বন্দে আলী মিয়া

বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)

বন্দে আলী মিয়া ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি তাঁর কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপূণ্যের পরিচয় দিয়েছেন।

বন্দে আলী মিয়ার সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর, ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
সম্পাদনা তাঁর সম্পাদিত পত্রিকাগুলো হল: ‘কিশোর পরাগ’ , ‘শিশু বার্ষিকী’ , ‘জ্ঞানের আলো’ । তিনি ‘ইসলাম দর্শন' (১৯২৫) পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করতেন।
পুরস্কার ও সম্মাননা তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২), একুশে পদক লাভ করেন।
কাব্যগ্রন্থ তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:

‘ময়নামতির চর' (১৯৩২): ২৬ জুলাই, ১৯৩২ সালে এ কাব্যের ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
‘অনুরাগ’ (১৯৩২),
‘পদ্মা নদীর চর' (১৯৫৩),
‘মধুমতীর চর’ (১৯৫৩),
‘ধরিত্রী’ (১৯৭৫)।
শিশুতোষ গ্রন্থ তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো:

‘চোর জামাই’ (১৯২৭),
‘মেঘকুমারী’ (১৯৩২),
মৃগপরী’ (১৯৩৭),
‘বোকা জামাই’ (১৯৩৭),
‘কামাল আতাতুর্ক' (১৯৪০),
‘ডাইনী বউ’ (১৯৫৯),
রূপকথা ' (১৯৬০),
‘কুঁচবরণ কন্যা' (১৯৬০),
‘ছোটদের নজরুল (১৯৬০),
‘শিয়াল পণ্ডিতের পাঠশালা' (১৯৬৩)।
অন্যান্য সাহিত্যকর্ম তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্মসমূহ:

উপন্যাস: ‘বসন্ত জাগ্রত দ্বারে' (১৯৩১), ‘শেষ লগ্ন (১৯৪১), ‘অরণ্য গোধূলি' (১৯৪৯), ‘নীড়ভ্ৰষ্ট' (১৯৫৮)।

নাটক : ‘মসনদ' (১৯৩১)।
গল্পগ্রন্থ : ‘তাসের ঘর' (১৯৫৪)।
বিখ্যাত পক্তি ‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।' (আমাদের গ্রাম)
মৃত্যু তিনি ১৭ জুন, ১৯৭৯ খ্রিস্টাব্দে রাজশাহীতে মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বন্দে আলী মিয়া mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০৩)

১. ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]

উত্তর: (গ) কাব্য

২. ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি) : ১৩ ]

উত্তর: (ঘ) বন্দে আলী মিয়া

৩. কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ক) পাবনা

নবীনতর পূর্বতন