.টি.টি.আই এর সদস্যের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম থানু বা গায়েত্রী । রাজীবগান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামীর নাম নলিনী। রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস সভাপতি নিযুক্ত হন নরসীমা রাও।

☞ মাদার তেরেসা

  • ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন অটোমান সাম্রাজ্যে [বর্তমান স্কোপেজ, রিপাবলিক অব মেসিডোনিয়ার অন্তর্ভূক্ত ] জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন আলবেনীয়।
  • তিনি ১৯৪৮ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। দুঃস্থ মানবতার সেবার জন্য তিনি ১৯৫০ সালে ভারতের কলকাতায় 'মিশনারিজ অফ চ্যারিটি' [Missionaries of Charity] প্রতিষ্ঠা করেন।
  • মানব সেবায় অসামান্য অবদানের জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার এবং ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক 'ভারতরত্ন', প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (১৯৮৫), বালজান পুরস্কার (১৯৭৮) লাভ করেন ।
  • ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় ইহলোক ত্যাগ করেন।

☞ এ পি জে আবদুল কালাম

  • জন্ম: ১৫ অক্টোবর ১৯৩১ [তামিলনাড়ুর রামেশ্বরাম]
  • মৃত্যু : ২৭ জুলাই ২০১৫
  • রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন: পরমাণু বিজ্ঞানী পরবর্তীতে ভারতের ১১তম রাষ্ট্রপতি হন (২৫ জুলাই ২০০২-২৫ জুলাই ২০০৭)
  • উপাধি: মিসাইলম্যান
  • উল্লেখযোগ্য গ্রন্থ: ২৯টি
    • Wings of Fire [autobiography]
    • Ignited Minds
    • Inspiring Thoughts
    • Turning Points
    • My Journey
    • The Luminous Sparks
    • Target 3 Billion
  • সর্বশেষ গ্রন্থ Reignited: ScientificPathways to a Brighter Future
  • সর্বশেষ তিনি বাংলাদেশ সফরে আসেন: ২০১৪ সালের অক্টোবরে।
  • পদক লাভ: ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মাভিভূষণ

☞ মনমোহন সিং

  • ড. মনমোহন সিং ২০০৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং ২০০৯ সালে কংগ্রেসের জয়লাভের পর তিনি পুনঃনির্বাচিত হন। তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী এবং তিনি পেশায় একজন অর্থনীতিবিদ। তাকে Economic reforms in India এর স্থপতি বলা হয়।

☞ আন্না হাজারে

  • আন্না হাজারে দুর্নীতিবিরোধী একজন ভারতীয় সমাজসেবক।

☞ অমর্ত্য সেন

  • 'দ্যা আইডিয়া অব জাস্টিস'-গ্রন্থের রচয়িতা

☞ ভারতের প্রথম...

  • ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রাসাদ
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু
  • ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল
  • ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন
  • ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন

ভারতের সাধারণ নির্বাচন

  • ১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • বর্তমানে সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৫ জন সদস্যের মধ্যে ২৭২ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়।
  • ২০১৯ সালে হচ্ছে ১৭তম নির্বাচন। নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি।

ভারতের সংবিধান: পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের সংবিধান। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মুসলিম সদস্য ছিলেন এ কে এম মুন্সি মুহাম্মদ সাদুল্লাহ। সংবিধান প্রস্তাবনার জনক পন্ডিত জওহরলাল নেহেরু। সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় করার জন্য ভারতের সংবিধানের ১০০ তম সংশোধনী আনা হয়।

ভারতীয় সংসদ : দ্বিকক্ষ বিশিষ্ট।
নাম → উচ্চকক্ষ : রাজ্যসভা নিম্নকক্ষ : লোকসভা
সর্বমোট সদস্য ২৫০ ৫৪৫
নির্বাচিত সদস্য ২৩৮ ৫৪৩
মনোনীত সদস্য ১২

ভারত সরকার [Government]:

  • সরকার পদ্ধতি: সংসদীয় গণতন্ত্র
  • রাষ্ট্রপ্রধান : রাষ্ট্রপতি
  • সরকার প্রধান : প্রধানমন্ত্রী

সেভেন সিস্টারস

"সেভেন সিস্টারস" হল উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের একটি অসাধারণ সংগ্রহ । ঐতিহাসিকভাবে, এই রাজ্যগুলি 'স্বর্ণভূমি' নামে পরিচিত ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে, এই অঞ্চলটি 'Assam Province' নামে পরিচিত ছিল। "সেভেন সিস্টারস" নামটি 1972 সালে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া প্রথম ব্যবহার করেন। এই রাজ্যগুলি হিমালয় পর্বতমালা দ্বারা ঘেরা। ঘন অরণ্য, পাহাড়, উপত্যকা এবং নদীপথে সমৃদ্ধ। জীববৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার এই রাজ্যগুলি । ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের যে ৭ টি রাজ্যকে সেভেন সিস্টারস বলা হয় সেগুলো হল:

সেভেন সিস্টারস
রাজ্য রাজধানী
অরুণাচল ইটানগর
মেঘালয় শিলং
আসাম দিসপুর
মনিপুর ইস্ফল
মিজোরাম আইজল
ত্রিপুরা আগরতলা
নাগাল্যান্ড কোহিমা

এই সাতটি রাজ্যকে একত্রে মনে রাখার কৌশলঃ
অরুনাচলে মেঘ আসামনি মিজোরামেত্রি নাগাল পেল না।
এখানে-

  • অরুনাচলে → অরুনাচল
  • মেঘ → মেঘালয়
  • আসা → আসাম
  • মনি → মনিপুর
  • মিজোরাম → মিজোরাম
  • ত্রি → ত্রিপুরা
  • নাগাল → নাগাল্যান্ড

প্রশাসনিক ভাগ ও অন্যান্য

ভারতের প্রশাসনিক ভাগ তিনটি স্তরে বিভক্ত: কেন্দ্র , রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল । ভারতের কেন্দ্র অর্থাৎ বর্তমান রাজধানী দিল্লী । ভারতে সর্বমোট ২৮টি রাজ্য এবং ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে । সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা [প্রতিষ্ঠা - ২ জুন, ২০১৪ ] । কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদরা ও নাগার হাভেলি, লাক্ষাদ্বীপ, দামান ও দিউ, রাজধানী নয়াদিল্লী, পন্ডিচেরী, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ [ ৩১ অক্টোবর ২০১৯ ] ।

সিকিম রাজ্য : ১৯৭৫ সালের পূর্ব পর্যন্ত সিকিম একটি পৃথক স্বাধীন রাজ্য ছিল। ১৯৭৫ সালে সিকিমে প্রধানমন্ত্রীর অনুরোধে ভারতীয় সেনাবাহিনী সিকিমের উপর নিয়ন্ত্রণ নেয় এবং এক গণভোটের ফলাফলের ভিত্তিতে সিকিমের রাজতন্ত্র বিলোপ করা' হয়। অবশেষে ১৯৭৫ সালের ১৬ মে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে একীভূত হয়।

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গ বিধানসভা হল পশ্চিমবঙ্গ রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইনসভা। এটি ২৯৫ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত। এদেরকে বিধায়ক বা এমএলএ বলা হয় । বিধানসভার অবস্থান কলকাতার বিবাদীবাগ এলাকায়, হাইকোর্টের দক্ষিণে। পশ্চিম বঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জ্যোতি বসু পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন। কলকাতা হল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। এটি ভারতের তৃতীয় বৃহত্তম শহর এবং পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। সিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ ও নেপালকে পৃথককারী একটি করিডোর। এই করিডোরের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্য [7 sisters] ভারতের মূল ভূখন্ডের সাথে যুক্ত। এই করিডোরের দৈর্ঘ্য ২১-৪০ কিমি এর মধ্যে।

পশ্চিমবঙ্গের নাম হচ্ছে বাংলা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকবার রাজ্যের নাম বদলের প্রস্তাব প্রথম এসেছিল রাজ্য বিধানসভায় ২০ জুলাই ১৯৯৯। পরবর্তীতে, ২৬ জুলাই ২০১৮ পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের নাম বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই 'বাংলা' রেখে একটি প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। কেন্দ্রীয় সরকার রাজ্য বিধানসভার এ প্রস্তাব অনুমোদন করলে পশ্চিমবঙ্গের নাম হবে 'বাংলা'।

নয়াদিল্লি : নয়াদিল্লি হল ভারতের রাজধানী। এটি উত্তর ভারতে অবস্থিত এবং দিল্লি জেলার অংশ। ১২ ডিসেম্বর, ১৯১১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি স্থানান্তর করে। নয়াদিল্লি ১৯২০ সালে স্যার এডওয়ার্ড ল্যান্ডিয়ারের নকশায় তৈরি করা হয়েছিল। ১৯৩১ সালে নয়াদিল্লি ভারতের সরকারী রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে দিল্লী বিধানসভায় ক্ষমতাসীন দল AAP [ আম আদমি পার্টি ] । আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এক ক্যারিশমাটিক নেতৃত্ব । নয়াদিল্লীতে অবস্থিত ভারতের রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের নাম নিরাপদ ভবন ।

