পৃথিবী যতই সামনের দিকে ধাবিত হচ্ছে ততই বাড়ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। ব্যবহার করতে হচ্ছে নতুন নতুন শব্দ। যা হয়তো কোন এক ভাষার নতুন শব্দ দিয়ে সেটা প্রথম শুরু করা হয়।কিন্তু একই বিষয় যখন অন্য কোন ভাষায় উপস্থাপনের প্রয়োজন হয় তখনই দেখা দেয় শব্দের অভাব সংক্রান্ত সমস্যা।অর্থাৎ বিদেশি শব্দ প্রয়োগ না করে দেশি বা নিজস্ব ভাষার শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । কিন্তু তাৎক্ষণিক ভাবে সেই ভাষায় যখন ঐ বিদেশি শব্দের অর্থ বোঝায় এরকম কোন শব্দ পাওয়া না যায়।ঠিক তখনি প্রয়োজন হয় নিজস্ব ভাষায় নতুন শব্দ প্রচলনের।আর এটাই হল পরিভাষা। আজ আমরা পরিভাষা ও পারিভাষিক শব্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
![]() |
পারিভাষিক শব্দ |
পরিভাষা ও পারিভাষিক শব্দ কাকে বলে
প্রতিটি শাস্ত্রের নিজস্ব শব্দ আছে যা তার পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজি "terminology" শব্দের বাংলা অর্থ হলো পরিভাষা। পরিভাষা শব্দের আভিধানিক অর্থ 'বিশেষ অর্থজ্ঞাপক শব্দ"।তাই আমরা বলতেই পারি যে শব্দ দিয়ে কোন বিষয় সুনির্দিষ্ট করে প্রকাশ করতে পারি তাই পরিভাষা।এবার মনে প্রশ্ন আসতেই পারে পারিভাষিক শব্দ কাকে বলে।
জ্ঞান বিজ্ঞান ও বাস্তবতার নিরিখে যেসব শব্দ সুনির্দিষ্ট ক্ষেত্রে বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় বা প্রচলন করা হয় তাকে পারিভাষিক শব্দ বলে।সহজ করে বাংলা ভাষার জন্য বললে ,বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
পারিভাষিক শব্দ সৃষ্টি এবং প্রচলন সংক্রান্ত সমস্যা
একটি উদাহরণ দেই, অক্সিজেন এর বাংলা কি বলেন তো? অম্লজান! তাই না? কিন্তু আসলে আমরা কি অম্লজান বলি?মোটেই না।তাহলে ব্যাপারটা কি দাড়াল? বাংলা ভাষায় অক্সিজেনকে বোঝাতে পারত এমন শব্দ তখনকার সময়ে ছিল না। তাই বাংলায় একটা নতুন শব্দ নির্ধারণ করা হল অম্লজান।কিন্তু মানুষ তো অম্লজান কে গ্রহণ করেনি বরং অক্সিজেনকেই গ্রহণ করেছে ।যার ফলে আমরা আবার ও বিদেশি ভাষার প্রতি ঋণিই থেকে গেলাম। পারিভাষিক শব্দ সৃষ্টিতে ব্যবহারকারীদের আগ্রহ ও বিরাট ভূমিকা পালন করে। কাজেই পারিভাষিক শব্দ সৃষ্টির প্রয়োজন হলে এমনভাবে করা উচিত যেন সবাই সে শব্দটা গ্রহণ করে।ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব না দিয়ে পারিভাষিক শব্দ তৈরি করা হলে ভাষায় শুধু অপ্রযোজনীয় শব্দই বাড়বে ভাষার সমৃদ্ধতা কখনো আসবে না।এরকম আরো অনেক উদাহরণ আছে যা সাধারণ মানুষ গ্রহণ করে নি। যেমন-ক্যামেরা এর বাংলা পারিভাষিক শব্দ হল আলোকচিত্র গ্রহণের যন্ত্র।কিন্তু সবাই তো ক্যামেরা ই বলে।
