বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)
বন্দে আলী মিয়া ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি তাঁর কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপূণ্যের পরিচয় দিয়েছেন।
বন্দে আলী মিয়ার সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর, ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। |
সম্পাদনা | তাঁর সম্পাদিত পত্রিকাগুলো হল: ‘কিশোর পরাগ’ , ‘শিশু বার্ষিকী’ , ‘জ্ঞানের আলো’ । তিনি ‘ইসলাম দর্শন' (১৯২৫) পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করতেন। |
পুরস্কার ও সম্মাননা | তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২), একুশে পদক লাভ করেন। |
কাব্যগ্রন্থ | তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো: ‘ময়নামতির চর' (১৯৩২): ২৬ জুলাই, ১৯৩২ সালে এ কাব্যের ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর । ‘অনুরাগ’ (১৯৩২), ‘পদ্মা নদীর চর' (১৯৫৩), ‘মধুমতীর চর’ (১৯৫৩), ‘ধরিত্রী’ (১৯৭৫)। |
শিশুতোষ গ্রন্থ |
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো: ‘চোর জামাই’ (১৯২৭), ‘মেঘকুমারী’ (১৯৩২), ‘ মৃগপরী’ (১৯৩৭), ‘বোকা জামাই’ (১৯৩৭), ‘কামাল আতাতুর্ক' (১৯৪০), ‘ডাইনী বউ’ (১৯৫৯), ‘ রূপকথা ' (১৯৬০), ‘কুঁচবরণ কন্যা' (১৯৬০), ‘ছোটদের নজরুল (১৯৬০), ‘শিয়াল পণ্ডিতের পাঠশালা' (১৯৬৩)। |
অন্যান্য সাহিত্যকর্ম |
তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্মসমূহ: উপন্যাস: ‘বসন্ত জাগ্রত দ্বারে' (১৯৩১), ‘শেষ লগ্ন (১৯৪১), ‘অরণ্য গোধূলি' (১৯৪৯), ‘নীড়ভ্ৰষ্ট' (১৯৫৮)। নাটক : ‘মসনদ' (১৯৩১)। গল্পগ্রন্থ : ‘তাসের ঘর' (১৯৫৪)। |
বিখ্যাত পক্তি |
‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।' (আমাদের গ্রাম) |
মৃত্যু | তিনি ১৭ জুন, ১৯৭৯ খ্রিস্টাব্দে রাজশাহীতে মারা যান । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বন্দে আলী মিয়া mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০৩)
১. ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]
উত্তর: (গ) কাব্য
২. ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি) : ১৩ ]
উত্তর: (ঘ) বন্দে আলী মিয়া
৩. কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (ক) পাবনা