তাজমহল : তাজমহল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে মমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন। ১৬৩২ সালে এর নির্মাণ শুরু হয় এবং ১৬৫৩ সালে সমাপ্ত হয়। নির্মাণে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং ২০,০০০ এরও বেশি কর্মী কাজ করেছিলেন। এর প্রধান ডিজাইনার ওস্তাদ আহমদ লাহুরি। তবে পারস্যের স্থপতি ওস্তাদ ঈসা চত্বরের নকশা করার বিশেষ ভূমিকায় অনেক স্থানে নাম পাওয়া যায়।

বাবরি মসজিদ : বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত । এটি ১৫২৭ সালে মুঘল সম্রাট বাবর দ্বারা নির্মিত বলে ধারণা করা হয়। হিন্দুরা বিশ্বাস করে যে মসজিদটি একটি হিন্দু মন্দির এবং রাম জন্মস্থান ভেঙে নির্মাণ করা হয়েছিল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুগোষ্ঠী পবিত্র এবং ঐতিহাসিক এই মসজিদটি ভেঙ্গে ফেলে। এই ঘটনা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত করে। মসজিদের ভবিষ্যৎ নিয়ে এখনও আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দেয় যে বিতর্কিত স্থানটি হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে। মুসলমানরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

লিবারহ্যান কমিশন [Liberhan Commission]: বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তদন্তের জন্য গঠিত কমিশন। এ কমিশনের রিপোর্টে বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি, কালয়ান সিং সহ ৬৮ জনকে অভিযুক্ত করা হয়।

ব্লাক ক্যাট : National Security Guard [NSG] সন্ত্রাস দমনের জন্য গঠিত ভারতের একটি বিশেষ বাহিনী। এই বাহিনীর সদস্যরা কালো মাস্ক ব্যবহার করে বলে এদের 'ব্লাক ক্যাটস'ও বলা হয়।

মালবার হিল : মুম্বাইয়ের একটি জনবহুল এলাকা ।

মুম্বাই : বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি ।

টাইগার হিল : জম্মু ও কাশ্মীরের কারগিলের অঞ্চলের একটি পর্বত। দার্জিলিং-এ অবস্থিত একটি রেল স্টেশন।

আলীগড় : ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। আলীগড় বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত ।

অজন্তা ও ইলোরা : অজন্তা ও ইলোরা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত গুহাশিল্পের জন্য বিখ্যাত স্থান।

কুতুব মিনার : ভারত, নির্মাতা: কুতুবউদ্দিন আইবেক

Statue of Unity : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ অক্টোবর ২০১৮ ভারতের গুজরাট রাজ্যে নির্মিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য 'Statue of Unity' বা ঐক্যের ভাস্কর্য উদ্বোধন করে। ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সরদার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতি এ ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়। এটি ভারতে গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদ থেকে ২০০ কিমি দূরে নর্মদা নদীর পাশে নির্মাণ করা হয়। এই ভাস্কর্যটি ১৮২ মিটার বা ৫৯৭ ফুট লম্বা যা বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। এটি প্রায় ৬০ তলা উঁচু ভবনের সমান।

পাকিস্তান

পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর পশ্চিমে আফগানিস্তান, উত্তরে চীন, পূর্বে ভারত এবং দক্ষিণে আরব সাগর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ । পাকিস্তানের বৃহৎ নগরীর মধ্যে করাচী , লাহোর , হায়দরাবাদ , মুলতান , রাওয়ালপিন্ডি , পেশোয়ার প্রভৃতি উল্লেখযোগ্য। অ্যাবোটাবাদে শহরটি ইসলামাবাদ থেকে ১১০ কি.মি. উত্তরে অবস্থিত।

  • তক্ষশীলা : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান।
  • সোয়াত উপত্যকা : পাকিস্তানের হিন্দুকুশ পর্বতশ্রেণীর একটি উপত্যকা। ২০০৮ সালের ডিসেম্বর মাসে তালেবান জঙ্গীরা এ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছিল।
  • বালাকোট শহর: বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মনসেহরা জেলার একটি শহর। পাকিস্তানের এটি ঐতিহাসিক স্থানগুলির একটি। ২০০৫ সালে কাশ্মীরে ভূমিকম্পে এটি প্রায় ধ্বংস হয়ে যায়। পরে পাকিস্তান সরকার ও সৌদি সরকারের সৌদি পাবলিক অ্যাসিস্ট্যান্ট ফর পাকিস্তান আর্থকোয়েক ভিকটিম সংস্থার সহায়তায় পুননির্মাণ করা হয় ।
  • পাকিস্তান চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ইউয়ান মুদ্রা ব্যবহার করে থাকে।
  • পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হয় ৩ এপ্রিল ২০১৬। পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে নওয়াজ শরীফকে আদালত অযোগ্য ঘোষণা করে ২৮ জুলাই ২০১৭ সালে।
  • পারভেজ মোশাররফ : ১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পারভেজ মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন এবং ২০০১ সালের ২০ জুন তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তিনি পাকিস্তানের দশম রাষ্ট্রপতি ছিলেন।
  • পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা ।
  • পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ।
  • পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ।

আফগানিস্তান

আফগানিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান; পূর্বে চীন এবং পাকিস্তান; দক্ষিণে পাকিস্তান এবং ইরান; এবং পশ্চিমে ইরান অবস্থিত। আফগানিস্তানের ভূ-প্রকৃতি পর্বতময় এর উত্তরে হিন্দুকুশ পর্বতমালা, যার মধ্যে নোসাক (7,485 মিটার) ; দক্ষিণে সুলেমান পর্বতমালা ; কেন্দ্রে হাজারাত উপত্যকা এবং পশ্চিমে হামীদ মরুভূমি। আমু দরিয়া নদী হল আফগানিস্তানের প্রধান জলপথ। অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর মধ্যে রয়েছে হেলমান্দ, কাবুল এবং পাঞ্জশীর। ইসলাম হল আফগানিস্তানের প্রধান ধর্ম। দেশটিতে একটি ছোট হিন্দু এবং শিখ সংখ্যালঘুও রয়েছে।

  • জাতি : আফগানিস্তানে নানা জাতির লোক বসবাস করে। এর মধ্যে পশতুন (৪২%), তাজিক (২৭%), হাজারা (৯%), উজবেক (৯%)।
  • বিখ্যাত শহর : মাযার-ই-শরীফ , হেরাত , কান্দাহার
  • সীমানা : ৬ টি দেশের সাথে দেশটির সীমানা রয়েছে। পাকিস্তান, ইরান, তুর্কেমেনিস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তান এবং চীন।
  • প্রদেশ : আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ কান্দাহার, কাবুল, মাজার-ই-শরীফ, জালালাবাদ, হেরাত, গজনী, ফারহা ইত্যাদি।
  • জহির শাহ : ১৯৭৩ সালে আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে। শেষ বাদশাহ ছিলেন জহির শাহ।
  • স্নায়ুযুদ্ধকালীন সময়ে ১৯৭৯ সালে সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তান দখল করে নেয়। ১৯৮৮ সালের ১৫ মে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরু হয় এবং ১৯৮৯ সালের ১৫ফেব্রুয়ারি প্রত্যাহার সম্পন্ন হয়।
  • বিশ্বের উঁচু বৌদ্ধমন্দির ছিল আফগানিস্তানের বামিয়ান শহরে। ২০০১ সালে তালেবান বাহিনী এই বৌদ্ধমন্দির ধবংস করে ফেলে।
  • 'ওয়াখান করিডর' আফগানিস্তানে অবস্থিত।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ভারতের দক্ষিণ-পূর্বে, মন্নার উপসাগর এবং পক প্রণালী দ্বারা ভারতীয় উপমহাদেশ থেকে পৃথক। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে ৪ ফেব্রুয়ারী। এর প্রাচীনতম রাজধানী কান্ডি । অনুরাধাপুর শ্রীলঙ্কার একটি অন্যতম প্রাচীন রাজধানী।

  • টেম্পল ট্রি : শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • এলিফ্যান্ট পাস : উত্তর প্রদেশে অবস্তিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এটি জাফনা উপদ্বীপের প্রবেশ পথ হিসেবে পরিচিত।
  • এডামস্ পিক : এটি শ্রীলঙ্কায় অবস্থিত । এডামস্ পিক অর্থ আদম চূড়া , শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন । শ্রীলঙ্কার শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা বৌদ্ধধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলিম ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর পদচিহ্ন।
  • শ্রীলংকার হাম্বানটোটা সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে।
  • 'মগমপুরা মহিন্দ রাজাপাকসে বন্দর' বা 'হাম্বানটোটা বন্দর' দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার একটি সমুদ্রবন্দর। হাম্বানটোটা বন্দরটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এ বন্দরটি ২০১০ সালের ১৮ নভেম্বর হাম্বানটোটা শহরে উদ্বোধন করা হয়।
  • ১৬ সেপ্টেম্বর ২০১৯ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ারের উদ্বোধন করে শ্রীলংকা। দেশটির রাজধানী কলম্বোতে নির্মিত Colombo Lotus Tower নামের টাওয়ারটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। ১৭ তলা বিশিষ্ট টাওয়ারটির উচ্চতা ৩৫৬ মিটার (১,১৬৮ ফুট)।