আবার কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি শব্দের তো বাংলা পরিভাষা তৈরির কোনো উদ্যোগই নেওয়া হয় নি । মোবাইল ফোনের বাংলা পরিভাষা হিসেবে 'মুঠোফোন' শব্দটি সৃষ্টির পর প্রচলনের চেষ্টা গৃহীত হলেও তা যথেষ্ট পরিমাণে এখনো ব্যবহৃত হয় না আর হবে বলে ও তো মনে হয় না। কাজেই ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে নির্দিষ্ট পারিভাষিক শব্দ তৈরি করা উচিত।সাধারণত, একটা শব্দে অভ্যস্ত হয়ে যাওয়ার পর পরিভাষা হিসেবে নতুন শব্দ চালু করলে ও মানুষ পূর্বেরটাই গ্রহণ করে।
পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা
১. পরিভাষার মাধ্যমে ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
২. নতুন ধারণা মানুষের গ্রহণ করতে সহজ হয়।
৩. অনেক ক্ষেত্রেই বিশিষ্ট অর্থে পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।
৪. পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে অন্যান্য ভাষার সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়।
৫. পারিভাষিক শব্দ ভাষাকে গতিশীল করে।
৭. অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. অন্য ভাষা থেকে শব্দ ধার করার প্রয়োজন হয় না।
৯. ভাষা আরো সমৃদ্ধ হয়।
গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের তালিকা
বিদেশি শব্দ
|
পারিভাষিক শব্দ
|
বিদেশি শব্দ
|
পারিভাষিক শব্দ
|
Aboriginal
|
আদিবাসী
|
Allegory
|
রূপক
|
Abbreviation
|
সংক্ষেপণ
|
Attested
|
সত্যায়িত
|
A to Z
|
সম্পূর্ণভাবে
|
Alias
|
ওরফে
|
Armour
|
বর্ম
|
Amplitude
|
বিস্তার
|
Analogy
|
উপমা
|
Amplification
|
পরিবর্ধন
|
Anarchy
|
নৈরাজ্য
|
Archetype
|
আদিরূপ
|
Anatomy
|
শরীরবিদ্যা
|
Agora
|
মুক্তাঞ্চল
|
Annotation
|
টীকা
|
Bond
|
প্রতিজ্ঞাপত্ৰ
|
Abstract
|
বিমূর্ত
|
Anticipation
|
প্রাকচিন্তন
|
Autonomous
|
স্বায়ত্তশাসিত
|
Bribe
|
উৎকোচ / ঘুষ
|
Amicus Curiae
|
আদালতের বন্ধু
|
Ambiguous
|
দ্ব্যর্থক
|
Assassination
|
গুপ্তহত্যা
|
Background
|
পটভূমি
|
Anonymous
|
অনামা
|
Bugger
|
জঘন্য ব্যক্তি
|
Affidavit
|
হলফনামা
|
Bail
|
জামিন
|
Autobiography
|
আত্মজীবনী
|
Biography
|
কড়চা
|
Architect
|
স্থপতি
|
Boycott
|
বর্জন
|
Current Account
|
চলতি হিসাব
|
Blockade
|
অবরোধ
|
Co-opted
|
সহযোজিত
|
Caretaker
|
তত্ত্বাবধায়ক
|
Climax
|
মহামুহূর্ত
|
Blue Print
|
প্রতিচিত্র
|
Defence
|
প্রতিরক্ষা
|
Barren
|
ঊষর
|
Constipation
|
কোষ্ঠকাঠিন্য
|
Cabinet
|
মন্ত্রিপরিষদ
|
Consumer goods
|
ভোগ্যপণ্য
|
Cancer
|
কর্কট রোগ
|
Colleague
|
সহকর্মী
|
Coup
|
অভ্যুত্থান
|
Equation
|
সমীকরণ
|
Cartoon
|
ব্যঙ্গচিত্র
|
Eradicaiton
|
উচ্ছেদ
|
Curtail
|
সংক্ষিপ্ত করা
|
Curriculum
|
পাঠ্যক্রম
|
Coatting
|
আবরণ
|
Dilly dally
|
অযথা দেরি করা
|
Cease Fire
|
অস্ত্র সংবরণ
|
Deadlock
|
অচলাবস্থা
|
Civil Society
|
সুশীল সমাজ
|
Divulge
|
প্রকাশ করা
|
Chancellor
|
আচার্য
|
Executive
|
নির্বাহী
|
Covenant
|
চুক্তিপত্র
|
Exhibition
|
প্রদর্শনী
|
Circular
|
প্রচারপত্র
|
Excise Duty
|
আবগারী শুল্ক
|
Curfew
|
সান্ধ্য আইন
|
Embassy
|
দূতাবাস
|
Final
|
সমাপ্তি
|
File
|
নথি
|
Epic
|
মহাকাব্য
|
Flora
|
উদ্ভিদকুল
|
Filing
|
নথিভুক্তি
|
General Manager
|
মহাব্যবস্থাপক
|
Glossary
|
টীকাপুঞ্জি
|
Graduate
|
স্নাতক
|
Genocide
|
গণহত্যা
|
Guideline
|
নির্দেশনা
|
Gazette
|
ঘোষণাপত্র
|
Handy
|
ব্যবহারে সুবিধাজনক
|
Hypothesis
|
অনুমান
|
Hybrid
|
সঙ্কর
|
Homicide
|
নরহত্যা
|
Horizontal
|
অনুভূমিক
|
Intellectual
|
বুদ্ধিজীবী
|
Industrious
|
পরিশ্রমী
|
In abeyance
|
স্থগিত করা
|
Indigenous
|
স্বদেশী
|
Index
|
সূচক
|
Jerhin
|
আটসাট জামা
|
Job
|
চাকরি
|
Justification for
|
সমর্থন
|
Jail code
|
কারাবিধি
|
Key-note
|
মূলভাব
|
Knavery
|
প্রতারণা
|
Manager
|
ব্যবস্থাপক
|
Modernism
|
আধুনিকতাবাদ
|
Microbiology
|
অনুজীব বিজ্ঞান
|
Meteor
|
উল্কা
|
Nebula
|
নীহারিকা
|
Nationalism
|
জাতীয়তাবাদ
|
Null and void
|
বাতিল
|
Nota Bene (N.B)
|
লক্ষনীয়
|
Oxygen
|
অম্লজান
|
Odds and ends
|
এটা সেটা
|
Overrule
|
বাতিল করা
|
Obligatory
|
বাধ্যতামূলক
|
Post graduate
|
স্নাতকোত্তর
|
Radio
|
বেতার
|
Relevant
|
প্রাসঙ্গিক
|
Review
|
পুনঃনিরীক্ষণ
|
Secretary
|
সচিব
|
Secretariat
|
সচিবালয়
|
Subjudice
|
বিচারাধীন
|
Superstitious
|
কুসংস্কারাচ্ছন্ন
|
Scarcity
|
স্বল্পতা
|
Transparent
|
স্বচ্ছ
|
Transparency
|
স্বচ্ছতা
|
United Kingdom
|
যুক্তরাজ্য
|
United States
|
যুক্তরাষ্ট্র
|
Virile
|
পুরুষোচিত
|
Vivid
|
প্রাণবন্ত
|
Zenith
|
শীর্ষ
|
Referendum
|
গণভোট
|
Phonology
|
ভাষার ধ্বনিবিজ্ঞান
|
Pact
|
চুক্তি
|
Pensive
|
বিষণ্ণ
|
Periodical
|
সাময়িকী
|
Postage
|
ডাকমাশুক
|
Provoke
|
উস্কানি দেওয়া
|
Polygamy
|
বহুবিবাহ
|
Parole
|
সাময়িক মুক্তি
|
Quarterly
|
ত্রৈমাসিক
|
Prominent
|
প্রখ্যাত
|
Quorum
|
গণপূর্তি
|
Play truant
|
স্কুল থেকে পালানো
|
Quack
|
হাতুড়ে
|
Range
|
এলাকা
|
Quotation
|
মূল্যজ্ঞাপন
|
Study Leave
|
শিক্ষাবকাশ
|
sanction
|
মঞ্জুরি
|
Surgeon
|
শল্য চিকিৎসক
|
Summit
|
শীর্ষ
|
Stigma
|
লজ্জা বা কলঙ্ক চিহ্ন
|
Satellite
|
উপগ্রহ
|
Sleeping partner
|
নিষ্ক্রিয় অংশীদার
|
Script
|
হস্তলিপি
|
Sponsor
|
পৃষ্ঠপোষক
|
Training
|
প্রশিক্ষণ
|
Subconscious
|
অবচেতন
|
Treasurer
|
কোষাধ্যক্ষ
|
Scroll
|
লিপি
|
Take to task
|
তিরস্কার করা
|
Transliteration
|