নেপাল

নেপাল দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ । এর উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং পূর্ব , দক্ষিণ ও পশ্চিমে ভারত । বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত । নেপাল কখনো ব্রিটিশ উপনিবেশ ছিল না।

  • ২০০৭ সালের ২৮ ডিসেম্বর নেপালের পার্লামেন্টে রাজতন্ত্রের অবসানের জন্য আইন পাস হয়। ২০০৮ সালের ২৮ মে আইনটি কার্যকর হলে ২৪০ বছরের পুরোনো [১৭৬৮-২০০৮] রাজতন্ত্রের অবসান হয়। নেপালের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব।
  • ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালের প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • নেপাল সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
  • 'ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর' নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া নেপালের দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর 'পোখারা বিমানবন্দর' এবং 'গৌতম বুদ্ধ বিমানবন্দর' কে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার জন্য অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে।
  • নেপালের পবর্তারোহী কামি রিটা শেরপা ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত তিনি মোট ২৪ বার এভারেস্টে আরোহণ করে বিশ্বরেকর্ড গড়েন।
  • নেপাল কমিউনিস্ট পাটি (এনসিপি) দুই কমিউনিস্ট দলকে একীভূত করেছে।
  • নেপালের পতাকা দুটি রক্তিম ক্ষুদ্র পতাকার সমন্বয়ে গঠিত, যার প্রান্তের রঙ নীল। পতাকার উপরে চন্দ্র ও নিচের সূর্যের প্রতীক রয়েছে।

মালদ্বীপ

মালদ্বীপ আয়তনে ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। এটি ভারত মহাসাগরের উত্তরে আরব সাগরে অবস্থিত। গ্রিন হাউস ইফেক্টের কারণে দেশটির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। সমদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দেশটির সরকার অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে। দেশটিতে বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশ সরকার মালদ্বীপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহায়তা করবে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির নাম নির্ধারণ করা হয়েছে 'ইউনিভার্সিটি অব মালদ্বীপ'।

সমুদ্রের তলদেশে মন্ত্রিসভা বৈঠক: সার্কভুক্ত দেশ তথা এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম মালদ্বীপ। দেশটি ভারত মহাসাগরের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। গ্রিন হাউস ইফেক্টের কারণে দেশটির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দেশটির সরকার অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে গেছে মালদ্বীপের অস্তিত্ব। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারীয় প্যানেল এর ধারণা মতে, সমুদ্রের উচ্চতা ৫৮ সেন্টিমিটার বাড়লে ২১০০ সাল নাগাদ মালদ্বীপের বেশির ভাগ নিম্নাঞ্চলের দ্বীপগুলো সমুদ্রে বিলীন হয়ে যাবে। ২০০৯ সালের ২০ অক্টোবর জলবায়ু পরিবর্তনের ফলে বৈঠক করেন তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ।

ভুটান

ভুটান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ । এর উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল , পূর্বে ভারতের অরুণাচল প্রদেশ , দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমে: ভারতের সিকিম । ভুটান একটি রাজতান্ত্রিক দেশ। ২০০৮ সালের ২৪ মে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেইবারেই প্রথম ভুটানের জনগন ভোটাধিকার প্রয়োগ করে। ভূটানকে বলা হয় 'গর্জনশীল ড্রাগনের রাজ্য' [The Land of the Thunder Dragon]। ভুটান পাহাড় সমৃদ্ধ দেশ হওয়ায় সেখানে প্রায়ই বজ্রপাত হয়। অতীতে মানুষ ভাবত বজ্রপাত বা মেঘের গর্জন হলো Dragon- এর গর্জন। Dragon-এর গর্জনকে অশুভ হিসেবে চিহ্নিত করা হতো। হিমালয় পর্বতের উপত্যকা থেকে আগত এই প্রচন্ড এবং তীব্র বিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির কারণে ভুটানকে Thunder Dragon বলা হয়। স্থানীয় ভাষায় বলা হয় Druk yol । ভুটানই প্রথম দেশ যারা সর্বপ্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করে। লোটে শেরিং হলেন একজন ভূটানের রাজনীতিবীদ এবং চিকিৎসক যিনি বর্তমানে ভূটানের প্রধানমন্ত্রী ।

দক্ষিণ-পূর্ব এশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল। এটি মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত। এশিয়া মহাদেশের ১১টি দেশ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া গঠিত। দেশগুলো হল:

  1. মায়ানমার : রাজধানী নাইপিদো ।
  2. সিঙ্গাপুর : রাজধানী সিঙ্গাপুরসিটি ।
  3. থাইল্যান্ড : রাজধানী ব্যাংকক ।
  4. মালয়েশিয়া : রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক রাজধানী-পুত্রজায়া ।
  5. ইন্দোনেশিয়া : রাজধানী জাকার্তা ।
  6. ভিয়েতনাম : রাজধানী হ্যানয় ।
  7. কম্বোডিয়া : রাজধানী নমপেন ।
  8. লাওস : রাজধানী ভিয়েনতিয়েন ।
  9. পূর্ব তিমুর :রাজধানী দিলি ।
  10. ফিলিপাইন : রাজধানী ম্যানিলা ।
  11. ব্রুনেই : রাজধানী বন্দর সেরি বেগওয়ান ।

মায়ানমার

মায়ানমার (পূর্বে বার্মা নামে পরিচিত) দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর পশ্চিমে বাংলাদেশ এবং ভারত, উত্তরে চীন, পূর্বে লাওস এবং থাইল্যান্ড এবং দক্ষিণে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত।

  • রাষ্ট্রীয় নাম : দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার [২১ অক্টোবর ২০১০ এ নামকরণ করা হয়]।
  • পূর্ববর্তী রাষ্ট্রীয় নাম : ইউনিয়ন বার্মা, সোসালিস্ট রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব বার্মা [১৯৭৪-১৯৮৮], ইউনিয়ন অব বার্মা [১৯৮৮-১৯৮৯], ইউনিয়ন অব মিয়ানমার [১৯৮৯-২০১০]।
  • প্রাচীন নাম : বার্মা বা ব্রহ্মদেশ। ১৯৮৯ সালে দেশটির নাম 'বার্মা' থেকে পরিবর্তন করে 'মায়ানমার' করা হয়। সেই রেঙ্গুন নামও পরিবর্তন করে ইয়াঙ্গুন করা হয়। মূলত বার্মার জান্তা সরকার ব্রিটিশ উপনিবেশকালের সকল চিহ্ন মুছে দেয়ার যে প্রকল্প হাতে নেয় তারই অংশ এই নাম পরিবর্তন । মায়ানমার আর বার্মা স্থানীয়ভাবে একই অর্থ বহন করে। প্রচলিত অর্থ অনুযায়ী মায়ানমার শব্দের অর্থ হল — দ্রুতগামী ও শক্তিশালী মানুষ। বামার ও মায়ানমার একই অর্থ বহন করে। উল্লেখ্য, মায়ানমারের সর্বোচ্চ জাতিগোষ্ঠী হল বামার গোষ্ঠী।
  • রাজধানীর নাম : নাইপিদো। পূর্বে রাজধানী ছিল- ইয়াঙ্গুন (ইয়াঙ্গুন আবার রেঙ্গুন নামেও পরিচিত ছিলা। ইয়াঙ্গুনকে মিয়ানমারের প্রবেশপথ বলা হয় ।
  • স্বাধীনতা লাভ : ৪ জানুয়ারি ১৯৪৮ বার্মা ব্রিটিশ শাসন হতে স্বাধীনতা লাভ করলে আরাকান রাজ্য স্থায়ীভাবে বার্মার অংশ হয়ে যায়। পরবর্তীতে ১৯৮১ সালে মিয়ানমারের সামরিক জান্তা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে রাখাইন প্রদেশ।
  • প্রধান ধর্ম : বৌদ্ধ
  • জাতীয় সংসদ : দ্বি-কক্ষ বিশিষ্ট। দেশটির দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রিদাংসুর নিম্নকক্ষের নাম পিথু হুততাও ও উচ্চকক্ষের নাম অ্যামিয়োথা হুততাও । সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে ২৫% আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
  • সামরিক জান্তা :
    • ক্ষমতা দখল করে ২ মার্চ ১৯৬২,
    জেনারেল নে উইন: মিয়ানমারে সামরিক শাসন চালু করে।
    • সামরিক জান্তারা State Peace and Development Council [SPDC] নামে পরিচিত।
  • সাফরন বিপ্লব [জাফরান বিপ্লব] : ২০০৭ সালে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুর আন্দালেন যে নামে পরিচিত।
  • আরাকান :
    • মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্বনাম।
    • মিয়ানমার ১৭৮৪ সালে আরাকান রাজ্য দখল করে নেয়।
    • মংডু মিয়ানমারের রাখাইন [ পূর্বের নাম আরাকান ] রাজ্যের একটি জেলা শহর। মংডু বাংলাদেশের টেকনাফ সীমান্তের ঠিক ওপারেই অবস্থিত।
  • অং সান সুচি :
    • গণতন্ত্রের মানসকন্যা বা গণতন্ত্রপন্থী নেত্রী হিসেবে খ্যাত।
    • ১৯৯১ সালে অং সান সু চি [aung san suu kyi] শান্তিতে নোবেল পুরস্কার পান।
    • ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি [NLD] প্রতিষ্ঠিত হয়- ২৭ সেপ্টেম্বর ১৯৮৮ [ প্রতিষ্ঠাতা - অং সান সুচি ]
    • মিয়ানমার সরকারে অং সান সুচি'র প্রশাসনিক পদবি স্টেট কাউন্সিলর।
  • মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী : মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম ছিল নাসাকা NASAKA [বর্তমানে বিলুপ্ত। বর্তমানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম 'BGP'।
  • রোহিঙ্গা জাতি :
    • মিয়ানমার মুসলিম শরণার্থী অধিবাসীদের বলা হয় রোহিঙ্গা।
    • মিয়ানমারের নর্থ রাখাইন স্টেট বা রাখাইন অঞ্চলের অধিবাসী বা একমাত্র ভূমিপুত্র হলো রোহিঙ্গা জাতি। আরাকান-এর প্রাচীন নাম ব্রহ্ম জনপদ, বর্তমানে রাখাইন।
    • 'রাখাইন' শব্দটি এসেছে পালি শব্দ 'রাক্ষাপুরা' থেকে, যার প্রতিশব্দ হলো 'রাক্ষাপুরা' অর্থাৎ রাক্ষসদের আবাসভূমি ।
    • রোহিঙ্গাদের উৎপত্তি হয়েছে ইন্দো-আর্য নৃগোষ্ঠী থেকে।
    • ১৯৭৮ সালে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে।
  • মিয়ানমারের আকিয়াব-এর বর্তমান নাম সিটওয়ে
  • আধুনিক বার্মিজ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা - অং সান।
  • দীর্ঘ ২৫ বছর পর মিয়ানমারে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর ২০১৫। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ৯ সদস্যবিশিষ্ট আনান কমিশন গঠিত হয় ২৪ আগস্ট ২০১৬।

থাইল্যান্ড

থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর পশ্চিমে মায়ানমার, উত্তরে লাওস ও কম্বোডিয়া, পূর্বে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণে মালয় উপদ্বীপ অবস্থিত। থাইল্যান্ড শব্দের অর্থ 'মুক্তভূমি'। থাইল্যান্ড কখনও কোন দেশের উপনিবেশ ছিল না। থাইল্যান্ডের অধিকাংশ লোক বৌদ্ধধর্মাবলম্বী [৯৫%]। মুসলিম সম্প্রদায় [৪.৫%] এর সিংহভাগ দেশটির দক্ষিণাংশে বসবাস করে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি নগর রাষ্ট্র। এটি মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে অবস্থিত । এর উত্তরে মালয়েশিয়া এবং দক্ষিণে ইন্দোনেশিয়া অবস্থিত। এর অধিকাংশ লোক বৌদ্ধধর্মাবলম্বী। মুসলিম দেশ না হলেও সিঙ্গাপুরের পতাকায় চাঁদ-তারা আছে। সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব।

১২ জুন ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে। শীর্ষ বৈঠকের মূল বিষয় ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণ। সিঙ্গাপুর যে ৬৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত, তার মধ্যে সেন্তোসা অন্যতম। ৫০০ হেক্টর জায়গার ওপর গড়ে ওঠা দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখন্ডের কাছে অবস্থিত। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পণের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এ দ্বীপটিকে 'সায়োনান', অর্থাৎ 'দক্ষিণের আলো' নামে নতুন নামকরণ করে। ১৯৭০ সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখে 'সেন্তোসা', যার অর্থ 'সন্ধি ও শান্তি'।

মালয়েশিয়া

মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর উত্তরে থাইল্যান্ড, পশ্চিমে ইন্দোনেশিয়া, দক্ষিণে সিঙ্গাপুর এবং পূর্বে ব্রুনাই অবস্থিত।

  • ১৯৫৭ সালের আগে মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল।
  • সেকেন্ড হোম প্রোগ্রাম: বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রাম চালু করে।
  • মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসি'র প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ।
  • আধুনিক মালয়েশিয়ার স্থপতি, চতুর্থ প্রধানমন্ত্রী [১৯৮১-২০০৩] ও সপ্তম প্রধানমন্ত্রী (২০১৮- ফেব্রু, ২০২০) ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। তার পূর্বপুরুষদের দেশ বাংলাদেশের চট্টগ্রাম।
  • ৯ মে ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বিজয়ী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট 'পাকাতান-হারুপান' [PH]; পরাজিত হয় নাজিব রাজাক।
  • মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান [PH]।

ইন্দোনেশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র । এর উত্তরে মালয়েশিয়া, পূর্বে পাপুয়া নিউ গিনি, দক্ষিণে পূর্ব তিমুর এবং পশ্চিমে ভারত মহাসাগর অবস্থিত। আচেহ প্রদেশ এবং ইরিয়ান জায়া ইন্দোনেশিয়ার দুইটি স্বাধীনতাকামী দ্বীপ। এটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ । মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি প্রায় ৫০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছে। দেশটি ১৭,৫০৮ টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত । এই দেশের প্রধান দ্বীপগুলো হলোঃ সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া, সুন্দা, লম্বক, কোমোডো, বালি, বান্দা, টোগীয়, আচেহ ইত্যাদি।

ভিয়েতনাম

ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। এর পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, উত্তরে চীন, পূর্বে দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণে মালয় উপদ্বীপ অবস্থিত। ভিয়েতনামের ইতিহাস প্রাচীন রাজ্য থেকে শুরু হয়েছিল। এরপর দীর্ঘকাল ধরে এটি ঔপনিবেশিক শাসন এর অধীনে ছিল। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ভিয়েতনাম ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে। বর্তমানে এটি একটি একক-দলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। ভিয়েতনামের সরকারী ভাষা হল ভিয়েতনামী। ভিয়েতনামের প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। ভিয়েতনামের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। দেশটির প্রধান অর্থনৈতিক কার্যক্রম হল উৎপাদন, কৃষি এবং পর্যটন।

১৯৫৪ সালে 'জেনেভা চুক্তি'র মাধ্যমে সপ্তদশ ডিগ্রী অক্ষরেখা বরাবর ভিয়েতনাম অস্থায়ীভাবে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এই দুটি অংশে বিভক্ত হয়। ১৯৭৬ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দুই ভিয়েতনাম একত্রিত হয়। ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা - হো চিমিন। যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী ছিলেন ১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত এবং রাষ্ট্রপতি ছিলেন ১৯৪৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং এর নেতৃত্ব দান করেন।

কম্বোডিয়া

কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ । এর পশ্চিমে থাইল্যান্ড , উত্তরে থাইল্যান্ড, পূর্বে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের উপসাগর অবস্থিত। কম্বোডিয়ার সরকারী ভাষা খমের এবং প্রধান জাতিগোষ্ঠী ও খমের । বৌদ্ধ ধর্ম কম্বোডিয়ার প্রধান ধর্ম ।

  • পলপট কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন।
  • ১৯৭০ সালে জেনারেল লন নল কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন।
  • গণতন্ত্র চত্ত্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে [Pnompen] অবস্থিত।

লাওস

লাওস মেকং নদী দ্বারা বেষ্টিত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে চীন , পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া ও থাইল্যান্ড এবং পশ্চিমে মায়ানমার অবস্থিত । লাওস ২২শে অক্টোবর ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । দেশটির প্রধান জাতিগোষ্ঠি লাও এবং অফিসিয়াল ভাষাও লাও । মুদ্রার নাম লাও কিপ ।

পূর্ব তিমুর

পূর্ব তিমুর পর্তুগিজ কলোনী ছিল। ১৯৭৫ সালে পূর্ব তিমুর স্বাধীনতা ঘোষণা করলে ইন্দোনেশিয়া দেশটি দখল করে নেয়। ২০০২ সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

ফিলিপাইন

ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে তাইওয়ান , পূর্বে প্রশান্ত মহাসাগর , দক্ষিণে সেলিবেস সাগর এবং পশ্চিমে দক্ষিণ চীন সাগর অবস্থিত । দেশটির প্রধান জাতিগোষ্ঠি এবং সরকারী ভাষা ফিলিপিনো । প্রধান ধর্ম রোমান ক্যাথলিক ।

সুবিক বে: প্রশান্ত মহাসাগরের বৃহত্তম মার্কিন নৌঘাটি ছিল। ১৯৯১ সালে এই নৌঘাটিটি বন্ধ করে দেওয়া হয়।

মিন্দানাও: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। মিন্দানাও এর মুসলিম শাসিত স্বায়ত্ত্বশাসিত অঞ্চল -বাংলামেরো।

ব্রুনেই

বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত ব্রুনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে দক্ষিণ চীন সাগর , পূর্বে মালয়েশিয়া , দক্ষিণে ব্রুনাই উপসাগর এবং পশ্চিমে মালয়েশিয়া অবস্থিত । দেশটির প্রধান জাতিগোষ্ঠি এবং সরকারী ভাষা মালয় । প্রধান ধর্ম ইসলাম । ব্রুনেই-এর আয়ের প্রধান উৎস পেট্রোলিয়াম উৎপাদন ।

মধ্য এশিয়া

মধ্য এশিয়া এশিয়া মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। মধ্য এশিয়া ৫টি দেশ গঠিত যথাঃ

  1. কাজাখস্তান : রাজধানী- নূর সুলতান ।
  2. কিরগিজস্তান : রাজধানী- বিশকেক ।
  3. তাজিকিস্তান : রাজধানী- ডুশানবে ।
  4. তুর্কেমেনিস্তান : রাজধানী- আশখাবাদ ।
  5. উজবেকিস্তান : রাজধানী- তাসখন্দ ।

কাজাখস্তান :

  • আয়তনে মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ।
  • আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ।
  • রাজধানীর পূর্বনাম ছিল আসতানা। ২৩ মার্চ ২০১৯ এই শহরের নতুন নামকরণ হয় নূর সুলতান।

তাজিকিস্তান : সোভিয়েত ঐক্য স্নায়ুযুদ্ধ যুগে পৃথিবীর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মডেল হিসেবে দাঁড়িয়ে যায়। মূলত চারটি প্রজাতন্ত্র হতে সোভিয়েত ঐক্যের উৎপত্তি হলেও ১৯৫৬ সাল হতে ১৯৯১ সালে ভেঙে যাবার আগ পর্যন্ত এই ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫টিতে। এগুলো হলোঃ আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, এস্তোনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, কিরগিজিস্তান, লিথুয়ানিয়া, মলদোভিয়া, তাজিকিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, ইউক্রেন এবং উজবেকিস্তান।

পূর্ব এশিয়া বা দূর প্রাচ্য

এ অঞ্চলের দেশ সমূহ এশিয়া মহাদেশের পূর্বাংশে অবস্থিত বলে এদেরকে পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের দেশ বলা হয় । চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এ ছয়টি দেশ নিয়ে দূর প্রাচ্য গঠিত ।

দূর প্রাচ্য
দেশ রাজধানী
চীন বেইজিং
জাপান টোকিও
উত্তর কোরিয়া পিয়ংইয়ং
দক্ষিণ কোরিয়া সিউল
মঙ্গোলিয়া উলানবাটোর
তাইওয়ান তাইপে

গণচীন

এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ । এখানে 1.4 বিলিয়নেরও বেশি জনসংখ্যা রয়েছে । গণচীন প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ১৯৪৯ সালে । গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং । এটি একটি কমিউনিস্ট রাষ্ট্র । বর্তমান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট শি জিনপিং , সরকার প্রধান প্রধানমন্ত্রী লি কেকিয়াং , ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়না ।

  • চীনের গৃহযুদ্ধ : চীনা কমিউনিস্ট পার্টি [CPC] এবং চীনা জাতীয়তাবাদী [KMT)-এর দল অনুসারীদের মধ্যে যুদ্ধ হয়। মাও সতুং এর নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টির অনুসারীরা যুদ্ধে জয়ী হয় এবং People's Republic of China [গণচীন] প্রতিষ্ঠা করে। চায়না জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তাইওয়ানে আশ্রয় নেন এবং Republic of China [তাইওয়ান] প্রতিষ্ঠা করেন।
  • সাংস্কৃতিক বিপ্লব : ১৯৬৬ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুং এর আহবানে চীনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে চীনে বিপ্লবের সূত্রপাত হয়। ১৯৭৬ সালে মাও সে তুং এর মৃত্যুর মাধ্যমে এই বিপ্লবের পরিসমাপ্তি ঘটে।
  • তিয়েন আনমেন স্কোয়ার আন্দোলন : ১৯৮৯ সালে ১৪ এপ্রিল বেইজিং এর তিয়েন আনমেন স্কোয়ারে প্রায় ১০০০০ ছাত্র-বুদ্ধিজীবী অধিক গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সমেবেত হয়। চীনের সরকার এই সমাবেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এই সময় প্রায় ৩০০০ আন্দোলনকারীকে নির্মমভাবে হত্যা করা হয়।
  • তিব্বত :
    ☞ তিব্বতের ধর্মীয় নেতাকে দালাইলামা Dalai Lama] বলে।
    ☞ চীন ১৯৫০ সালে তিব্বতের উপর চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।
    ☞ বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
    ☞ ১৯৫৯ সালে চতুর্দশ দালাইলামা তাঁর অনুসারীদের নিয়ে ভারতে ধর্মশালায় পালিয়ে যান এবং নির্বাসিত তিব্বত সরকার প্রতিষ্ঠা করেন। চীন এই সরকারকে প্রত্যাখ্যান করে।
    ☞ বর্তমান চতুর্দশ দালাইলামার প্রকৃত নাম হলো তেনজিন গিয়াৎসু।
  • ম্যাকাও :
    ☞ চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। বর্তমানে 'এক দেশ, দুই পদ্ধতি' (One Country. Two System)-তে পরিচালিত হয়- ২০৪৯ সাল পর্যন্ত এ পদ্ধতি চালু থাকবে।
    ম্যাকাওয়ের রাজনৈতিক ইতিহাস: ⤵
    পতুর্গিজ নিয়ন্ত্রিত বাণিজ্য কেন্দ্র [১৫৫৭ খ্রিঃ]
    পর্তুগিজ কলোনিতে [১৮৮৭ খ্রিঃ]
    ☞ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল গণচীনের নিকট ম্যাকাও ফেরত দেয়।
  • হংকং :
    ☞ চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। বর্তমানে 'এক দেশ, দুই পদ্ধতি' (One Country. Two System)-তে পরিচালিত হয়- ২০৪৭ সাল পর্যন্ত এ পদ্ধতি চালু থাকবে।
    হংকংয়ের রাজনৈতিক ইতিহাস: ⤵
    নানকিং চুক্তি [Treaty of Nanking]-১৮৪২ খ্রিষ্টাব্দ প্রথম আফিমের যুদ্ধে ব্রিটেনের নিকট চীন পরাজিত হলে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়।
    কনভেনশন অব এক্সটেনশন অব হংকং টেরিটোরি [Convention for the Extension of Hong Kong Teritory]- ১৮৯৮ খ্রিষ্টাব্দ চীন ৯৯ বছরের জন্য হংকং ব্রিটিশ সরকারের নিকট লিজ দেয়।
    ☞ 'এক দেশ দুই নীতি' ফর্মুলার ব্রিটিশ সরকার ১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের নিকট ফেরত দেয়।
    ☞ চীনের অধীনে ইতোমধ্যে ২০ বছর পার করেছে হংকং কিন্তু এতো দিনেও স্বশাসিত দ্বীপাঞ্চলটির বাসিন্দারা নিজেদের আত্মাপরিচয়ের খোঁজ পাননি ।
    প্রত্যর্পণ বিল ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়
  • চীনের মহাপ্রাচীর :
    প্রাচীরের দৈর্ঘ্য: পরিখা, প্রাকৃতিক প্রতিবন্ধকসহ ৮৮৫০ কি.মি. [৫৫০০ মাইল] । প্রকৃত প্রাচীরের দৈর্ঘ্য ৬২৬০ কি.মি. (৩৮৯০ মাইল ]
    অবস্থান: চীনের উত্তর সীমান্তে অবস্থিত।
    নির্মাণকাল: খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী-ষোড়শ শতাব্দী । কিন শাসনামলে [ খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দী-খ্রিস্টপূর্ব ২২১ অব্দ ] মিনগ শাসনামলে [১৪৪০-১৪৬০ খ্রিস্টাব্দ]
    ☞ মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা।
    ☞ নির্মাণকালে এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ২১,১৮৬.১৮ কি.মি. বা ১৩,১৭০.৭০ মাইল।
    ☞ ১৯৮৭ সালে চীনের মহাপ্রাচীরটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
  • গ্রেট হল অব দ্য পিপলস :
    অবস্থান: বেইজিং, চীন।
    পরিচিতি: চীনের পার্লামেন্ট ভবন।
  • সীমানা : চীনের সাথে বিশ্বের সর্বাধিক ১৪ টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে। উল্লেখ্য- রাশিয়ার সাথেও সর্বাধিক ১৪টি দেশের সীমান্ত রয়েছে।]
  • অর্থনীতি : চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বর্তমানে বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
  • ফালুং গং : চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন ।
  • প্রাচীনকালে সিল্ক রোড : সিল্ক রোড ছিলো পৃথিবীর দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্য পথের একটি নেটওয়ার্ক। এটি চীনের 'হান' সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়। পূর্ব পশ্চিমের সংযোগ স্থাপনকারী সিল্ক রোড চীনের সাথে ভূমধ্যসাগরীয় অঞ্চল সমূহের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি শত শত বছর ধরে এটি সাংস্কৃতিক আদান প্রদানের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। ১৪৫৩ খ্রিষ্টাব্দে সিল্ক রোড ছিলো ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে নির্ভর যোগ্য বাণিজ্য পথ। বর্তমানে পৃথিবীর প্রাচীনতম এই বাণিজ্য পথটি ইউনেস্কো এর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' এর অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি, চীনা সরকার ঐতিহাসিক এই বাণিজ্য পথটি পুনঃনির্মাণেরও ঘোষণা দিয়েছেন।
  • নতুন সিল্ক রোড :
    ☞ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালের অক্টোবর মাসে কাজাখস্তানের নজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে কথা প্রসঙ্গে প্রথম নতুন সিল্ক রোড আর্থ-বলয় (নিউ সিল্ক রোড ইকোনোমিক বেল্ট। সৃষ্টির কথা বলেন, যেটি চীন থেকে শুরু হয়ে পুরো মধ্য এশিয়াকে স্থলপথে বাণিজ্যিকভাবে কাছে নিয়ে আসবে এবং সেখান থেকে আরো দূরে, ইউরোপে সম্প্রসারিত হবে। চীনের উদ্যোগে গৃহীত ওয়ান বেল্ট ওয়ান রোড [OBOR)-কে বলা হচ্ছে নতুন সিল্করুট। সবচেয়ে বেশি দেশ, বিপুল বিনিয়োগ এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যাকে জড়িত করার এ পরিকল্পনা একুশ শতকের বৃহত্তম উন্নয়ন প্রকল্প।
    ☞ প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো। নতুন সিল্করুটে বাংলাদেশ একটি সংযোগস্থল হিসেবে কাজ করবে। বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে চীন।
  • সামরিক ঘাঁটি স্থাপন : চীন আফ্রিকান দেশ জীবুতি তে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে।
  • উইঘুর সম্প্রদায় :
    ☞ চীনের জিনজিয়াং প্রদেশটি মুসলিম অধ্যুষিত। 'উইঘুর' চীনের একটি সম্প্রদায়ের নাম। এরা মধ্য এশিয়ায়। বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাস করে। উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম।
    ☞ উইঘুর লোকেরা ইথিক সম্প্রদায়ভুক্ত। মোহাম্মেদ আইমিন ভুগরা এর মতে ’history of East Turkestan' উল্লেখিত আছে যে, তাদের আছে ৯০০০ বছরের ইতিহাস।
  • চীনের একটি আধ্যাতিক আন্দোলন : FALUN GONG [ফালং গং]
  • চীন আবিষ্কার : মার্কোপোলো হলেন একজন ভেনিস পর্যটক ও বণিক। পশ্চিমাদের মধ্যে সর্বপ্রথম তিনি 'সিল্ক রোড' পাড়ি দিয়ে চীন দেশে আসেন। তখন ইউরোপীয়দের কাছে চীনের নাম ছিল 'ক্যাথে'। মার্কোপোলের ভ্রমণ সংক্রান্ত বইটির নাম হলো 'লিভ্রে দেস মানভেলেস দ্যু মণ্ডে' (বিস্ময়কর পৃথিবীর বর্ণনা)। এই বইয়ের মাধ্যমে তিনি সমগ্র ইউরোপের কাছে এশিয়া ও চীনকে পরিচয় করিয়ে দেন।

জাপান

জাপান একটি দ্বীপরাষ্ট্র। জাপানের দ্বীপসমূহের মধ্যে Hokkaido[হোক্কাইডো], Honshu [হনসু], Shikoku [শিকোকু], Kyushu [কিউসু], Okinawa [ওকিনাওয়া] প্রধান। আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হনসু। জাপানের রাজধানী টোকিও দ্বীপে অবস্থিত। টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। বিখ্যাত 'সামুরাই' শব্দটি জাপানে ব্যবহৃত হয়।

  • পারমাণবিক বোমার বিস্ফোরণ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৪ আগস্ট জাপানের হিরোশিমায় "লিটল বয়' এবং ৯ আগস্ট নাগাসাকিতে 'ফ্ল্যাটম্যান' নামক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
  • Cornerstone of Peace : ওকিনাওয়ার যুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) এর নিহতদের স্মরণে জাপানের ওকিনাওয়ায় নির্মিত স্মৃতিসৌধ। বর্তমানে জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি ওকিনাওয়ায় অবস্থিত।
  • Statue of Peace : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণের নিহতদের স্মরণে একটি শান্তি পার্ক স্থাপন করা হয়। 'স্ট্যাচু অব পিস' এই পার্কে অবস্থিত।
  • শান্তি সংবিধান : জাপান এর সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয়। 'শান্তি সংবিধান' সংবিধানকে "পস্টওয়্যার সংবিধান" [Postwar Constitution] ও বলা হয়। এই সংবিধান সর্বপ্রথম রচিত হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর অর্থাৎ ৩ মে, ১৯৪৭ সালে।
  • সুশি ও সাশিমী : বিখ্যাত জাপানি খাবার।
  • ইকেবানা : ফুলসজ্জার এক ধরনের জাপানি শিল্পশৈলী।

উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

১৯১০ সালে কোরীয় উপদ্বীপ জাপানের শাসনাধীন অঞ্চলে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। ১৯৪৫ সালে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর কোরিয়া দুটি অংশে বিভক্ত হয়: উত্তরে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা উত্তর কোরিয়া এবং দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ কোরিয়া। ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

  • পানমুনজাম : দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম যা শান্তিগ্রাম নামে পরিচিত।
  • ব্লু হাউস : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • উত্তর কোরিয়াতে বিরোধীদল :
    ☞ উত্তর কোরিয়ার আইনসভা Supreme people's assembly হলো এক কক্ষ বিশিষ্ট। রাজনৈতিক পরিভাষায় একে বলে 'রাবার স্ট্যাম্প' সংসদ। কারণ এটি একটি রাজনৈতিক দল করেছে। এদেশে নামে মাত্র আরও দুটি দল আছে।
    ☞ওয়ার্কার্স পার্টি-কিম জং উন
    ☞ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
    ☞ চন্ডোইস্ট পার্টি
    ☞ ১০ মার্চ ২০১৯-এ এখানে নির্বাচন হয়। ৯৯.৯৯% শতাংশ মানুষ ভোট দেন। ১৪ তম এই নির্বাচনে জয়ী হন কিম জন উন ওয়ার্কার্স পার্টি।
  • উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতার নাম কিম জং উন।
  • ২০১৭ সালে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম ভূখন্ডে আঘাত হানার হুমকি দিয়েছিল।

উত্তর-পশ্চিম এশিয়া

এশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল উত্তর-পশ্চিম এশিয়া নামে পরিচিত। উত্তরে ককেশাস পর্বতমালা, পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে আরব সাগর এবং পূর্বে ইরান পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম এশিয়ার দেশ সমূহের ইসলাম প্রধান ধর্ম, তবে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে। এখানে আরবি প্রধান ভাষা, তবে তুর্কি, কুর্দি, ফার্সি এবং অন্যান্য ভাষাও প্রচলিত। বর্তমানে এই অঞ্চলটি ইরান , ইরাক , সৌদি আরব , কুয়েত , বাহরাইন , কাতার , সংযুক্ত আরব আমিরাত , ওমান ও ইয়েমেন নিয়ে গঠিত । দেশসমূহ হল:

উত্তর-পশ্চিম এশিয়া
দেশ রাজধানী
ইরান তেহরান
ইরাক বাগদাদ
সেীদি আরব রিয়াদ
কুয়েত কুয়েতসিটি
বাহরাইন মানামা
কাতার দোহা
সংযুক্ত আরব আমিরাত আবুধাবি
ওমান মাসকাত
ইয়েমেন সানা

ইরান

ইরান উত্তর-পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ । উত্তরে ক্যাস্পিয়ান সাগর, পশ্চিমে তুরস্ক ও ইরাক, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সীমান্ত রয়েছে। ইসলামের আগমনের পর, ইরান একটি গুরুত্বপূর্ণ ইসলামী কেন্দ্রে পরিণত হয়। সাফাভিদ রাষ্ট্র (১৫০১-১৭৩৬) ইরানকে ঐক্যবদ্ধ করে এবং শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। বিংশ শতাব্দীতে, কাজার এবং পাহলবী রাজবংশের পতনের পর, ইরানে ইসলামী বিপ্লব (১৯৭৯) ঘটে এবং একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দেশটির তেল ও গ্যাস অর্থনীতির মূল চালিকাশক্তি।

  • বাম নগরী : ইরানের একটি ঐতিহাসিক শহর।
  • বুশেহর : ইরানের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এ শহরে অবস্থিত।
  • পতাকা : জাতীয় পতাকায় কালিমা তাইয়্যেবা লেখা থাকার কারণে ইরানের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না।

ইরাক

ইরাক উত্তর-পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ । উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণে কুয়েত ও সৌদি আরব, পশ্চিমে জর্ডান ও সিরিয়ার সাথে সীমান্ত রয়েছে।

  • কারবালা : মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান।
  • No Fly Zone : উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত একটি এলাকা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইরাকের কুর্দি জনগণকে ইরাকি বিমানবাহিনীর হামলা থেকে রক্ষার জন্য ১৯৯২-২০০৩ ইরাকী বিমানের এই অঞ্চলে উড্ডয়ন নিষিদ্ধ করেছিল।
  • বিখ্যাত শহর : বসরা, ফালুজা।
  • ঝুলন্ত উদ্যান : ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত।

সৌদি আরব

  • কোন সংবিধান বা সংসদ নেই।
  • পতাকা কখনও অর্ধনমিত থাকে না কারণ এতে ইসলাম ধর্মের পবিত্র কালেমা লেখা আছে।
  • নদীবিহীন দেশ।
  • জামাল খাসোগী ছিলেন একজন সৌদি সাংবাদিক, লেখক এবং প্রধান সম্পাদক। ২ অক্টোবর ২০১৮ তিনি রাজনৈতিক কারণে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকান্ডের স্বীকার হন।
  • সৌদি আরবে একুশ শতকে যত পরিবর্তন : ২০০১ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নাগরিকত্বের স্বীকৃতি লাভ করে। নারীদের প্রথমবারের মতো ID কার্ড দেয়া হয়। ২০০৫ সালে জোরপূর্বক বিবাহ নিষিদ্ধ হয়। চালু হয় কাগজে-কলমে বিবাহ প্রথা। ২০০৯ সালে প্রথমবারের মতো একজন নারী মন্ত্রিত্ব লাভ করে। ২০১২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলাধুলায় নারীরা অংশ নেয়। ২০১৩ সালে বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর অনুমতি লাভ করে সৌদি নারীরা। ২০১৩ সালে সৌদি পার্লামেন্টে প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণ ঘটে। ৩০ জন নারীকে পার্লামেন্টে নিয়োগ প্রদান করা হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান ও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মেলে।
  • সৌদি আরবের প্রথম নারী পাইলট : ইয়াসমিন আল মায়মানি
  • সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত : সৌদি রাজকুমারী রিমা বিনতে বান্দার আল সৌদ। তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ১১তম সৌদি রাষ্ট্রদূত।

কুয়েত

দেশটি উত্তর-পশ্চিম এশিয়ায়, পারস্য উপসাগরের তীরে অবস্থিত। উত্তরে ইরাক, পশ্চিমে সৌদি আরব। প্রাচীনকালে দেশটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। ১৮ শতকে আল-সাবাহ পরিবারের নিয়ন্ত্রণে আসে। ১৯১৩ সালে ব্রিটিশদের অধীনে আসে এবং ১৯৬১ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৯০ সালে ইরাক দ্বারা দখল, ১৯৯১ সালে মুক্তি লাভ করে । দেশটির আমির (Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah) রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী (Sabah Khalid Al-Hamad Al-Sabah) সরকারের প্রধান।

বাহরাইন

বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত। দেশটি সৌদি আরবের উত্তর-পূর্বে এবং কাতারের দক্ষিণ-পশ্চিমে 36 টি দ্বীপ নিয়ে গঠিত। প্রাচীনকালে এটি দিলমুন নামে পরিচিত ছিল। ১৬ শতকে পর্তুগিজদের দখলে আসে। ১৮ শতকে আল-খলিফা পরিবারের নিয়ন্ত্রণে আসে। ১৯ শতকে ব্রিটিশদের অধীনে আসে এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান । বাদশাহ (Hamad bin Isa Al Khalifa) রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী (Salman bin Isa Al Khalifa) সরকারের প্রধান। তেল ও গ্যাস অর্থনীতির মূল চালিকাশক্তি। ঐতিহাসিক পার্ল স্কয়ার বাহরাইনে অবস্থিত।

কাতার

কাতার পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত একটি দেশ। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। প্রাচীনকালে দেশটি আল-নাসর নামে পরিচিত ছিল। ১৮ শতকে আল-থানি পরিবারের নিয়ন্ত্রণে আসে। ১৯১৫ সালে ব্রিটিশদের অধীনে আসে এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান । আমির রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান। তেল ও গ্যাস অর্থনীতির মূল চালিকাশক্তি।

৫ জুন ২০১৭ কাতারের সাথে বন্ধুপ্রতীম রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইয়েমেন, লিবিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ কর্তৃক কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কুটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।

ইয়েমেন

দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। লাল সাগর এবং পারস্য উপসাগর এর মধ্যে অবস্থিত। দেশটিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিদ্যমান । রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান।

  • ১৯১৮ সালে উত্তর ইয়েমেন অটোমান সাম্রাজ্য হতে এবং ১৯৬৭ সালে দক্ষিণ ইয়েমেন যুক্তরাজ্য হতে স্বাধীনতা লাভ করে। ১৯৯০ সালের ২২মে দুই ইয়েমেন একত্রিত হয়।
  • ২০১৪ সালে হুথি বিদ্রোহ শুরু হয় এবং দেশে গৃহযুদ্ধ শুরু হয়। ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম - আনসার আল্লাহ।
  • হুথিরা হলো ইয়েমেনের উত্তরাঞ্চলে বসবাসরত শিয়া মুসলমান। হুথিরা ইয়েমেনের মোট জনসংখ্যার প্রায় ৪৫%। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হওয়ার পর থেকে হুথিরা শাসনক্ষমতা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত।

পশ্চিম এশিয়া বা নিকট প্রাচ্য

এশিয়া মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত। উত্তরে ককেশাস পর্বতমালা, পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে আরব সাগর এবং পূর্বে পারস্য উপসাগর। এশিয়া মহাদেশের এ অঞ্চলটি নিকট প্রাচ্য নামেও পরিচিত ।

সিরিয়া

  • সিরিয়াকে সভ্যতার সূতিকাগার বলা হয়।
  • গোলান মালভূমি সিরিয়াতে। ৩য় আরব-ইসরাইল যুদ্ধে এটি ইসরায়েল দখলে নেয় ১৯৬৭সালের ৫-১০ জুনে। সর্বশেষ গত ২৫ মার্চ, ২০১৯ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি একটি ঘোষণাতে স্বাক্ষর করেন।
  • সিরিয়ার রাজধানী - দামেস্ক। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর। শহরটি ৬,৩০০ খ্রিস্টপূর্বাব্দে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়।
  • আলেপ্পাঃ দ্বিতীয় বৃহত্তম শহর। এটি সিরিয়ার মুহাফাযা প্রদেশের রাজধানী। এটি সিরিয়ার সবচেয়ে জনবহুল ও বড় শহর এবং বৃহত্তম বাণিজ্যিক নগরী। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত এক নগরীর নাম আলেপ্পো।
  • বিশ্বের প্রথম বর্ণমালা সিরিয়ার - উসারিটে।
  • ইদলিব, বসরা, দারা, হামা প্রভৃতি সিরিয়ার উল্লেখযোগ্য কিছু শহর।
  • সিরিয়ায় গৃহযুদ্ধ ও ইউরোপজুড়ে অভিবাসী সংকট: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এ গৃহযুদ্ধের সুযোগে ২৯ জুন ২০১৪ ইসলামি স্টেট নামক সুন্নী বিদ্রোহী সংগঠন প্রতিষ্ঠিত হয়। সিরিয়া ও ইরাক অঞ্চলে যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাতের কারণে জীবনের তাগিদে এ অঞ্চলের অধিবাসীরা ইউরোপ পাড়ি দিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা [IOM] র বিশ্লেষণ অনুয়ায়ী ১০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ৪,৩২,৭৬১ জন অভিবাসন প্রত্যাশী শরণার্থী সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছেন।
  • গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে আইলান কুর্দি তাঁর মা বাবার সাথে তুরস্কে আশ্রয় নিয়েছিল ২০১৫ সালে। তুরস্ক থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আইলান কুর্দি, তার ভাই ও মা মৃত্যুবরণ করে। শিশু আইলানের মরদেহ তুরস্কের সৈকতে ভেসে উঠেছিল।

প্যালেস্টাইন বা ফিলিস্তিন

  • প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন [PLO] :
    প্রতিষ্ঠাকাল: ১৯৬৪ সালের ২৮ মে
    সদর দপ্তর: রামাল্লা, প্যালেস্টাইন।
    Orient House: পূর্ব জেরুজালেমে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক ভবন। ১৯৮০-১৯৯০ সাল পর্যন্ত এর PLO এর সদর দপ্তর ছিল।
    ☞ ১৯৭৪ সালে সংগঠনটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
    ☞ জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২০১২ সালে।
    চেয়ারম্যান: বর্তমানে মাহমুদ আব্বাস। [অন্য নাম-আবু মাজেন]।
    ☞ তিনি প্যালেস্টাইন রাষ্ট্রের প্রেসিডেন্টের মর্যাদা ভোগ করেন।
  • ফিলিস্তিন রাষ্ট্র পরিক্রমা :
    স্বাধীনতা ঘোষণা : ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। এ সময় ঘোষিত ফিলিস্তিন রাষ্ট্র পুরোপুরিভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে ছিল। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
    অসলো চুক্তি : ১৯৯৩ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও PLO পরস্পরকে স্বীকৃতি দেয় কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে কোন স্বীকৃতি মেলেনি।
    গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তবর্তীকালীন চুক্তি : ১৯৯৫ সালের ২৪ সেপ্টেম্বর ইসরাইল ও PLO এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনি জনগণের স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়। প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি [PNA] এই অংশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এবং রামাল্লা প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহার করে।
    শান্তির জন্য রোডম্যাপ [Road map for peace]-২০০২ খ্রিষ্টাব্দ : ইসরাইল-প্যালেস্টাইন সংঘাতের দীর্ঘমেয়াদি ও শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের একটি প্রস্তাব।
  • ইন্তিফাদা : ইন্তিফাদা আরবি শব্দ। এর ইংরেজি অর্থ Uprising [জাগরণ] বা Resistance [প্রতিরোধ বা Rebellion [অভ্যুত্থান। ইসরাইলী বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিভিন্ন সংগ্রাম ইন্তিফাদা নামে পরিচিত।
    ১. প্রথম ইন্তিফাদা: ১৯৮৭-১৯৯৩ খ্রিষ্টাব্দ।
    ২. দ্বিতীয় ইন্তিফাদা: ২০০০-২০০৫ খ্রিষ্টাব্দ।
    ৩. তৃতীয় ইন্তিফাদা: সাম্প্রতিক সংকটের প্রেক্ষিতে ৭ ডিসেম্বর ২০১৭ হামাস নেতা ৩য় ইন্তিফাদা ঘোষণা দেয়। [হামাস প্রধান ইসমাইল হানিয়া]
  • ইয়াসির আরাফাত :
    ☞ ইয়াসির আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তাঁর অন্য নাম আবু আমর।
    ☞ ১৯৫৯ সাল: 'ফাতাহ' নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
    ☞ ১৯৬৯ সাল: PLO এর চেয়ারম্যান নির্বাচিত হন।
    ☞ ১৯৯৪ সাল: শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
    ☞ ১৯৯৪ সাল: স্থায়ী বসবাসের উদ্দেশ্যে তিউনিশিয়া ছেড়ে গাজা ভূখন্ডে আসেন ১৯ জুলাই, ১৯৯৪।
    ☞ ১৯৯৬ সাল: প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    ☞ ১১ নভেম্বর, ২০০৪ ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় কায়রোতে। রামাল্লায় তাঁকে সমাহিত করা হয়।
  • ব্ল‍্যাক সেপ্টেম্বর : ব্ল‍্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন, যা ১৯৭০ সালে গঠিত হয়েছিল। এ সংগঠন ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে অংশ নেয়া ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে অপহরণ করে এবং হত্যা করে। বর্তমানে সংগঠনটি নিষ্ক্রীয়।
  • পিএলও [PLO] :
    ☞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের পক্ষে ফিলিস্তিন ত্যাগ করলে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ১৯৪৮ সালে মিসর অন্যান্য আরব রাষ্ট্রের সাথে একজোট হয়ে ইসরাইল আক্রমণ করে এবং পরাজিত হয়। অতঃপর ১৯৫৬, ১৯৬৭, ১৯৬৮ এবং ১৯৭৩ সালে আরবদের সাথে ইসরাইলের যুদ্ধ হয় এবং প্রত্যেকবারই আরবরা পরাজিত হয়। এমতাবস্থায় স্বদেশভূমি উদ্ধারের জন্য প্রখ্যাত গেরিলা নেতা ইয়াসির আরাফাত ১৯৬৪ সালে পিএলও প্রতিষ্ঠা করেন।
    ☞ পিএলও'র পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন্স । ১১ নভেম্বর ২০০৪ ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করলে এর দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আব্বাস।

ইসরাইল

ইসরাইল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ–পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন (পশ্চিম তীর), পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ-পশ্চিমে মিশর অবস্থিত। থিওডোর হার্জেল ছিলেন একজন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাংবাদিক এবং ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তার প্রথম বই 'Judenstate or Jewis state'- প্রকাশিত হয় ১৯৮৬ সালে যাতে প্রথম ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বর্ণনা করেন।

বেলফোর ঘোষণা : বেলফোর ঘোষণা (তারিখ ২ নভেম্বর ১৯১৭) হল ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। এতে প্যালেস্টাইনে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।

রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা : ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনী ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত ১৮১ নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে ৪৫ শতাংশ ফিলিস্তিনীদের এবং বাকি ৫৫ শতাংশ ভূমি ইহুদীবাদীদের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

বৈদেশিক সম্পর্ক :
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ: যুক্তরাষ্ট্র।
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ: তুরস্ক। [২৮ মার্চ ১৯৪৯]
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ: মিশর। [২৬ মার্চ ১৯৭৯)।
☞ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয়।

সরকার :
সরকার পদ্ধতি: সংসদীয় গণতন্ত্র।
রাষ্ট্র প্রধান : প্রেসিডেন্ট Reuven Rivlin
সরকার প্রধান : বেনজামিন নেতানিয়াহু।
ক্ষমতাসীন দল : লিকুদ পার্টি।

  • Wailing Wall : জেরুজালেমে অবস্থিত ইহুদী ধর্মাবলম্বীদের পবিত্র স্থান।
  • ভাষা : হিব্রু
  • মুদ্রা : শেকেল
  • আইনসভা : নেসেট
  • ইহুদীবাদের প্রবক্তা : থিওডোর হার্জল
  • সামরিক গোয়েন্দা :আমান
  • গোয়েন্দা সংস্থা :মোসাদ
  • ফিলিস্তিনে ইসরাইল প্রতিষ্ঠার জনক : ব্যরন রথচাইল্ড
  • বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্র।
  • ইসরাইল দখলের আগে গোলান মালভূমি ছিল সিরিয়ার।
  • ২৯ অক্টোবর ২০১৮ ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO-এর কেন্দ্রীয় কমিটি ইসরাইল রাষ্ট্রের স্বীকৃতি স্থগিত করে। কমিটির মতে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরাইল স্বীকৃতি না দিলে ইসরাইলের স্বীকৃতি স্থগিত থাকবে।
  • জেরিকো [Jericho) : পৃথিবীর প্রাচীনতম শহর। ফিলিস্তিনি ভূখন্ডের পশ্চিমতীরে জর্ডান নদীর তীরে অবস্থিত। এ শহরটি ৩,০০০ খ্রিষ্টপূর্বাব্দে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়।
  • চতুর্থ আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয় মরক্কো (১০ ডিসেম্বর, ২০২০)
  • আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে সুদান।
  • ইসরাইলকে আরব বিশ্বের ক্যান্সার বলা হয়।

ককেশাস অঞ্চল

ককেশাস, যা ককেসিয়া নামেও পরিচিত, ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী একটি অঞ্চল। এটি মূলত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে অবস্থিত। ককেশাস পর্বতমালা এই অঞ্চলের মধ্য দিয়ে প্রসারিত, যেখানে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস (৫,৬৪২ মিটার) অবস্থিত। ককেশাস অঞ্চলে সাতটি দেশ রয়েছে । এর মধ্যে তিনটি দেশ এশিয়া মহাদেশে ও রয়েছে । দেশগুলো হল:

ককেশাস অঞ্চলের এশিয়ার দেশ সমূহ
দেশ রাজধানী
জর্জিয়া তিবলিসি
আর্মেনিয়া ইয়েরেভান
আজারবাইজান বাকু

ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি

ট্রান্সকন্টিনেন্টাল দেশ হল এমন দেশ যার ভূখণ্ড একাধিক মহাদেশে বিস্তৃত। বিশ্বে ১৭টি ট্রান্সকন্টিনেন্টাল দেশ রয়েছে । এর মধ্যে তুরস্ক ও রাশিয়া ইউরোপ ও এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত । রাশিয়ার পরিচিতি নিয়ে ইউরোপ মহাদেশের নিবন্ধে আলোচনা করা হবে । এখানে তুরস্ক সম্বন্ধে আলোচনা করা হল ।

তুরস্ক

  • দেশটি এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত। তাই দেশটিকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়।
  • গুরুত্বপূর্ণ শহর : ইস্তাম্বুল, ইজমির, ইসকানদারুন।
  • ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।
  • তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ার অবস্থিত।
  • ইনোসিস [Inosis]: সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের নাম ইনোসিস। গ্রিসের সমর্থনপুষ্ট সামরিকজান্তা সাইপ্রাসের ক্ষমতায় বসলে তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে সামরিক আগ্রাসন চালায়।
  • ফেতুল্লাহ গুলেন এরদোয়ানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী, ইসলাম প্রচারক ও তুরস্কের রাজনৈতিক নেতা। সম্প্রতি 'হিজমত' নামে পরিচিত গুলেন সমর্থকদের আন্দোলন তুরস্কে বেশ জনপ্রিয় হয়ে ওঠায় এরদোয়ান ও গুলেনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তুর্কি ভাষায় 'হিজমত' শব্দের অর্থ সেবা। নেতাদের কথায়, ইসলামের শান্তির আদর্শের আলোকে সুফিবাদ ও সব মানুষের সহাবস্থানের পক্ষে এ গোষ্ঠীর অবস্থান। এদের কাজ জনসেবা, শিক্ষার প্রসার, মানবাধিকার ও গণতন্ত্র।
  • ইস্তাম্বুল : তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরোপ মহাদেশে ও অবস্থিত। এই ইস্তাম্বুলের জন্য‌ই তুরস্ক এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের অন্তর্গত।
নবীনতর পূর্বতন