প্রতিবর্ণীকরণ
|
Time to again
|
বারবার
|
Trilogy
|
ত্রয়ী
|
Wisdom
|
প্রজ্ঞা
|
Unstamped
|
সিলমোহরবিহীন
|
Worship
|
পূজা
|
Ultimatum
|
চরমপত্র
|
Whirlpool
|
ঘূর্ণি
|
Vertical
|
উল্লম্ব
|
Western
|
পশ্চিমা
|
Vocation
|
বৃত্তি
|
Legal statement
|
জবানবন্দি
|
Zoology
|
প্রাণিবিদ্যা
|
Hightide
|
জোয়ার
|
Gratuity
|
পারিতোষিক
|
Hand bill
|
প্রচারপত্র
|
Epicurism
|
ভোগবাদ
|
Issue
|
প্রচার
|
Extension
|
সম্প্রসারণ
|
Loggerheads
|
দা-কুমড়া সম্পর্ক
|
Edition
|
সংস্করণ
|
Lyric
|
গীতিকবিতা
|
For Good
|
চিরতরে
|
Lease
|
ইজারা
|
Forgery
|
জালিয়াতি
|
Lass
|
বালিকা
|
Hydrogen
|
উদ্ জান
|
Mince
|
কিমা করা
|
Housing
|
আবাসন
|
Migratory bird
|
অতিথি পাখি
|
Hierarchy
|
আধিপত্য পরম্পরা
|
Payer
|
দাতা
|
সাহিত্য সম্পর্কিত কিছু শব্দ
| |||
প্রদত্ত শব্দ
|
অর্থ
|
প্রদত্ত শব্দ
|
অর্থ
|
Alliteration
|
অনুপ্রাস
|
Allegory
|
রূপকধর্মী রচনা
|
Anthesis
|
পরস্পরবিরোধী শব্দাবলি ব্যবহার
|
allusion
|
পরোক্ষ উল্লেখ/ইঙ্গিত
|
Ballad
|
লোকগাঁথা
|
Blank Verse
|
অমিত্রাক্ষর ছন্দ
|
Bibliography
|
গ্রন্থ ও রচনাবলির তালিকা
|
Assonance
|
স্বরানুপ্রাস
|
Hyperbole
|
অতিশয়োক্তি
|
Couplet
|
দ্বিপদী শ্লোক
|
Haiku
|
বিশেষ আঙ্গিকের জাপানি কবিতা
|
Chiasmas
|
বাক্যালঙ্কার
|
Lingua Franca
|
সংযোগ ভাষা
|
Epistolary novel
|
পত্রোপন্যাস/চিঠির আকারে রচিত উপন্যাস
|
Apostrophe
|
সম্বোধন অলঙ্কার
|
Limeric
|
এক ধরনের ছোট কবিতা
|
Limerick
|
মজাদার ছড়া
|
Lyric
|
গীতি কবিতা
|
Irony
|
বিদ্রুপ
|
Magnum Opus
|
বড় মাপের সাহিত্যকর্ম
|
Metaphor
|
রূপকালঙ্কার
|
Melodrama
|
গীতি নাটক / অতিনাটক
|
Metonymy
|
বাক্যালঙ্কারবিশেষ লক্ষণা
|
Paradox
|
আপাত বিরোধী হলেও সত্য
|
Onomatopoeia
|
অনুকার শব্দ
|
Personification
|
ব্যক্তিরূপ দান
|
Oxymoron
|
বিপরীতালঙ্কার
|
Pun
|
শ্লেষালঙ্কার / দ্ব্যর্থক শব্দ প্রয়োগ
|
Synecdoche
|
লক্ষণা
|
Simile
|
সুস্পষ্ট তুলনামূলক
|
Satire
|
ব্যঙ্গধর্মী রচনা
|
Understatement
|
ন্যূনোক্তি
|
প্রদত্ত শব্দ
|
অর্থ
|
||
Anecdote
|
কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে ছোট-খাটো আকর্ষণীয় মজার গল্প
|
||
Anaphora
|
কোনো বাণী অথবা কোনো বাক্যের মধ্যে একই শব্দ বা শব্দাংশের বারবার উচ্চারণ বা ছন্দ অনুপ্রাস
|
||
Epitaph
|
সমাধিফলকে খোদিত করার মতো উপযুক্ত সাহিত্যিক রচনা
|
||
Euphemism
|
শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ
|
||
Litotes
|
এক জাতীয় অর্থালঙ্কার যাতে নঞর্থক শব্দের সাহায্যে তার বিপরীত সদর্থক ভাবটিকেই জোরালোভাবে প্রকাশ করা হয়
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন